মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 PDF

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023: প্রিয় ছাত্র- ছাত্রী, প্রকাশিত হলো মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 PDF. 2023 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন প্রকাশ করা হলো আজকের এই পোস্টে। ২০২৩ সালের…

Published By: Exam Bangla | Published On:

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023: প্রিয় ছাত্র- ছাত্রী, প্রকাশিত হলো মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 PDF. 2023 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন প্রকাশ করা হলো আজকের এই পোস্টে। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার জীবন বিজ্ঞান বিষয়ের সিলেবাস অনুযায়ী এই সাজেশন প্রকাশ করা হয়েছে। Team Exam Bangla -র সম্পাদকীয় মণ্ডলী এই জীবন বিজ্ঞান সাজেশন 2023 PDF তৈরী করেছেন। এই জীবন বিজ্ঞান সাজেশনটি ২০২৩ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। প্রতিটি ইউনিট অনুযায়ী প্রশ্ন সাজানো হয়েছে। মাধ্যমিক পরীক্ষার নম্বর বিভাজন অনুযায়ী সাজেস্টিভ প্রশ্ন সাজানো হয়েছে এই মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন PDF টিতে।

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

Madhyamik Life Science Suggestion 2023
বিষয় জীবন বিজ্ঞান
পরীক্ষার সম্ভাব্য তারিখ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
সাজেশন ফাইল পিডিএফ

নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ২)

১) ব্যাপ্তি বা ন্যাস্টিক চলন কাকে বলে?
২) উদ্দীপক ও উদ্দীপনার সম্পর্ক কী? উদ্দীপক কত প্রকার ও কী কী?
৩) অন্তক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখ।
৪) সঠিক মাত্রায় হরমোন ক্ষরিত না হলে কি ঘটনা ঘটতে পারে উদাহরণসহ লেখ?
৫) হরমোন কে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক বলার কারণ কী?
৬) STH হরমোন কম খরনের ফলে কী রোগ হয়?
৭) জিব্বেরেলিনের দুটি উৎস ও দুটি কাজ উল্লেখ করো?
৮) ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন এর মধ্যে পার্থক্য লেখ।
৯) গলগন্ড এর কারণ ও উপসর্গ গুলি লেখ।
১০) অক্সিন এর ক্ষরণস্থল ও ক্রিয়াস্থলের উল্লেখ করো।
১১) উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য লেখ।
১২) অক্সিন ও সাইটোকাইনিনের দুটি বিপরীত ক্রিয়া লেখ।
১৩) প্রাকৃতিক ও কৃত্রিম অক্সিন এর রাসায়নিক নাম লেখ।
১৪) পাখির উড্ডয়ন পেশী গুলির নাম লেখ।
১৫) সুষম্নাশীর্ষক বা মেডালা অবলংগাটা কী?
১৬) টেস্টোস্টেরনকে অ্যান্ড্রোজেন বলা হয় কেন?
১৭) স্নায়ুতন্ত্র কাকে বলে?
১৮) হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া কাকে বলে?
১৯) মানুষের স্নায়ুতন্ত্র কয় প্রকার ও কী কী?।
২০) শর্তসাপেক্ষ এবং সর্তনিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার পার্থক্য নির্দেশ করো।

আরও পড়ুনঃ
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩
মাধ্যমিক ইংরেজি সাজেশন ২০২৩
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩
মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩
মাধ্যমিক গণিত সাজেশন ২০২৩

২১) প্রান্তসন্নিকর্ষ কী?
২২) সাইটোকাইনিন এর উৎস ও কাজ উল্লেখ করো?
২৩) কোষ চক্রের দশা গুলি একটি সরণি বা পর্যায়চিত্রের সাহায্যে দেখাও।
২৪) মেনিনজেস-এর অবস্থান ও কাজ লেখো।
২৫) বল ও সকেট সন্ধি কাকে বলে?
২৬) পার্থেনোকার্পি কাকে বলে? এর দুটি ব্যবহারিক গুরুত্ব লেখো।
২৭) মায়োপিয়া কী?
২৮) চলন ও গমনের পার্থক্য লেখো।
২৯) অ্যাক্সন ও ড্রেনড্রন-এর একটি কার্যগত পার্থক্য লেখো।
৩০) মায়োটম পেশী কাকে বলে?
৩১) মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণীর স্নায়ুতন্ত্রের প্রধান গঠনগত পার্থক্য কী?
৩২) ফিমার অস্থি কোনটি? এর কাজ কী?
৩৩) ক্ষনপদ বা সিউডোপোডিয়াম কী?
৩৪) মাছের গমনে পাখনার ভূমিকা কী?
৩৫) সিলিয়া কাকে বলে?
৩৬) বল ও সকেট সন্ধির বৈশিষ্ট্য কী?
৩৭) ফ্ল্যাজেলা কাকে বলে?
৩৮) ফ্ল্যাজেলা কোথায় কোথায় দেখা যায়?
৩৯) অ্যামিবয়েড গমন বলতে কী বোঝ?

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 PDF

৪০) ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড ক্রোমোজোম বলতে কী বোঝ?
৪১) মানুষের বার্ধক্যজনিত লক্ষণ গুলি কী কী?
৪২) সেক্স ক্রোমোজোম কাকে বলে?
৪৩) জনন অন্যান্য সারিরবৃত্তিয় প্রক্রিয়ার মত অত্যাবশ্যকীয় নয় কেন?
৪৪) G0 দশা কাকে বলে?
৪৫) 44 XY এবং 44 XX ক্রোমোজোম বলতে কী বোঝ?
৪৬) DNA ও RNA -এর মধ্যে পার্থক্য লেখো।
৪৭) কোষ বিভাজনের সঙ্গে বৃদ্ধির সম্পর্ক লেখো।
৪৮) ক্রসিং ওভার কাকে বলে? এর গুরুত্ব কী?
৪৯) আপনজনী বা পার্থেনোজেনেসিস কাকে বলে? এ প্রকারভেদ গুলি উল্লেখ করো।
৫০) বৃদ্ধি কাকে বলে?
৫১) দ্বিনিষেক কাকে বলে?
৫২) স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।
৫৩) জনুক্রম কাকে বলে? এর গুরুত্ব লেখো।
৫৪) বেমতন্ত্ত কাকে বলে? এটি কত প্রকারের?
৫৫) কায়াজমা কী?
৫৬) স্বপরাগী উদ্ভিদের সঙ্গে ইতরপরাগী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো?
৫৭) মায়োসিস কোশ বিভাজনকে হ্রাসবিভাজন বলা হয় কেন?
৫৮) বাডিং বা কোরকোদগম কাকে বলে? উদাহরণ দাও।
৫৯) পুষ্পাক্ষ বা থ্যালামাস কাকে বলে? এর কাজ কী?
৬০) ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা গুলি লেখো?
৬১) পুনরুৎপাদন কাকে বলে? উদাহরণ দাও।
৬২) মাছের যে-কোনো দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো।
৬৩) ক্রিস-ক্রস বংশগতি কাকে বলে?
৬৪) জরায়ুজ অঙ্কুরোদগম বলতে কী বোঝ?
৬৫) বর্ণান্ধতা কাকে বলে?
৬৬) শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো।
৬৭) অধিমূল কাকে বলে?
৬৮) খাদ্যের সন্ধান ও অবস্থান জানানোর জন্য মৌমাছিরা কী কী নাচ প্রদর্শন করে?
৬৯) বিবর্তন গত অধ্যয়নে জীবাশ্মের দুটি তাৎপর্য লেখো।
৭০) খাঁটি ও সংকর জীব বলতে কী বোঝ?
৭১) কোয়াসারভেট কী?
৭২) নাইট্রিফিকেশন বলতে কী বোঝো?
৭৩) বায়োজিনেটিক সূত্রটি লেখো।
৭৪) বায়োজক কাকে বলে? উদাহরণ দাও।
৭৫) বায়ু দূষণ কাকে বলে?
৭৬) মাটির উর্বরতা বৃদ্ধি ও হ্রাসে ব্যাকটেরিয়ার ভূমিকা কী?
৭৭) সুরক্ষিত অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখো।
৭৮) ফুসফুসের ক্যান্সারের কারণগুলি কী কী?
৭৯) অ্যারোসল কী?
৮০) জলাভূমিকে কোন প্রকৃতির বৃক্ক বলা হয়?
৮১) সুন্দরবনের কয়েকটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো।
৮২) কী কী কারনে অ্যাজমা ঘটে?
৮৩) অম্ল বৃষ্টি বলতে কী বোঝো?
৮৪) জীববৈচিত্র বা বায়োডাইভারসিটি কাকে বলে?
৮৫) রেড ডাটা বুক কাকে বলে?
৮৬) ভারতের জনসংখ্যা বিস্ফোরণের দুটি কারণ লেখো।
৮৭) জাতীয় উদ্যানের দুটি বৈশিষ্ট্য লেখো।
৮৮) সংরক্ষণের যেকোনো দুটি উদ্দেশ্য লেখো।
৮৯) ভারতের কোন কোন অঞ্চলে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়?
৯০) অভয়ারণ্য কাকে বলে? দুটি উদাহরণ দাও।

Madhyamik Life Science Suggestion 2023

নিচের প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৫)

১) হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য গুলি উল্লেখ করো।
২) মানুষের দেহে কব্জা এবং বল ও সকেট অস্থিসন্ধির অবস্থান ও গমনের ভূমিকা লেখো।
৩) আলো ও অভিকর্ষ বল উদ্ভিদ চলনকে কিভাবে নিয়ন্ত্রণ করে?
৪) থাইরয়েড গ্রন্থির অবস্থান ও এই গ্রন্থি মিশ্রিত হরমোনের কাজগুলি আলোচনা করো।
৫) নিউরনের কার্যগত শ্রেণীবিন্যাস করো। অ্যাক্সন ও ডেনড্রনের প্রধান কাজ কী?
৬) অ্যাড্রোনাল গ্রন্থির অবস্থান লেখো। এই গ্রন্থি-নিঃসৃত হরমোন গুলির নাম লেখো।
৭) চোখের চিহ্নিত চিত্র অঙ্কন কর। অন্ধবিন্দু, অপটিক স্নায়ু, আইরিশ, লেন্স, কর্নিয়া, অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, রেটিনা, কনজাংটিভা, তারারন্ধ্র।
৮) প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র দাও। শ্বেত বস্তু, ধূসর বস্তু, গ্রাহক, পেশি, চেস্টিয় নিউরোন, সহযোগী নিউরোন, সংজ্ঞাবহ নিউরোন।
৯) কোষ চক্র বলতে কী বোঝো? কোষ চক্রের বিভিন্ন দশা বর্ণনা করো।
১০) জননের সাধারণ বৈশিষ্ট্য লেখো। জননের প্রয়োজনীয়তা বা জননের গুরুত্ব উল্লেখ করো।
১১) সাইটোকাইনেসিস কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে সংক্ষেপে বর্ণনা করো।
১২) অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এবং এর সংঘটনস্থল লেখো। এই প্রকার কোশ বিভাজনের পদ্ধতিটি সংক্ষেপে লেখো।
১৩) অযৌন জনন কাকে বলে? অযৌন জননের বিভিন্ন পদ্ধতিগুলি উদাহরণসহ সারণি আকারে উল্লেখ করো।
১৪) কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার কাকে বলে? উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
১৫) যৌন জননের সুবিধা ও অসুবিধা গুলি উল্লেখ করো।
১৬) নিষেকের সময় ফুলের স্ত্রী স্তবকের চিহ্নিত চিত্র অঙ্কন কর। পরাগরেণু, গর্ভমুন্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয়, শুক্রাণু, সরকারি কোশ, ডিম্বানু, ডিম্বক, পরাগনালিকা।
১৭) অযৌন জননের সুবিধা ও অসুবিধা লেখো।
১৮) ডিম্বকের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর। ডিম্বক মূল, ডিম্বক ত্বক, প্রতিবাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিম্বানু, সহকারি কোষ, ডিম্বকরন্ধ্র, ডিম্বকনাড়ী, নিউসেলাস।
১৯) জৈব অভিব্যক্তির সমক্ষে ল্যামার্কের মতবাদের মূল বক্তব্য গুলি আলোচনা করো। অথবা, অভিব্যক্তি বা বিবর্তন সম্পর্কে ল্যামার্কের মতবাদ সংক্ষেপে আলোচনা করো।
২০) এক সংকর জনন কাকে বলে? মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং ফিনোটাইপ ও জিনোটাইপ ব্যাখ্যা কর।

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩

২১) পাখির ডানার বৈশিষ্ট্য ও উড্ডয়নে ডানার ভূমিকা আলোচনা কর। উড্ডয়ন পালকের বৈশিষ্ট্য ও পাখির উড্ডয়নে পালকের ভূমিকা লেখো।
২২) প্রকরণ বলতে কী বোঝো এবং কারণ লেখো। প্রকরণের প্রকারভেদ গুলি আলোচনা করো।
২৩) সুন্দরী গাছের লবণ সহোনের জন্য কী কী অভিযোজন ঘটেছে?
২৪) জিনোটাইপ ও ফিনোটাইপ এর মধ্যে পার্থক্য লেখো। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পার্থক্য লেখো।
২৫) অভিব্যক্তির সঙ্গে অভিযোজনের সম্পর্ক কী?
২৬) জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? বংশগত রোগ নির্ণয় এর গুরুত্ব গুলি আলোচনা করো।
২৭) উটের শারীরবৃত্তীয় অভিযোজন গুলি উল্লেখ করো।
২৮) সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণগুলি লেখো?
২৯) জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্রের গুরুত্ব লেখো।
৩০) বায়ু দূষণ জনিত ফুসফুস ও ফুসফুস সংলগ্ন অংশের রোগের নাম, জীবাণুর নাম ও রোগের দুটি করে লক্ষণ লেখো।

৩১) পিপলস বায়োডাইভারসিটি রেজিস্টার (PBR) কাকে বলে? জীব বৈচিত্র্য সংরক্ষণে PBR -এর গুরুত্ব লেখো।
৩২) জল দূষণ কাকে বলে? জল দূষণের বিভিন্ন কারণগুলি উল্লেখ করো।
৩৩) ভারতের জীব বৈচিত্রের হটস্পট গুলির অবস্থান এবং সেই সকল স্থানের উদ্ভিদ ও প্রাণীদের পরিচয় দাও।
৩৪) দূষণের উৎপত্তির প্রধান তিনটি কারণ লেখ।
৩৫) সুন্দরবনের দুটি পরিবেশগত সমস্যা হল—খাদ্য-খাদক সংখ্যার ভারসাম মে ব্যাঘাত ও সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি। এর সম্ভাব্য ফলাফল গুলি ব্যাখ্যা করো।
৩৬) বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস গুলির পরিচয় দাও।
৩৭) নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
৩৮) শব্দ দূষণ কাকে বলে? যানবাহন এবং শিল্প কিভাবে শব্দ দূষণ ঘটায় তা বর্ণনা করো।
৩৯) বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার কারণ গুলি লেখো। বাক সংরক্ষণের প্রচেষ্টা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।

Madhyamik All Subject Suggestion Download

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 FAQ

Q: মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 pdf কীভাবে ডাউনলোড করবো?

Ans: আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে।

Q: মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 pdf পেতে গেলে কি টাকা লাগবে?

Ans: না।

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন PDF 2023 Download Now: Click Here

মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ের সাজেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন-

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career