মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 pdf

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024: প্রিয় ছাত্র-ছাত্রী, প্রকাশিত হলো মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. 2024 সালের মাধ্যমিক ইতিহাস সাজেশন প্রকাশ করা হলো আজকের এই পোস্টে। ডাউনলোড করুন "মাধ্যমিক ইতিহাস সাজেশন PDF"। মাধ্যমিক…

Published By: Exam Bangla | Published On:

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024: প্রিয় ছাত্র-ছাত্রী, প্রকাশিত হলো মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. 2024 সালের মাধ্যমিক ইতিহাস সাজেশন প্রকাশ করা হলো আজকের এই পোস্টে। ডাউনলোড করুন “মাধ্যমিক ইতিহাস সাজেশন PDF“। মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের সিলেবাস অনুযায়ী এই সাজেশন প্রকাশ করা হয়েছে। Team Exam Bangla -র সম্পাদকীয় মণ্ডলী এই ইতিহাস সাজেশন 2024 PDF তৈরী করেছেন। এই ইতিহাস সাজেশনটি ২০২৪ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। মাধ্যমিক পরীক্ষার নম্বর বিভাজন অনুযায়ী সাজেস্টিভ প্রশ্ন সাজানো হয়েছে এই মাধ্যমিক ইতিহাস সাজেশন PDF টিতে।

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় Exam Bangla Publication -এর সাজেশন গুলি থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন এসেছে। তাই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি জোরদার করতে আজকেই মাধ্যমিক সাজেশন ২০২৪ pdf ডাউনলোড করে নাও।

Madhyamik History Suggestion 2024
বিষয় ইতিহাস
পরীক্ষার সম্ভাব্য তারিখ৫ ফেব্রুয়ারী, ২০২৪
সাজেশন ফাইলপিডিএফ
ডাউনলোড লিংকনীচে দেওয়া আছে

Dear students, Today we are going to share Madhyamik History Suggestion 2024 PDF. This suggestion is created by Exam Bangla Editorial Team. You can download Madhyamik History Suggestion 2024 (free of cost).

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024

একটি বাক্যে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ১)

1. কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?
2. নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রীর নাম কী?
3. অগ্নিযুগে অগ্নিকন্যা নামে কে অভিহিত হন?
4. ‘নদীয়া কাহিনী’ কার লেখা?
5. ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
6. ‘কলিকাতা দর্পণ’ গ্রন্থটি কে রচনা করেন?
7. ঐতিহাসিক বিবরণ-সমৃদ্ধ সরকারি নথিপত্রের একটি উদাহরণ দাও।
8. সরলাদেবী চৌধুরাণীর আত্মজীবনী গ্রন্থের নাম কী?
9. প্রথম বাংলা সংবাদপত্র/মাসিক পত্রিকা কোনটি?
10. প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি?
11. বাংলার নীল চাষীদের ওপর অত্যাচারের তথ্যাদি কোন সরকারি নথি থেকে পাওয়া যায়?
12. অ্যানাল গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।
13. ‘গ্রামবার্তা প্রকাশিকা’-র সম্পাদক কে ছিলেন?
14. ভারতে প্রথম কবে, কোথায় রেলপথ চালু হয়?
15. মেধা পাটেকর কে?
16. কি কবে ‘বঙ্গদর্শন’ পত্রিকা প্রকাশ করেন?
17. কোন পত্রিকাকে ‘গ্রামীণ সংবাদপত্রের জনক’ বলা হয়?
18. ‘আত্মীয়সভা’ কে প্রতিষ্ঠা করেন?
19. নীলবিদ্রোহের প্রেক্ষাপটে কোন বাংলা নাটকটি রচিত হয়?
20. কোন নির্দেশনামাকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা মহাসনদ বলা হয়?
21. কোন বাঙালি বাংলায় নারীশিক্ষার প্রসারে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন?
22. স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
23. বিধবাবিবাহ আইন পাশ হওয়ার পর প্রথম কোন বিধবার বিবাহ হয়?
24. কে, কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
25. কোন রিপোর্টের ভিত্তিতে কবে কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন?
26. কোন নির্দেশনামার ভিত্তিতে কবে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
27. ডিরোজিও কে ছিলেন?

মাধ্যমিক রুটিন ২০২৪ ডাউনলোড 

অনধিক তিনটি বাক্যে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ২)

1. হরিপদ ভৌমিক ইতিহাসে বিখ্যাত কেন?
2. ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
3. নারী ইতিহাসচর্চার গুরুত্ব কী?
4. আত্মজীবনী ও স্মৃতিকথা কী?
5. জাতীয়তাবাদ বিস্তারে খেলা কীভাবে সাহায্য করে?
6. স্থানীয় ইতিহাস চর্চা জরুরি কেন?
7. কোন একটি শহরের ইতিহাস, ইতিহাসের কোন কোন দিক উন্মোচন করে?
8. প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কী?
9. উডের ডেসপ্যাচ কী? অথবা, চার্লস উডের নির্দেশনামায় উল্লিখিত সুপারিশগুলি আলোচনা করো।
10. ‘অ্যানাল স্কুল’ কী?
11. রেলপথের প্রসার এক-এক দেশে এক এক রকম প্রভাব ফেলেছে- এমন উদাহরণ দাও?
12. কে ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজী অনুবাদ করেন এবং কার নামে এটি প্রকাশিত হয়?
13. ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্বে ভারতের শিক্ষাব্যবস্থা কিরূপ ছিল?
14. কে, কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা করেন?
15. পাশ্চাত্য শিক্ষার দাবিতে রামমোহন রায়ের পত্র (১৮২৩ খ্রিঃ) সম্পর্কে কী জান?
16. মেকলে মিনিট-এ কী বলা হয়?
17. হাজি মহম্মদ মহসীন বিখ্যাত কেন?
18. আধুনিক ইতিহাসচর্চায় পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
19. বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল?
20. নারীসমাজের ইতিহাসচর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লেখো।
21. ঐতিহাসিক উপাদান হিসেবে চিঠিপত্রের গুরুত্ব কী?
22. বামাবোধিনী পত্রিকা কেন প্রকাশিত হয়?
23. ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার অন্যতম উদ্দেশ্য কী ছিল?
24. শিক্ষাক্ষেত্রে ১৮১৩ খ্রিঃ সনদ আইনের গুরুত্ব কী ছিল?
25. রামমোহন রায় ও ইয়ং বেঙ্গল দলের সমাজসংস্কার আন্দোলনের লক্ষ্যের মধ্যে পার্থক্য কোথায়?
26. স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়?
27. ব্রিটিশ সরকার কেন ১৮৯৮ খ্রিস্টাব্দে ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয়?
28. আঠারো শতককে কেন ‘অন্ধকার যুগ’ বলা হয়?
29. মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?
30. বিধবাবিবাহ আইন প্রবর্তনের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা লেখ।
31. হরিনাথকে ‘কাঙাল হরিনাথ’ বলা হয় কেন?
32. ‘তিন কাঠিয়া’ কথা বলতে কী বোঝো?

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 pdf

33. কোন প্রেক্ষাপটে সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ঘটেছিল?
34. হাজি শরিয়ত উল্লাহ কে ছিলেন?
35. দাদনি বা বে-এলাকা চাষ বলতে কি বোঝ?
36. দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কে ছিলেন?
37. উপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহ গুলির প্রধান কারণ কী ছিল?
38. বনাঞ্চলগুলির ওপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধির দুটি কারণ উল্লেখ করো।
39. ‘দিকু’ কাদের বলা হত?
40. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের ফলাফল বা গুরুত্বগুলি উল্লেখ করো।
41. উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে ‘সভাসমিতির যুগ’ বলা হয় কেন?
42. উপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির প্রধান কারণ কী ছিল?
43. কোল বিদ্রোহের প্রধান কারণগুলি কি ছিল?
44. বালাকোটের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের পরিণতি কী হয়েছিল?
45. ‘বে-এলাকা’ বা ‘রায়তি’ বা ‘দাদনী’ বলতে কী বোঝ?
46. দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কে ছিলেন?
47. এনফিল্ড রাইফেল-এর টোটার ঘটনাটি কী? অথবা, ১৮৫৭ খ্রিঃ বিদ্রোহের (সিপাহী বিদ্রোহের) প্রত্যক্ষ কারণ কী ছিল?
48. মহারানির ঘোষণাপত্রের দুটি উল্লেখযোগ্য ঘোষণার উল্লেখ করো।
49. ‘অস্ত্র আইন’ (১৮৭৮ খ্রিঃ)-এর বিরুদ্ধে ভারতসভার আন্দোলনের পরিচয় দাও।
50. ইলবার্ট বিল কী?
51. বিদ্যাসাগর ‘নারীশিক্ষা ভান্ডার’ গঠন করেছিলেন কেন?
52. পাশ্চাত্য শিক্ষার দুটি সুফল বর্ণনা করো।
53. ‘বিপ্লব’ (Revolution) বলতে কী বোঝায়?
54. কোন কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল অঞ্চল গঠিত?
55. কেনারাম ও বেচারাম বলতে কী বোঝ?
56. ‘কুদেতা’ কাকে বলে?
57. মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?
58. ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
59. কে, কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? এই বিশ্ববিদ্যালয় কোন্ কোন্ বিষয়ে পড়ানো হয়?
60. বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল?
61. উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’- এর ভূমিকা কী ছিল?

Madhyamik History Suggestion 2024

নীচের প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৪)

1. আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে পুলিশ ও গোয়েন্দাবাহিনীর ভূমিকা এবং তার ব্যবহারের পদ্ধতি আলোচনা করো।
2. চিকিৎসাবিদ্যাচর্চার ইতিহাসে মেডিক্যাল কলেজের অবদান আলোচনা করো।
3. উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো।
4. সাম্প্রতিককালে খেলাধূলা ও খেলাধুলার ইতিহাসচর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে?
5. ইতিহাসের উপাদান রূপে ‘বঙ্গদর্শন’ এবং ‘সোমপ্রকাশ’ পত্রিকা দুটির মূল্যায়ন করো।
6. আধুনিক ভারতের ইতিহাসচর্চার প্রধান উপাদানগুলি কী?
7. সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কী?
8. নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল?
9. উনবিংশ শতকের ধর্মসমাজ জীবনে রামকৃষ্ণ পরম হংসদেবের ভূমিকা লেখ।
10. ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থে উনিশ শতকের বাংলার সমাজের কী প্রতিফলন লক্ষ্য করা যায়?
11. ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে বিদেশিদের ব্যক্তিগত ও খ্রিস্টান মিশনারীদের উদ্যোগের উল্লেখ করো।
12. বাংলার নীলচাষিদের কল্যাণে ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? অথবা, নীলকরদের বিরুদ্ধে হরিশচন্দ্র মুখোপাধ্যায় ও তাঁর ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার ভূমিকা কী ছিল?
13. বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে ডিরোজিও-র নেতৃত্বাধীন ‘নব্যবঙ্গ গোষ্ঠী’ বা ‘ইয়ং বেঙ্গল গোষ্ঠী’র কার্যাবলি মূল্যায়ন করো।
14. চুয়াড় বিদ্রোহের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো। অথবা, চুয়াড় বিদ্রোহের বিবরণ দাও।
15. কোল বিদ্রোহের বিভিন্ন কারণ উল্লেখ করো।
16. পাগলপন্থী বিদ্রোহ সম্পর্কে কী জান?
17. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত শ্রেণির বিদ্রোহ ও জাতীয় বিদ্রোহ বলার ক্ষেত্রে কী যুক্তি দেওয়া হয়?
18. মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?
19. আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
20. উনিশ শতকে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে কোন্ বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
21. সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল?
22. জাতীয় শিক্ষা পরিষদ-এর উদ্যোগ এবং জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয়?
23. বাংলায় ওহাবী আন্দোলনের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো।
24. বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা, বঙ্গভাষা প্রকাশিকা সভা -কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?
25. জাতীয় শিক্ষা পরিষদ-এর উদ্যোগ এবং জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয়?
26. অসহযোগ আন্দোলনের পর্বে‌ (১৯২০-২২ খ্রিঃ) বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও। ‌
27. আইন অমান্য আন্দোলনের (১৯৩০ খ্রিঃ) সংক্ষিপ্ত পরিচয় দাও।
28. টীকা লেখোঃ কিষান সভা/নিখিল ভারত কিষান সভা।

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

নীচের প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৮)

1. উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিংকওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন?
2. স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ বা ‘নব্য বেদান্ত’ ব্যাখ্যা করো।
3. ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল?
4. রংপুর বিদ্রোহের (১৮৮৩ খ্রিষ্টাব্দ) কারণ, বিস্তার ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।
5. নীলবিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
6. জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আলোচনা করো।
7. বিশ শতকে ভারতের কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও।
8. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও।
9. বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও।
10. দলিত আন্দোলনের কারণ কী ছিল?
11. উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগের বিশ্লেষণ করো।

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 FAQ

Q: মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 pdf কীভাবে ডাউনলোড করবো?

Ans: মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 pdf ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। Join Now

Q: মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 pdf পেতে গেলে কি টাকা লাগবে?

Ans: না, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 pdf পেতে গেলে কোনো টাকা লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 PDF: Click Here

মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ের সাজেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন-

join Telegram

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career