চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

NPCIL -এ লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ!

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL) সম্প্রতি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো এই প্রতিবেদনে।

Employment no- NPCIL/ET/2023/01

পদের নাম- Executive Trainee
মোট শূন্যপদ- ৩২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- BE, B.Tech, B.Sc. বিষয়ে স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- ৫৫,০০০ টাকা।

আরও পড়ুনঃ রাজ্যে যোগা শিক্ষক পদে বিরাট নিয়োগ

বয়সসীমা- আবেদনযোগ্য প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৬ বছর অবধি।

আবেদন পদ্ধতি- যোগ্য প্রার্থীরা বাড়িতে বসেই সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নিজের মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিন থেকে আবেদন করতে পারবেন। তার জন্য প্রার্থীদের NPCIL -এর ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে। তবে আপনাদের জন্য এই পোষ্টের নিচেই দেওয়া থাকছে আবেদন লিংক।

[quads id=10]

আবেদন ফী- আবেদন করার সময় প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে এককালীন ৫০০/- টাকা আবেদন ফী জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ- উক্ত পদের জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে ১১ এপ্রিল ২০২৩ থেকে এবং এটি চলবে ২৮ এপ্রিল ২০২৩ পর্যন্ত।

NPCIL

Official Notification: Download Now
Official Website: Apply Now

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ