চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

মাধ্যমিক পাশে জেলা দপ্তরে কর্মী নিয়োগ, পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি

পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন বিভাগে গ্রুপ-ডি কর্মী নিয়োগ হবে। ৫০টি শয্যা বিশিষ্ট সেন্ট বয়েজ সেন্ট্রাল হোস্টেলে সাপোর্ট স্টাফ হিসেবে এই কর্মীদের নিয়োগ করা হবে। তবে নিয়োগটি মালদা জেলাতে হলেও একজন প্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন এই পদের জন্য। এই চাকরিতে শূন্যপদের তালিকা থেকে, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা থাকে শুরু করে মাসিক বেতন আবেদন পদ্ধতি ইত্যাদি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

[quads id=10]

পদের নাম ও শূন্যপদ

১) সুপারিনটেনডেন্ট- ০১
২) কেয়ারটেকার- ০১
৩) কুক- ০১
৪) হেল্পার- ০১
৫) দারোয়ান কাম নাইট গার্ড- ০১
৬) কর্মবন্ধু (পার্ট টাইম)- ০১

শিক্ষাগত যোগ্যতা

১) সুপারিনটেনডেন্ট- এই পদে আবেদন করবার জন্য গ্রাজুয়েশন পাশ করতে হবে।
২) কেয়ারটেকার- আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে।
৩) কুক- এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হবে অষ্টম শ্রেণী পাশ।
৪) হেল্পার- আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাশ।
৫) দারোয়ান কাম নাইট গার্ড- অষ্টম শ্রেণী পাশ
৬) কর্ম বন্ধু- এই পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হতে হবে প্রার্থীদের।

প্রতিদিন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হন 👇👇

join Telegram

চাকরির খবরঃ রাজ্যে ২৫০০ শূন্যপদে স্পেশাল এডুকেটর নিয়োগ 

[quads id=10]

বয়সসীমা- ০১.০১.২০২৩ অনুযায়ী বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। তবে এসসি, এসটি, ওবিসি, প্রতিবন্ধীদের সরকার নির্ধারিত বয়সের ছাড় থাকবে।

মাসিক বেতন- সুপারিনটেনডেন্ট মাসিক ১৫০০০ টাকা বেতন, কেয়ারটেকার পদে মাসিক বেতন ৯০০০ টাকা। রাঁধুনীর পদে মাসিক বেতন ৭০০০ টাকা। হেল্পার পদে মাসিক বেতন ৫০০০ টাকা ও দারোয়ান কাম নাইট গার্ড পদে মাসিক বেতন ৬০০০ টাকা। কর্ম বন্ধু (পার্ট টাইম) পদে মাসিক বেতন ৫০০০ টাকা।

পরীক্ষা পদ্ধতি- সুপারিনটেনডেন্ট ও কেয়ারটেকার পদের জন্য লিখিত পরীক্ষা হবে ১০০ নাম্বারের , যেখানে জেনারেল ইংলিশ, বাংলা, পাটিগণিত ও জেনারেল নলেজ থেকে প্রশ্ন থাকবে। এছাড়া ২৫ নম্বরের ইন্টারভিউ হবে। এছাড়া কুক , হেল্পার, দারোয়ান কাম নাইটগার্ড, কর্মবন্ধু পদের জন্য সরাসরি ইন্টারভিউ হবে। উল্লেখ্য এই কাজটি একটি যুক্তিভিত্তিক কাজ এবং যে সকল প্রার্থীদের কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির খবরঃ বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল নিয়োগ

আবেদন পদ্ধতি- অফলাইনে আবেদন করতে হবে। নীচে দেওয়া লিংক থেকে অফিসিয়াল ফর্ম ডাউনলোড করার পর নির্ভুল ভাবে সেটি ফিলাপ করে মালদার ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে অথবা পোস্টের মাধ্যমে জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ- আবেদন করার শেষ তারিখ হল ১২/১২/২০২৪।

Application Form- Download Now
Official Website: Click Here
Official Notification: Download Now

প্রতিদিন চাকরির আপডেট সর্বপ্রথম পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন-

join Telegram

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ