অন্যান্য খবর

খাস কলকাতায় জলশূন্য কলেজ, ভরসা অনলাইন ক্লাস

Advertisement

তীব্র গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্য। শহরে তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছুঁই ছুঁই। এরই মাঝে তিনদিন ধরে জলশূন্য কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ। ওয়াশরুম থেকে পানীয় জলের ট্যাঙ্ক, সব ফাঁকা। পরিস্থিতি এতটাই খারাপ যে কলেজ বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই কর্তৃপক্ষের কাছে। ফলে ১৯ জুন থেকে অনলাইনে বাড়ি থেকে ক্লাস করবে পড়ুয়ারা।

কলকাতার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের এমন দৃশ্যে রীতিমতো হতবাক শিক্ষামহলের একাংশ। কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছে বিষয়টি PWD কে জানানো হলেও কোন সুরাহা মেলেনি। তবে PWD সূত্রে খবর, কলেজের পাম্পে জল না ওঠার মূল কারণ হলো জলস্তরে সমস্যা। একইসঙ্গে কলেজ চত্বরে জমেছে বর্জ্যের স্তূপ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ছত্রপতি দত্ত জানান, ‘ কলকাতা পুরনিগমের নিয়ম অনুযায়ী বর্জ্য সংগ্রহ করতে লরি এলে আগাম টাকা দিতে হবে। কিন্তু সেই নগদ ফান্ড আমাদের কাছে থাকেনা। তবে বিলিং সিস্টেমের মাধ্যমে আমরা সমস্যা মেটানোর চেষ্টা করছি।’

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন 

একে তীব্র গরম তার ওপর জল নেই, পড়ুয়াদের যে চরম দুর্ভোগ চলছে তা মানছে কর্তৃপক্ষও। স্কাল্পচার বা সেরামিকস ডিপার্টমেন্ট জল ছাড়া অকেজো।  এই পরিস্থিতিতে পড়াশোনার কাজ চালিয়ে যাওয়া অসম্ভব। ফলত ক্লাস বন্ধ। ছাত্রছাত্রীরা কয়েকদিন কলেজের পাশের এক পুকুর থেকে জল আনার ব্যবস্থা করেছিল। তবে ছাত্রছাত্রীদের অভিযোগ পুকুরের পাশে জমে আছে  ময়লার স্তূপ। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা পুরোনিগমের সঙ্গে আলোচনার মাধ্যমে জল সমস্যা সমাধান করা হবে। ততদিন অনলাইনেই ক্লাস চলবে।

খাস কলকাতায় জলশূন্য কলেজ

Related Articles