২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট। পিছিয়ে যাবে কি এ বছরের মাধ্যমিক পরীক্ষা? সামনে রাজ্যে বিধানসভা ভোট, আর তার আগেই চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়া। SIR এর ফর্ম ফিলাপ হয়ে খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ডিসেম্বরে। কিন্তু যাদের SIR তালিকায় গরমিল রয়েছে তাদের শুনানি চলবে গোটা জানুয়ারি মাস জুড়ে, এবং তারপর ৪ ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল তালিকা। এদিকে ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। এই আবহে শিক্ষক মহলে প্রশ্ন উঠেছে, পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কি বলছে এই নিয়ে, জেনে নেব আজকের প্রতিবেদনে।
মাধ্যমিক রুটিন ২০২৬
পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ আগেভাগেই পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করে দিয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষা ২ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা। পরীক্ষার সময় সকাল ১০:৪৫ থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত। পর্ষদ মারফত জানা যাচ্ছে, এখনো অব্দি মাধ্যমিকের রুটিনে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। রাজ্যে ভোটার তালিকার সংশোধন (SIR) এর কাজ চলছে ঠিকই, কিন্তু মাধ্যমিক পরীক্ষা হল ছাত্র-ছাত্রীদের জন্য প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই কোনভাবেই এক্ষেত্রে যাতে ব্যাঘাত না ঘটে, সেই দিকটি বিশেষ নজরে রেখেছে পর্ষদ। আর সেই সঙ্গে পরীক্ষার্থীদের উদ্দেশ্যেও জানানো হয়েছে কোন গুজবে কান না দিতে। যেমন রুটিন ছিল সেই অনুযায়ীই পরীক্ষা নেওয়া হবে। নিচে এ বছরের মাধ্যমিকের রুটিনটি এক নজরে দেখে নিন।
এক্ষুনি দেখে নাওঃ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন ২০২৬
| তারিখ | দিন | বিষয় |
| ২ ফেব্রুয়ারি, ২০২৬ | সোমবার | প্রথম ভাষা (বাংলা, ইংরেজি, হিন্দি ইত্যাদি) |
| ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | মঙ্গলবার | দ্বিতীয় ভাষা (ইংরেজি বা অন্য ভাষা) |
| ৬ ফেব্রুয়ারি, ২০২৬ | শুক্রবার | ইতিহাস |
| ৭ ফেব্রুয়ারি, ২০২৬ | শনিবার | ভূগোল |
| ৯ ফেব্রুয়ারি, ২০২৬ | সোমবার | গণিত |
| ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | মঙ্গলবার | ভৌত বিজ্ঞান |
| ১১ ফেব্রুয়ারি, ২০২৬ | বুধবার | জীবন বিজ্ঞান |
| ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | বৃহস্পতিবার | ঐচ্ছিক বিষয়সমূহ |





