কলকাতা পুলিশে ২৫০০ শূন্যপদে নিয়োগ, চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে কলকাতা পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি। যার শূন্যপদের সংখ্যা থাকবে আড়াই হাজার। আজ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এই নিয়োগের…

Published By: ExamBangla.com | Published On:

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে কলকাতা পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি। যার শূন্যপদের সংখ্যা থাকবে আড়াই হাজার। আজ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এই নিয়োগের ব্যাপারে ঘোষণা করেছেন। তিনি জানান, রাজ্যের মন্ত্রী সভার তরফ থেকে এই নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এবং খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।
আজকের পোস্টে আপনাদের জানানো হবে এই ২৫০০ শূন্যপদের মধ্যে কোন পদে কত শূন্যপদ থাকবে, কোন পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কেমন, বয়স সীমা, নিয়োগ পদ্ধতি ইত্যাদি।

নিয়োগ করা হবে কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর, লেডি সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট ও পুলিশ ড্রাইভার পদে। মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন।

পদের নাম- কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর, লেডি সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট, পুলিশ ড্রাইভার।

মোট শূন্যপদ- ২৫০০ টি। কোন পদে কত শূন্যপদ থাকবে তা এখনও ঘোষণা করা হয়নি। অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে শূন্যপদের বিন্যাস জানা যাবে। তবে সূত্রের খবর কনস্টেবল পদে শূন্যপদ থাকতে পারে প্রায় ১৫০০ টি, লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে শূন্যপদ ৩০০ টি, সাব ইন্সপেক্টর ২০০ টি, লেডি সাব-ইন্সপেক্টর ৫০ টি, সার্জেন্ট ১৫০ টি এবং পুলিশ ড্রাইভার পদে ২০০ টি শূন্যপদ থাকতে পারে।

চাকরির খবর: রাজ্যে বস্ত্র দপ্তরে কর্মী নিয়োগ

কনস্টেবল:
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ।
বয়সসীমা- 18 থেকে 27 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন- ৫,৪০০/- থেকে ২৫,২০০/- সঙ্গে ২,৬০০/- গ্রেড পে।
শারীরিক যোগ্যতা (PMT)- উচ্চতা: কমপক্ষে ১৬৭ সেমি। ছাতি: ৭৮ সেমি, ৫ সেমি ফোলাতে হবে। ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী যথাযথ হতে হবে। গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং এসটি প্রার্থীদের জন্য- উচ্চতা: ১৬০ সেমি, ছাতি: ৭৬ সেমি, ৫ সেমি ফোলাতে হবে। ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী যথাযথ হতে হবে।
PET- দৌড়: দৌড়াতে হবে ১৬০০ মিটার বা ১.৬ কিমি (Qualifying time is 6 minutes 30 second)

লেডি কনস্টেবল:
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ।
বয়সসীমা- 18 থেকে 27 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন- ৫,৪০০/- থেকে ২৫,২০০/- সঙ্গে ২,৬০০/- গ্রেড পে।
শারীরিক যোগ্যতা (PMT)- উচ্চতা: কমপক্ষে ১৬০ সেমি। ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী যথাযথ হতে হবে। গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং এসটি প্রার্থীদের জন্য- উচ্চতা: ১৫২ সেমি, ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী যথাযথ হতে হবে।
PET- দৌড়: দৌড়াতে হবে ৪০০ মিটার (Qualifying time is 2 minutes).

সাব ইন্সপেক্টর:
শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েশন পাশ সমতুল।
বয়সসীমা- 20 থেকে 27। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন- ৭,১০০/- থেকে ৩৭,৬০০/- সঙ্গে ৩,৯০০/- গ্রেড পে।
শারীরিক যোগ্যতা (PMT)- উচ্চতা: ১.৬৭ মিটার। ছাতি: ৭৯ সেমি, কমপক্ষে ৫ সেমি ফোলাতে হবে। ওজন: ৫১.৫ কেজি।

চাকরির খবর: কলকাতা এয়ারপোর্টে কর্মী নিয়োগ চলছে

লেডি সাব-ইন্সপেক্টর:
শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েশন পাশ সমতুল।
বয়সসীমা- 20 থেকে 27। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন- ৭,১০০/- থেকে ৩৭,৬০০/- সঙ্গে ৩,৯০০/- গ্রেড পে।
শারীরিক যোগ্যতা (PMT)- উচ্চতা: কমপক্ষে ১.৬০ মিটার। ওজন: ৪৫ কেজি।

সার্জেন্ট:
শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েশন পাস সমতুল।
বয়সসীমা- 20 থেকে 27। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন- ৭,১০০/- থেকে ৩৭,৬০০/- সঙ্গে ৩,৯০০/- গ্রেড পে।
শারীরিক যোগ্যতা (PMT)- উচ্চতা: ১.৭৩ মিটার। ছাতি: ৮৬.৩৬ সেমি, কমপক্ষে ৫ সেমি ফোলাতে হবে। ওজন: ৬৩ কেজি।

পুলিশ ড্রাইভার:
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ, সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি:
কনস্টেবল, লেডি কনস্টেবল- ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (PMT) ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টে (PET) পাশ করলে লিখিত পরীক্ষা, তারপরে ইন্টারভিউ।
সার্জেন্ট, সাব ইন্সপেক্টর, লেডি সাব-ইন্সপেক্টর- ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে (PMT) পাশ করলে লিখিত পরীক্ষা, তারপরে ইন্টারভিউ।

কি কাজ করতে হবে?
কনস্টেবল- Patrolling duties, Traffic duties, Guarding vital installations, Escorting of prisoners, Maintenance of Law and Order etc. (ট্রাফিকের কাজ, গার্ড দিতে হবে, আইন-শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ, বন্দীদের পাহারা দিতে হবে)।
লেডি কনস্টেবল- Maintenance of Law and Order, Missing Persons Squad, Traffic duties etc. (আইন-শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ, নিখোঁজ ব্যক্তি খোঁজা, ট্রাফিক দায়িত্ব)।

চাকরির খবর: বিডিও অফিসে চাকরির সুযোগ

সাব ইন্সপেক্টর- Investigation of cases, Maintenance of Law and Order, Collection of intelligence. (বিভিন্ন মামলার তদন্ত, আইন-শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ, বিভিন্ন বুদ্ধিমত্তার কাজ)।
লেডি সাবইন্সপেক্টর- Investigation of cases, Maintenance of Law and Order, Collection of intelligence. (বিভিন্ন মামলার তদন্ত, আইন-শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ, বিভিন্ন বুদ্ধিমত্তার কাজ)।
সার্জেন্ট- Maintenance of Law and Order, Traffic Duties, Piloting and escorting duties. (আইন-শৃঙ্খলা রক্ষার ট্রাফিক দায়িত্ব ইত্যাদি)।
পুলিশ ড্রাইভার- গাড়ি চালাতে হবে।

এই নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তি বেরোলে এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career