চাকরির খবর

মাধ্যমিক পাশে হাবিলদার নিয়োগ, দেখে নিন সম্পূর্ণ আবেদন পদ্ধতি

Advertisement

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। দেশ জুড়ে একগুচ্ছ শূন্যপদে হাবিলদার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্প্রতি। মাধ্যমিক পাশের যোগ্যতায় প্রার্থীরা এই নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন। প্রায় কয়েকশো শূন্যপদে চাকরি দেওয়া হবে প্রার্থীদের। হাবিলদার পদে নিয়োগ পাওয়া প্রার্থীরা মাসিক বেতন পাবেন, ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা পর্যন্ত। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, সময়সীমা-সহ যাবতীয় তথ্যগুলি বিস্তারিতভাবে জানানো হল।

দেশজুড়ে আয়োজিত হতে চলেছে হাবিলদার নিয়োগের পরীক্ষা। মোট ৩৬০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। রাজ্যের যে কোনো প্রান্তের পুরুষ ও মহিলা প্রার্থীরা পরীক্ষায় বসার আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে। তবে, আবেদন যোগ্যতা সম্বন্ধীয় বেশ কিছু নিয়ম রয়েছে। আসুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী। প্রথমত, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। যে কোনোও বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে তাঁকে। দ্বিতীয়ত, প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় রয়েছে। আর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় দেওয়া হয়েছে। হাবিলদার পদে নিয়োগ পাওয়া প্রার্থীরা বেতন পাবেন সপ্তম বেতন কমিশনের পে লেভেল ৬ অনুযায়ী।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ

আবেদন জানাবেন কিভাবে? আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। তার জন্য একটি বৈধ মেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in)-এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে, প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। যা চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত। খুব সম্ভবত নিয়োগ পরীক্ষাটি হবে চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ। এ বিষয়ে যাবতীয় তথ্য পাবেন কমিশনের ওয়েবসাইটে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়ে মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা করেছে এসএসসি। আগ্রহী প্রার্থীরা অতি সত্বর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

Havildar Apply Now: Click Here

মাধ্যমিক পাশে হাবিলদার নিয়োগ

Related Articles