চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

নিরাপত্তায় কোনোরকম আপোস নয়! বৈঠক মিটতেই ফের নয়া সিদ্ধান্ত প্রাইমারি টেট নিয়ে

প্রাইমারি টেটের নিরাপত্তায় কোনোরকম গাফিলতি রাখতে চাইছে না রাজ্য। সেই মতো গৃহীত হচ্ছে একের পর এক ব্যবস্থা। বহু নতুন পদক্ষেপ আনা হচ্ছে টেট পরীক্ষার জন্য। জারি হচ্ছে নির্দেশিকা। এদিন নবান্নে প্রাইমারি টেট বিষয়ক বৈঠকের পর সামনে এলো নয়া সিদ্ধান্ত। এবারের প্রাইমারি টেট পরীক্ষাকেন্দ্রে ব্যবহৃত হবে মেটাল ডিটেক্টর। পরীক্ষার্থীদের সুবিধার্থে চালু করা হবে ‘হেল্প লাইন’ ব্যবস্থা।

রাজ্যের বিভিন্ন প্রান্তে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অশান্তির আবহেই ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে টেট। ফলে বাড়তি সতর্কতা নিতেই হচ্ছে প্রশাসনের তরফে। সম্প্রতি জানানো হয় পরীক্ষাকেন্দ্রে জারি হবে ১৪৪ ধারা। প্রশ্নপত্র পৌছনোর আগেই মোতায়েন থাকবে পুলিশি পাহারা। একই সাথে নজরদারি চলবে সিসিটিভি ক্যামেরা মারফত। তবে এটাই যথেষ্ট নয়। বৃহস্পতিবার নবান্নে আয়োজিত হওয়া টেট বিষয়ক বৈঠকের পর জানা গেল নতুন সিদ্ধান্ত। এবার টেট পরীক্ষাকেন্দ্রে ব্যবহৃত হবে মেটাল ডিটেক্টর।

Primary TET Practice Set: Download Now

টেট পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার দিকটিও দেখা হচ্ছে প্রশাসনের তরফে। পরীক্ষাকেন্দ্রে পৌছতে যাতে অসুবিধা না হয়, সেহেতু ট্রাফিক ব্যবস্থার দিকে খেয়াল রাখা সহ যানজট নিরসনের দিকটিও নজরে রাখার কথা আলোচিত হয়। টেটের দিন সাঁতরাগাছি ফ্লাইওভারে যাতে যান চলাচল সঠিক থাকে তা নিয়ে হাওড়া পুলিশের পুলিশ কমিশনারকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

[quads id=10]

টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রাইমারি টেটে সংযোজিত হতে চলেছে নতুন পদক্ষেপ। জানা যাচ্ছে, চালু হবে হেল্পলাইন ব্যবস্থা। ডিএম ও এসডিও অফিসে চালু রাখা হবে হেল্পলাইন। এবং এই হেল্পলাইন নম্বর যাতে জনগণের মধ্যে সঠিকভাবে প্রচার পায়, সেই দিকটিও বিশেষভাবে দেখতে বলা হয়েছে। চলতি বছরের টেটে অংশগ্রহণ করতে চলেছেন প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষা নেওয়া হবে ১৪৫৩ টি পরীক্ষাকেন্দ্রে। সমগ্র পরীক্ষা পদ্ধতিটি যাতে সঠিকভাবে পরিচালিত হয় কার্যত সেদিকেই খেয়াল রাখছে রাজ্য প্রশাসন।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ