চাকরির খবর

মাধ্যমিক পাশে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ, কেন্দ্রীয় সরকারের চাকরি

Share

চাকরির খবর: কেন্দ্রীয় সরকারের “ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস” দপ্তরের তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। যেকোন ভারতীয় নাগরিক পদগুলিতে আবেদনযোগ্য। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন চলবে 4 ফেব্রুয়ারি, 2021 তারিখ পর্যন্ত। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে। Central Govt. Stenographer, MTS, Office Assistant Recruitment.

মাধ্যমিক পাশে চাকরি

রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির খবর সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here

পদের নাম, শূন্য পদের সংখ্যা, যোগ্যতা, বয়স বিস্তারিত নীচে দেওয়া হল-

মাল্টিটাস্কিং স্টাফ (MTS)

পোস্ট কোড: 07/7
বিভাগ: গ্রুপ- সি।
শূন্য পদ: 6 টি। UR- 5, OBC- 1.
বেতন: পে স্কেল 1 অনুযায়ী মূল বেতন 18,000/- থেকে 56,900/- টাকা।
বয়স: সর্বোচ্চ 30 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ বা সমতুল।

অফিস অ্যাসিস্ট্যান্ট

পোস্ট কোড: 06/7
বিভাগ: গ্রুপ- সি।
শূন্য পদ: 4 টি। UR- 3, OBC- 1.
বেতন: পে স্কেল 4 অনুযায়ী মূল বেতন 25,500/- থেকে 81,100/- টাকা।
বয়স: সর্বোচ্চ 27 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ।

স্টেনোগ্রাফার গ্রেড- I

পোস্ট কোড: 04/7
বিভাগ: গ্রুপ- বি।
শূন্য পদ: 1 টি (UR).
বেতন: পে স্কেল 7 অনুযায়ী মূল বেতন 35,400/- থেকে 1,12,400/- টাকা।
বয়স: সর্বোচ্চ 30 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা:
1. যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ।
2. ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে 100 টি শব্দ তোলার গতি থাকতে হবে। এবং সাধারণভাবে ইংরেজিতে প্রতি মিনিটে 45 টি শব্দ তোলার গতি থাকতে হবে।
3. কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কোর্স।
4. সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

স্টেনোগ্রাফার গ্রেড- II

পোস্ট কোড: 05/7
বিভাগ: গ্রুপ- সি।
শূন্য পদ: 2 টি (UR). স্টেনোগ্রাফার গ্রেড- II (ইংরেজি)- 01, স্টেনোগ্রাফার গ্রেড- II (হিন্দি)- 01.
বেতন: পে স্কেল 4 অনুযায়ী মূল বেতন 25,500/- থেকে 81,100/- টাকা।
বয়স: সর্বোচ্চ 30 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা:
1. যেকোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ।
2. কম্পিউটারে দক্ষ হতে হবে।
3. Skill Test Norms: Dictation: 10 mts @ 80 w.p.m. Transcription: 50 mts. (English) OR 65 mts. (Hindi) (On Computer).

অ্যাসিস্ট্যান্ট কমিশনার (অ্যাডমিনিস্ট্রেটিভ)

পোস্ট কোড: 01/7
বিভাগ: গ্রুপ- বি।
শূন্য পদ: 2 টি (UR).
বেতন: পে স্কেল 8 অনুযায়ী মূল বেতন 47,600/- থেকে 1,51,100/- টাকা।
বয়স: সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা:
1. যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ।
2. পে লেভেল 6 (Rs. 35,400/- to 1,12,400/-) অথবা পে লেভেল 7 (Rs. 44,900/- to 1,42,400/-) মূল বেতন যুক্ত পদে যথাক্রমে 6 বছর অথবা 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ফিন্যান্স)

পোস্ট কোড: 02/7
বিভাগ: গ্রুপ- বি।
শূন্য পদ: 1 টি (UR).
বেতন: পে স্কেল 8 অনুযায়ী মূল বেতন 47,600/- থেকে 1,51,100/- টাকা।
বয়স: সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা:
1. কমার্সে গ্র্যাজুয়েশন পাশ।
2. পে লেভেল 6 (Rs. 35,400/- to 1,12,400/-) অথবা পে লেভেল 7 (Rs. 44,900/- to 1,42,400/-) মূল বেতন যুক্ত পদে যথাক্রমে 6 বছর অথবা 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
3. ফিন্যান্স বিষয়ক কাজ সামলানোর অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সুপারিনটেনডেন্ট (ফিনান্স)

পোস্ট কোড: 03/7
বিভাগ: গ্রুপ- বি।
শূন্য পদ: 2 টি (UR).
বেতন: পে স্কেল 7 অনুযায়ী মূল বেতন 44,900/- থেকে 1,42,400/- টাকা।
বয়স: সর্বোচ্চ 35 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা:
1. অন্তত 50 শতাংশ নম্বর সহ B.Com পাশ। সঙ্গে অ্যাকাউন্টসের কাজে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা, অন্তত 50 শতাংশ নম্বর সহ M.Com পাশ। সঙ্গে অ্যাকাউন্টসের কাজে কমপক্ষে দু’ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা, অন্তত দু’ বছরের ফুলটাইম অভিজ্ঞতা বা তিন বছরের পার্ট টাইম CA (ইন্টার)/ ICWA (ইন্টার)/ MBA (ফিনান্স)/ PGDM (ফিনান্স) কোর্স।

বয়স সীমা: প্রতিটি পদের ক্ষেত্রে বয়স হিসাব করবেন 31 ডিসেম্বর, 2020 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে (CBT). প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা সিলেবাস রয়েছে।
নীচের লিংকে ক্লিক করে সিলেবাস ডাউনলোড করুন-

Syllabus Download Click here

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে 4 ফেব্রুয়ারি, 2021 তারিখ মধ্যরাত পর্যন্ত।
আবেদন ফি: প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা আবেদন ফি ধার্য করা হয়েছে।
1. অ্যাসিস্ট্যান্ট কমিশনার (অ্যাডমিনিস্ট্রেটিভ) এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ফিন্যান্স) প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন ফি- 1,200/- টাকা।
2. সুপারিনটেনডেন্ট (ফিনান্স), স্টেনোগ্রাফার গ্রেড-I, স্টেনোগ্রাফার গ্রেড-II এবং অফিস অ্যাসিস্ট্যান্ট প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন ফি- 750/- টাকা।
3. মাল্টিটাস্কিং স্টাফ (MTS) পদের ক্ষেত্রে আবেদন ফি- 100/- টাকা।

অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন- 

This post was last modified on January 17, 2021 5:20 pm

সর্ব শেষ প্রকাশিত

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৮

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

2 hours ago

মে মাসে যেসব চাকরির আবেদন চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? নূন্যতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের…

1 day ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

2 days ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

2 days ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

2 days ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

2 days ago