স্কলারশিপ 2024

মাধ্যমিক পাশে এই স্কলারশিপে আবেদন করুন, প্রতিমাসে পাবেন ৫ হাজার টাকা

Share

মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের জন্য দুর্দান্ত স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করলে প্রতিমাসে ৫ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে।

পশ্চিমবঙ্গের দরিদ্র অথচ মেধাবি ছাত্রছাত্রীদের জন্য যে সকল স্কলারশিপ প্রোগ্রাম প্রচলিত আছে, তার মধ্যে অন্যতম হল ‘বিকাশ ভবন স্কলারশিপ’ বা ‘স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ’। মাধ্যমিক পাশে এই স্কলারশিপে আবেদন করলে প্রতি মাসে ৫০০০ টাকা করে পেতে পারেন ছাত্রছাত্রীরা। এছাড়া, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরাও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। তবে আবেদন জানানোর ক্ষেত্রে কিছু যোগ্যতা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক আবেদন যোগ্যতা, পদ্ধতি-সহ বিস্তারিত।

আরও পড়ুনঃ সরকারি ১০ টি স্কলারশিপের খবর দেখে নিন

শিক্ষাগত যোগ্যতা- মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদন জানাতে হলে পড়ুয়াদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পড়ুয়ার পারিবারিক বাৎসরিক আয় হতে হবে আড়াই লক্ষ টাকার নীচে। এছাড়া, পড়ুয়াকে মাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। যদিও আবেদন যোগ্যতা কখনও পরিবর্তন করা হয়। ওয়েবসাইটে গিয়ে এ বিষয়ে জানতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া, যে সমস্ত শিক্ষার্থীরা উত্তরকন্যা স্কলারশিপ বা অন্য কোনো সরকারি স্কলারশিপের আবেদন করেছেন, তাঁরা বিকাশ ভবন স্কলারশিপের সুবিধা ভোগ করতে পারবেন না।

আবেদন পদ্ধতি- বিকাশ ভবন স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আগ্রহী ও যোগ্য পড়ুয়ারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের (https://svmcm.wbhed.gov.in) ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর অ্যাপ্লিকশন ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে। আবেদন জানানোর জন্য যে যে ডকুমেন্ট গুলি লাগে সেগুলি হল- ১) জন্ম প্রমাণপত্র ২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ৩) উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড ৩) পরবর্তী কোর্সে ভর্তির প্রমাণপত্র ৪) পারিবারিক আয়ের সার্টিফিকেট ৫) আধার কার্ড/রেশন কার্ড/ভোটার কার্ড ও ৬) ব্যাঙ্কের পাসবুক ৭) পড়ুয়ার ছবি।

আরও পড়ুনঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ৭ হাজার কর্মী নিয়োগের ঘোষণা

আবেদন জানাবেন কিভাবে?

১) এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য পড়ুয়াদের স্কলারশিপের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত থাকলে রিনিউয়াল করতে হবে।
২) আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে।
৩) প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
৪) অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে লগ ইন আইডি দিয়ে স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবেন।

যেকোনো স্কলারশিপে আবেদন জানানোর আগে শিক্ষার্থীদের একমাত্র প্রশ্ন থাকে যে স্কলারশিপের অর্থের পরিমাণ কত। সেক্ষেত্রে বিকাশ ভবন স্কলারশিপ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হলে শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী প্রতিমাসে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেতে পারেন ছাত্রছাত্রীরা।

এই মুহূর্তে বিকাশ ভবন স্কলারশিপের আবেদন চলছে। যেসব ছাত্র- ছাত্রীরা অনলাইনে আবেদন করতে চান তারা নীচের লিংকে ক্লিক করে আবেদন করুন: Apply Now: Click Here

This post was last modified on July 21, 2023 7:50 pm

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৬

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

2 hours ago

তীব্র গরমের মধ্যেই আগামীকাল রাজ্যের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা! শেষ মুহূর্তের আপডেট দেখে নিন

তীব্র গরমের দাবদাহের মধ্য দিয়ে দিন কাটছে পশ্চিমবঙ্গবাসীর। সকাল থেকে গরমের প্রকোপ অসহ্যরকম। ইতিমধ্যেই এবছরের…

5 hours ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মোবাইলের মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি তারিখে। প্রায় দীর্ঘ ২ মাস…

7 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 27 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

10 hours ago

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৬

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

1 day ago

ভারতের প্রধানমন্ত্রী তালিকা 2024 | ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে?

ভারতের প্রধানমন্ত্রী তালিকা 2024: এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র হল ভারত। গণতান্ত্রিক ভাবে সাধারণ…

1 day ago