চাকরির খবর

কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

Share

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বিভাগে। চাকরি হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Kolkata Municipal Corporation Recruitment 2022

পদের নাম- স্টাফ নার্স (HCP)
শূন্যপদ- মোট ২টি। (SC- ১,UR- ১)
শিক্ষাগত যোগ্যতা- INC অনুমোদিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM কোর্স করে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ২৫,০০০ টাকা।

পদের নাম- একাউন্টেন্ট।
শূন্যপদ- মোট ১টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা- অবসরপ্রাপ্ত যেকোনো সরকারি চাকরিজীবী।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১২,০০০ টাকা।

পদের নাম- স্টাফ নার্স (NUHM)
শূন্যপদ- মোট ৩৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- INC অনুমোদিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM কোর্স করে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ২৫,০০০ টাকা।

চাকরির খবরঃ বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ ২০২২

পদের নাম- মেডিকেল অফিসার (NUHM)
শূন্যপদ- মোট ৮ টি। (ST- ১,SC- ২,OBC- ১,UR- ৪)
শিক্ষাগত যোগ্যতা- MCI অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBBS করে থাকতে হবে সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ করে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৬০,০০০ টাকা।

পদের নাম- জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (NRHM)
শূন্যপদ- মোট ২ টি। (SC- ১,UR- ১)
শিক্ষাগত যোগ্যতা- MCI অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBBS করে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৬০,০০০ টাকা।

পদের নাম- মেডিকেল অফিসার (HCP)
শূন্যপদ- মোট ১ টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা- MCI অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBBS করে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৬০,০০০ টাকা।

পদের নাম- GDA
শূন্যপদ- মোট ১টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা- অবসরপ্রাপ্ত যেকোনো সরকারি চাকরিজীবী।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৮০০০ টাকা।

পদের নাম- সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার (STLS)
শূন্যপদ- মোট ১ টি। (SC)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় স্নাতক সঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ২৫,০০০ টাকা।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ চলছে

আবেদন পদ্ধতি- উপরোক্ত সমস্ত পদের জন্য আলাদা করে কোনো আবেদনপত্র পূরণ করতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের দিন যথাস্থানে প্রয়োজনীয় নথি নিয়ে সময়মতো পৌঁছাতে হবে।
ইন্টারভিউ এর তারিখ ও সময়- ১১ ই মার্চ ২০২২ শুক্রবার, সকাল ১০ টা।
ইন্টারভিয়ের স্থান- DRS Hall (1st Floor) Bungalow Office Campus of the CMOH,11, Dr. P. k. Banerjee Road, Lichubagan, Howrah- 711101

ইন্টারভিউ -এ যেসব নথি নিয়ে যেতে হবে তা নিম্নোক্ত-
১) আধার কার্ড অথবা রেশন কার্ড অথবা ভোটার কার্ড।
২) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
৫) সম্প্রতি তোলা সেল্ফ অ্যাটেস্টেড করা ফটোকপি।

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

সর্ব শেষ প্রকাশিত

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

4 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

7 hours ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

23 hours ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মাধ্যমিক ২০২৪ মেধা তালিকা

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে এবারের…

2 days ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | অনলাইনে চেক করুন মাধ্যমিক রেজাল্ট 2024

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিক রেজাল্ট ২০২৪। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক রেজাল্ট…

2 days ago

Madhyamik Result 2024 LIVE | প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট ২০২৪, নিজের রেজাল্ট দেখে নিন

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ প্রতীক্ষার পর আজ ২রা মে, ২০২৪ তারিখে প্রকাশিত হল এবারের মাধ্যমিক…

2 days ago