Optical Illusions: একপাতা ‘৪৩’-এর মাঝে ‘৪২’ কোথায় আছে বলুন তো? আপনার হাতে রয়েছে ১৮ সেকেন্ড সময়
যেদিকেই তাকাবেন চোখে ভাসবে ৪৩ সংখ্যাটি, কিন্তু মনযোগ সহকারে লক্ষ্য করলে দেখতে পাবেন ৪৩ -এর মাঝেই রয়েছে ৪২ সংখ্যাটি। আপনিও দেখুন কত সময়ের মধ্যে আপনি ৪২ সংখ্যাটি খুঁজে পান।

অপটিক্যাল ইলিউশনের খেলা। চোখের নজরে খুঁজতে হবে একের মাঝে অভিন্ন। এই ধাঁধা মোটেই সহজ নয়। তবে যদি আপনি পারেন তবে বলতেই হবে আপনি জিনিয়াস। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে একটি অপটিক্যাল ইলিউশনের টেস্ট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি পাতায় অনেকবার ‘৪৩’ লেখা রয়েছে। দাবি করা হচ্ছে, এই তেতাল্লিশের সমুদ্রের মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে ‘৪২’। আর সেই সংখ্যাটিকেই খুঁজে বার করতে হবে দর্শকদের। আসুন খুঁজে দেখা যাক।
বহু পেশাদার ব্যক্তি, বুদ্ধিমানেরা এই খেলায় অংশ নিয়েছিলেন। কিন্তু সবাই যে পাশ করেছেন তা নয়। চ্যালেঞ্জে পাশ করতে হলে গোটা ছবিটিকে মনোযোগ সহকারে দেখতে হবে আপনাকে। মনঃসংযোগ যদি ঠিক থাকে তবে নিশ্চয়ই এই চ্যালেঞ্জ জিতবেন আপনি। আসলে অপটিক্যাল ইলিউশন হল মস্তিষ্ক আর চোখের খেলা। এতে আপনার আইকিউ আরও স্ট্রং হয় ও মনঃসংযোগ বাড়ে। কিন্তু ৪৩-এর সমুদ্রে ৪২ রয়েছে কোথায়? আসুন আরও একবার খুঁজে দেখি।
আপনি যদি ছবিটি খুব মন দিয়ে দেখে থাকেন তবে বুঝতে পারবেন, সাত নম্বর কলামে নীচ থেকে তিন নম্বর সংখ্যাটি ‘৪২’। যা একনজরে খোঁজা মোটেই সম্ভব নয়। ঘড়ি ধরে ১৮ সেকেন্ড নিয়ে তার মধ্যে এই টেস্টে পাশ করা আরও কঠিন। তাই হার না মেনে বারবার চেষ্টা করুন। প্রথমবার না হলে পরের বার হবেই।