মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 pdf

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024: প্রিয় ছাত্র-ছাত্রী, প্রকাশিত হলো মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024. 2024 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন প্রকাশ করা হলো আজকের এই পোস্টে। ডাউনলোড করুন "মাধ্যমিক জীবন…

Published By: Exam Bangla | Published On:

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024: প্রিয় ছাত্র-ছাত্রী, প্রকাশিত হলো মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024. 2024 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন প্রকাশ করা হলো আজকের এই পোস্টে। ডাউনলোড করুন “মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন PDF“। মাধ্যমিক পরীক্ষার জীবন বিজ্ঞান বিষয়ের সিলেবাস অনুযায়ী এই সাজেশন প্রকাশ করা হয়েছে। Team Exam Bangla -র সম্পাদকীয় মণ্ডলী এই জীবন বিজ্ঞান সাজেশন 2024 PDF তৈরী করেছেন। এই জীবন বিজ্ঞান সাজেশনটি ২০২৪ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। মাধ্যমিক পরীক্ষার নম্বর বিভাজন অনুযায়ী সাজেস্টিভ প্রশ্ন সাজানো হয়েছে এই মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন PDF টিতে।

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় Exam Bangla Publication -এর সাজেশন গুলি থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন এসেছে। তাই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি জোরদার করতে আজকেই মাধ্যমিক সাজেশন ২০২৪ pdf ডাউনলোড করে নাও।

Madhyamik Life Science Suggestion 2024
বিষয় জীবন বিজ্ঞান
পরীক্ষার সম্ভাব্য তারিখ৯ ফেব্রুয়ারী, ২০২৪
সাজেশন ফাইলপিডিএফ
ডাউনলোড লিংকনীচে দেওয়া আছে

Dear students, Today we are going to share Madhyamik Life Science Suggestion 2024 PDF. This suggestion is created by Exam Bangla Editorial Team. You can download Madhyamik Life Science Suggestion 2024 (free of cost).

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৪

একটি বাক্যে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ১)

1. ‘হরমোন’কথাটির আক্ষরিক অর্থ কি?
2. ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়?
3. কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে?
4. কোন হরমোন উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে?
5. ফলের আকার ও সংখ্যা বৃদ্ধি করে কোন হরমোন?
6. দুটি কৃত্রিম বা সংশ্লেষিত অক্সিনের নাম লেখ।
7. কোন হরমোন উদ্ভিদের অগ্র মুকুলের বৃদ্ধি ঘটায়?
8. পিটুইটারির পশ্চাৎ খণ্ড কে কি বলে?
9. কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে?
10. উদ্দীপক কয় প্রকার ও কি কি?
11. লজ্জাবতী লতার বিজ্ঞানসম্মত নাম কি?
12. উদ্বেগ জনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন?
13. রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী অগ্ন্যাশয় ক্ষরিত হরমোনটির নাম কি?
14. স্পর্শ বৃত্তি কি?
15. জিব্বেরেলিন কে আবিষ্কার করেন?
16. একটি নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় প্রকৃতির উদ্ভিদ হরমোন এর নাম লেখ।
17. জিব্বেরেলিনেরপ্রাথমিক উৎস কি?
18. অক্সিন এর জৈব সংশ্লেষ কি থেকে হয়?
19. জিব্বেরেলিন প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়?
20. শুক্রাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
21. ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
22. স্ত্রীদেহে গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখ।
23. কোন হরমোন কে আপৎকালীন হরমোন বলা হয়?
24. থাইরক্সিন এর অপর নাম কি?
25. কোন হরমোন হৃদস্পন্দন বাড়ায়?
26. প্রোটিন ধর্মী হরমোনের একটি উদাহরণ দাও।
27. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ত্রিস্তরী ঝিলময় আবরকের নাম কী?
28. মেনিনজেস কোথায় অবস্থিত?

মাধ্যমিক সাজেশন 2024
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 PDFClick Here
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 PDFClick Here

নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ২)

1. উদ্দীপক ও উদ্দীপনার সম্পর্ক কি?
2. উদ্দীপক কত প্রকার ও কি কি?
3. চলন বলতে কী বোঝো?
4. টেস্টোস্টেরণ হরমোনের ক্ষরণ স্থান ও কাজে লেখো।
5. STH হরমোন কম ক্ষরণের ফলে কি রোগ হয়?
6. ফটো ন্যাস্টিক চলন কাকে বলে?
7. ন্যাস্টিক চলন কাকে বলে?
8. ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন এর মধ্যে পার্থক্য লেখ।
9. মানবদেহে রক্ত সংবহন তন্ত্র ও মৌলবিপাকীয় হারের উপর থাইরক্সিনের প্রভাব লেখ।
10. হরমোনকে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক বলার কারণ কি?
11. প্রাকৃতিক ও কৃত্রিম অক্সিন এর রাসায়নিক নাম লেখ।
12. অক্সিন এর প্রধান দুটি কাজ উল্লেখ কর।
13. অক্সিন এর ক্ষরণ স্থল ও ক্রিয়াস্থল লেখো।
14. অক্সিন ও সাইটোকাইনের দুটি বিপরীত ক্রিয়া উল্লেখ কর।
15. পাখির উড্ডয়ন পেশী গুলির নাম লেখ।
16. জিব্বেরেলিনের রাসায়নিক নাম এবং রাসায়নিক প্রকৃতি কি?
17. জিব্বেরেলিন এর দুটি উৎস ও দুটি কাজ উল্লেখ কর।
18. অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখ।
19. উদ্ভিদ ও প্রাণী হরমোন এর পার্থক্য লেখ।
20. সঠিক মাত্রায় হরমোন ক্ষরিত না হলে কি ঘটনা ঘটতে পারে?
21. গলগন্ড এর কারণ এবং উপসর্গগুলি লেখ।
22. প্রোজেস্টেরন হরমোনের ক্ষরন স্থান ও কাজ লেখ।
23. হরমোন ও নিউরো হরমোনের মধ্যে পার্থক্য কি?
24. শর্তসাপেক্ষ ও শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
25. মানুষের গমনে কঙ্কাল পেশির কাজ কি?
26. সাইটোকাইনিনের উৎস ও কাজ লেখ।
27. উদ্ভিদের কান্ডের অগ্রভাগ কেটে দিলে প্রচুর শাখা প্রশাখা বের হয় কেন?
28. হরমোনকে রাসায়নিক দূত হিসেবে গণ্য করা হয় কেন?
29. স্থানীয় হরমোন কাকে বলে উদাহরণ দাও।
30. অগ্ন্যাশয় কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন?
31. পিটুইটারি কে প্রভুগ্রন্থি বলা হয় কেন?
32. প্রাণী হরমোনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ।
33. হরমোন উৎপাদকগ্রন্থিকে অনাল গ্রন্থি বলে কেন?

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 pdf

34. ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয় এর একটি কাজ উল্লেখ কর।
35. অন্তর্বাহী স্নায়ু ও বহির্বাহী স্নায়ুর মধ্যে পার্থক্য লেখ।
36. হাইপোগ্লাইসেমিয়া ও হাইপারগ্লাইসেমিয়া কাকে বলে?
37. টেস্টোস্টেরনকে এন্ড্রোজেন বলা হয় কেন?
38. অগ্র ও পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন ও তাদের কার্যস্থল উল্লেখ কর।
39. স্নায়ুতন্ত্র কাকে বলে?
40. মধুমেহ রোগীকে ইনসুলিন ইঞ্জেকশন এর পরামর্শ দেওয়া হয় কেন?
41. প্রান্ত সন্নিকর্ষ কি?
42. অ্যাফারেন্ট বা অন্তর্বাহীনার্ভ কী?
43. ইফারেন্ট বা বহির্বাহী নার্ভ কী?
44. প্রতিবর্ত ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে দুটি উদাহরণ সহ আলোচনা করো।
45. কোষ চক্রের দশা গুলি একটি সারনি বা পর্যায় চিত্রের সাহায্যে দেখাও।
46. কারক কাকে বলে?
47. হাইপোথ্যালামাস কি?
48. স্নায়ু গ্রন্থি কাকে বলে?
49. কোষ দেহ থেকে স্নায়ু গ্রন্থীর সৃষ্টি সম্পর্কে ধারণা দাও।
50. মেনিনজেস এর অবস্থান ও কাজ লেখ।
51. মানুষের স্নায়ুতন্ত্র কয় প্রকার ও কি কি?
52. সুষুম্নাকান্ডের যেকোনো দুটি কাজ লেখ।
53. পীত বিন্দু কাকে বলে? এর কাজ উল্লেখ কর।
54. মায়োপিয়া কি?
55. ড্রেনড্রন ও অ্যাক্সনের মধ্যে একটি কার্যগত পার্থক্য লেখ।
56. মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণীর স্নায়ুতন্ত্রের প্রধান গঠনগত পার্থক্য কি?
57. ক্ষণপদ বা সিউডোপোডিয়াম কি?
58. সিলিয়া কাকে বলে?
59. ফ্ল্যাজেলা কাকে বলে?
60. ফ্ল্যাজেলা কোথায় কোথায় দেখা যায়?
61. অ্যামিবয়েড গমন বলতে কী বোঝো?
62. বল ও সকেট সন্ধি কাকে বলে?
63. বল ও সকেট সন্ধির বৈশিষ্ট্য গুলি লেখ।
64. মাছের গমনে পাখনার ভূমিকা কি?
65. ফিমার অস্থি কোনটি? এর কাজ কি?
66. মায়োটম পেশি কাকে বলে?

Madhyamik Life Science Suggestion 2024

নীচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি প্রশ্নের মান ৫)

1. আলো ও অভিকর্ষ বল উদ্ভিদ চলন কে কিভাবে নিয়ন্ত্রণ করে?
2. অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান লেখো।এই গ্রন্থি নিঃসৃত হরমোন গুলির নাম লেখ। অ্যাড্রিনালিনকে জরুরী কালীন হরমোন বলা হয় কেন?
3. হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য গুলি লেখ।
4. নিউরনের কার্যগত শ্রেণীবিন্যাস কর। অ্যাক্সন ও ড্রেনড্রনের প্রধান কাজ গুলি লেখ।
5. মানুষের দেহে কবজা এবং বল ও সকেট অস্থিসন্ধির অবস্থান ও গমনে ভূমিকা লেখ।
6. থাইরয়েড গ্রন্থির অবস্থান ও এই গ্রন্থি নিঃসৃত হরমোনের কাজ গুলি আলোচনা করো।
7. সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন কাকে বলে? উদ্যান বিদ্যা ও কৃষিবিদ্যায় সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা উল্লেখ কর।
8. হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি লেখ।
9. প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র দাও।
10. নিউরনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।
11. সাইটোকাইনেসিস কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে সংক্ষেপে বর্ণনা কর।
12. কোষ চক্র বলতে কী বোঝো? কোষ চক্রের বিভিন্ন দশা বর্ণনা কর।
13. অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এবং এর ঘটনাস্থল লেখ এই প্রকার কোষ বিভাজনের পদ্ধতিটি সংক্ষেপে লেখ।
14. কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তার কাকে বলে? উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
15. জননের সাধারণ বৈশিষ্ট্য গুলি লেখ। জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো।
16. যৌন জননের সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা করো।
17. অযৌন জননের সুবিধা ও অসুবিধা গুলি লেখ।

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 FAQ

Q: মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 pdf কীভাবে ডাউনলোড করবো?

Ans: মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 pdf ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। Join Now

Q: মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 pdf পেতে গেলে কি টাকা লাগবে?

Ans: না, মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 pdf পেতে গেলে কোনো টাকা লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 PDF: Click Here

মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ের সাজেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন-

join Telegram

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career