Primary TET: সব ভুল করলেও প্রাথমিক টেটে ৪ নম্বর নিশ্চিত! রইলো ভুল প্রশ্নের তালিকা! পড়ুন বিস্তারিত

সম্প্রতি প্রকাশ পেয়েছে প্রাইমারি টেট ২০২২ এর 'চূড়ান্ত মডেল অ্যানসার কি'। জানুয়ারিতে প্রকাশ পাওয়া প্রভিশনাল অ্যানসার কি এর বেশ কিছু প্রশ্নের উত্তরের বিপক্ষে চ্যালেঞ্জ জানান টেট পরীক্ষার্থীরা। এরপর পর্ষদের বিশেষজ্ঞ…

Published By: Exam Bangla | Published On:

সম্প্রতি প্রকাশ পেয়েছে প্রাইমারি টেট ২০২২ এর ‘চূড়ান্ত মডেল অ্যানসার কি’। জানুয়ারিতে প্রকাশ পাওয়া প্রভিশনাল অ্যানসার কি এর বেশ কিছু প্রশ্নের উত্তরের বিপক্ষে চ্যালেঞ্জ জানান টেট পরীক্ষার্থীরা। এরপর পর্ষদের বিশেষজ্ঞ কমিটির দ্বারা সংশ্লিষ্ট বিষয়ে পর্যালোচনা সেরে ‘চূড়ান্ত মডেল উত্তরপত্র’ প্রকাশ করেছে পর্ষদ। এর সাথে বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ জানিয়েছে যে, চারটি প্রশ্নের জন্য ‘এক’ নম্বর করে দেওয়া হবে প্রত্যেক টেট পরীক্ষার্থীকে। অর্থাৎ টেট অ্যানসার শিটে সকল প্রশ্নের উত্তর ভুল হলেও চার নম্বর পাবেন পরীক্ষার্থী।

যে যে প্রশ্নের জন্য নম্বর পাবেন পরীক্ষার্থীরা:

১) পর্ষদ জানিয়েছে, WBBPE/04D এর ১০৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে ইংরেজি ভাষার প্রশ্নপত্রে সঠিক আছে তবে বাংলা ভাষার প্রশ্নে ছাপার ভুল রয়েছে। আর এই ছাপার ভুলের কারণে অপশনের ক্ষেত্রে ভুল পরিলক্ষিত হয়েছে। যদিও বাকি ‘কোয়েশ্চেন বুকলেট কোড’ এ অপশন ঠিক ছিল। (WBBPE/01A তে ৯৪ নম্বরের প্রশ্ন, WBBPE/02B তে ৯৮ নম্বরের প্রশ্ন, WBBPE/03C তে ১১৭ নম্বরের প্রশ্ন, WBBPE/05E তে ৯১ নম্বরের প্রশ্ন) সেক্ষেত্রে পর্ষদ জানিয়েছে, পরীক্ষার্থীরা যে ‘কোয়েশ্চেন বুকলেট কোড’ ই পান না কেন সংশ্লিষ্ট প্রশ্নের জন্য ‘এক’ নম্বর করে দেওয়া হবে তাঁদের।

২) WBBPE/01A এর ১০৮ নম্বরের প্রশ্ন, WBBPE/02B তে ৯৭ নম্বর প্রশ্ন, WBBPE/03C তে ১০৯, WBBPE/04D তে ১০০ নম্বর প্রশ্ন ও WBBPE/05E তে ১১৩ নম্বর প্রশ্নের ছাপার ভুলের কারণে ‘এক’ নম্বর করে পাবেন প্রত্যেক পরীক্ষার্থী।

Primary TET Answer Key: Download Now

join Telegram

৩) WBBPE/01A তে ১২০ নম্বরের প্রশ্ন, WBBPE/02B তে ১১৯ নম্বরের প্রশ্ন, WBBPE/03C তে ১০৮ নম্বরের প্রশ্ন, WBBPE/04D তে ৯৮ নম্বর ও WBBPE/05E তে ১১২ নম্বর প্রশ্নের ক্ষেত্রে বাংলা ভার্সনের প্রশ্নপত্রে ছাপার ভুলের কারণে ‘এক’ নম্বর করে পাবেন পরীক্ষার্থীরা।

৪) এছাড়া পর্ষদ জানিয়েছে, WBBPE/01A এর ১২৬ নম্বর প্রশ্ন, WBBPE/02B এর ১৩২ নম্বর প্রশ্ন, WBBPE/03C এর ১৪১ নম্বর প্রশ্ন, WBBPE/04D এর ১২৭ নম্বর প্রশ্ন, WBBPE/05E এর ১২৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে ইংরেজি প্রশ্নপত্রে ছাপার ভুলের কারণে ‘এক’ নম্বর করে পাবেন প্রত্যেক পরীক্ষার্থী।

প্রসঙ্গত, পর্ষদ জানিয়েছে সংশ্লিষ্ট অ্যানসার কি নিয়ে আর চ্যালেঞ্জ জানানো যাবে না। অতি শীঘ্রই প্রকাশ পেতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল।

Primary TET Result Check Now: Click Here

join Telegram

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career