দুই হাত দুই পা নেই! শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে CAT পরীক্ষায় সফল হলেন তরুণ

শারীরিক প্রতিবন্ধকতায় অধিকাংশ সময়েই থমকে যায় মানুষ। থামিয়ে দেয় স্বপ্ন দেখা। কিন্তু এমন কিছু মানুষ আছে যাঁদের মনের জোর এতটা যে যাবতীয় প্রতিবন্ধকতা পেরিয়েও স্বপ্ন দেখে লক্ষ্যে পৌছনোর। মনের মধ্যে…

Published By: Exam Bangla | Published On:

শারীরিক প্রতিবন্ধকতায় অধিকাংশ সময়েই থমকে যায় মানুষ। থামিয়ে দেয় স্বপ্ন দেখা। কিন্তু এমন কিছু মানুষ আছে যাঁদের মনের জোর এতটা যে যাবতীয় প্রতিবন্ধকতা পেরিয়েও স্বপ্ন দেখে লক্ষ্যে পৌছনোর। মনের মধ্যে থাকা জেদ আর দীর্ঘ অধ্যাবসায় তাঁদের পৌছে দেয় স্বপ্নের দোড়গোড়ায়। তেমনই এক উদাহরণ হলেন অন্ধ্রপ্রদেশের তরুণ চন্দ্রমৌলি।

অন্ধ্রপ্রদেশের অনকাপাল্লে জেলার কথকোটা গ্রামের বাসিন্দা চন্দ্রমৌলি। বর্তমানে থাকেন একই জেলার নরসিংহপত্তনমে পেড্ডা বোড্ডেপল্লি গ্রামে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবেন বলে গেট পরীক্ষা দিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়েই ভয়ংকর দুর্ঘটনায় তড়িদাহত হন। দুর্ঘটনায় অবশ হয়ে যায় তাঁর হাত ও পা। এরপর অপারেশন হয়। এই অস্ত্রোপচারে বাদ যায় তাঁর দুই হাত আর দুই পা। শারীরিক অক্ষমতায় তীব্র হতাশা গ্রাস করে তাঁকে। কীভাবে হবে স্বপ্ন পূরণ? মনে জাগতে থাকে নানান প্রশ্ন। তবে এহেন কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়েননি তরুণ। শুরু হয় নতুন যুদ্ধের প্রস্তুতি।

আরও পড়ুনঃ ফেল করেও IAS সম্ভব করে দেখালেন রাজস্থানের তরুণী

এই সময় তিনি পাশে পেয়েছিলেন তাঁর এক বন্ধুকে। সেই বন্ধুর সান্নিধ্যে ধীরে ধীরে আবার ফেরান মনের জোর। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্নকে বাদ দিয়েই নতুন পথের সন্ধান করেন চন্দ্রমৌলি। সম্পূর্ণ করেন এলএলবি কোর্স। এরপর ঠিক করেন, বসবেন কমন অ্যাডমিশন টেস্ট (CAT) পরীক্ষায়। অত্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরীক্ষায় বসেন তিনি। আর তাতেই মিললো ফল। CAT পরীক্ষায় সফল হলেন চন্দ্রমৌলি। এই সফলতাই তাঁকে পৌছে দিল আইআইটি আমেদাবাদে। সেখানে আইআইএম (IIM) পড়ার সুযোগ পেয়েছেন তিনি।

চন্দ্রমৌলির বাবা ক্ষুদ্র ব্যবসায়ী ও মা একজন শিক্ষিকা। ছেলের কঠিন সময়ে সবসময় পাশে ছিলেন তাঁর মা, বাবা। আগামী দিনেও যে চন্দ্রমৌলির সাথে তাঁরা প্রতি পদক্ষেপে থাকবেন, তাও জানিয়েছেন। আগামী জুন মাস থেকে আইআইএম এ পড়া শুরু করবেন চন্দ্রমোলি। স্বপ্ন দেখেন কোনো সংস্থার ম্যানেজার হওয়ার। যে কঠিন প্রতিবন্ধকতা পেরিয়ে এই অবধি পৌছতে পেরেছেন চন্দ্রমৌলি, তাতে আগামী দিনে যাতে তাঁর সকল স্বপ্ন পূরণ হয়, তাই চাইছে তাঁর পরিবার থেকে পরিজনেরা।

শারীরিক  প্রতিবন্ধকতা পেরিয়ে CAT পরীক্ষায় সফল

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career