পরীক্ষা প্রস্তুতি

Primary TET EVS Pedagogy Practice Set- 2: পরিবেশ বিদ্যা পেডাগজি বিষয়ের ১৫ টি প্রশ্নোত্তর

Share

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Pedagogy Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

Primary TET EVS Pedagogy Practice Set

১) নিচের কোনটি প্রকৃত অর্থে শিখন?
[A] রুমনি দুই বছর বয়সে তার তিন বছরে দিদি কিভাবে জল খায় দেখে সেই ভাবে জল খেতে শিখে যায়
[B] অভিক দেড় বছর বয়সে কোনো কিছু না ধরে হাঁটতে শেখে
[C] বাবলি দেড় বছর বয়সে কঠিন খাদ্য খেয়ে হজম করতে পারে
[D] উপরের সবকটি
উঃ [A] রুমনি দুই বছর বয়সে তার তিন বছরে দিদি কিভাবে জল খায় দেখে সেই ভাবে জল খেতে শিখে যায়

২) শিখনের ফলে-
[A] আত্মসক্রিয়তা বৃদ্ধি পায়
[B] আচরণের পরিবর্তন ঘটে
[C] অভিযোজনে সক্ষম হয়
[D] উপরের সবগুলি
উঃ [D] উপরের সবগুলি

৩) নিচের কোনগুলি সঠিক?
i) শিখন হল অনুশীলনের ফলে আচরণের পরিবর্তন
ii) যেকোনো কারণেই হোক আচরণের পরিবর্তন হল শিখন
iii) শিখন হল জৈবিক, পরিণমন হল মনস্তাত্ত্বিক
iv) শিখন ও চাহিদা পরিতৃপ্ত করে
[A] i এবং iii
[B] i এবং iv
[C] ii এবং iii
[D] iii এবং iv
উঃ [B] i এবং iv

৪) কোনটি সঠিক নয়?
[A] শিখন ব্যক্তিকে অভিযোজনে সক্ষম করে
[B] শিখন সহজাত প্রক্রিয়া
[C] শিখন অর্জিত প্রক্রিয়া
[D] শিখন বিকাশমুখী প্রক্রিয়া
উঃ [B] শিখন সহজাত প্রক্রিয়া

৫) সমস্যা সমাধান হলো এক ধরনের চিন্তন, যার বৈশিষ্ট্য হল-
[A] ধারণাগুলিকে পূর্ণগঠন করে বাধা অতিক্রম করা
[B] যুক্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য ধারণা গুলিকে পূর্ণ গঠন করা
[C] পরিস্থিতির সঠিক মূল্যায়নের জন্য ধারণার পূর্ণগঠন করা
[D] উপরের সবগুলি
উঃ [D] উপরের সবগুলি

৬) শৈশবে বা ২ বছরের পূর্বে শিশুর অধিকাংশ শিখন হয় কিসের মাধ্যমে?
[A] চেষ্টা ও ভ্রান্তি
[B] প্রাচীন অনুবর্তন
[C] সক্রিয় অনুবর্তন
[D] অন্তদৃষ্টির
উঃ [B] প্রাচীন অনুবর্তন

৭) প্রথম বাল্যকালে (২ থেকে ৬ বছর) শিশু অধিকাংশ ক্ষেত্রে শেখে-
i) চেষ্টা ও ভ্রান্তির সাহায্যে
ii) প্রাচীন অনুবর্তনের সাহায্যে
iii) সক্রিয় অনুবর্তনের সাহায্যে
iv) অন্তদৃষ্টির সাহায্যে
[A] i এবং ii
[B] i এবং iii
[C] i এবং iv
[D] ii এবং iv
উঃ [B] i এবং iii

৮) উত্তর বাল্যকালের শিশু অধিকাংশ ক্ষেত্রে শেখে-
i) চেষ্টা ও ভ্রান্তির সাহায্যে
ii) প্রাচীন অনুবর্তনের সাহায্যে
iii) সক্রিয় অনুবর্তনের সাহায্যে
iv) অন্তদৃষ্টির সাহায্যে
[A] i, ii এবং iii
[B] ii, iii এবং iv
[C] iii এবং iv
[D] i, iii এবং iv
উঃ [D] i, iii এবং iv

৯) শিখন হল-
[A] সহজাত প্রক্রিয়া
[B] অর্জিত প্রক্রিয়া
[C] অধিকাংশ ক্ষেত্রে সহজাত তবে শিখন অর্জিত হতে পারে
[D] অধিকাংশ ক্ষেত্রে শিখন অর্জিত তবে কোনো কোনো ক্ষেত্রে সহজাত হতে পারে
উঃ B] অর্জিত প্রক্রিয়া

১০) ” শিখন হল অভিজ্ঞতা, অনুশীলন ও কর্মপ্রক্রিয়ার মধ্য দিয়ে আচরণ পরিবর্তনের প্রক্রিয়া”- কার উক্তি?
[A] বার্নার্ডের
[B] ম্যাকলিয়নের
[C] ট্রেভার্সের
[D] উডওয়ার্থের
উঃ [C] ট্রেভার্সের

১১) নিচের কোনটি সঠিক-
[A] ড্রাগ সেবন করলে যে আচরণের পরিবর্তন ঘটে তাকেও শিখন বলে
[B] বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে আচরণের পরিবর্তন হয় তা শিখনের অন্তর্ভুক্ত
[C] দৈহিক পরিশ্রম বা মানসিক ক্লান্তির ফলে আচরণের পরিবর্তন শিখনের কারণ
[D] অনুশীলনের ফলে আচরণের পরিবর্তনই হল শিখন
উঃ [D] অনুশীলনের ফলে আচরণের পরিবর্তনই হল শিখন

১২) নিচের কোনটি সঠিক নয়?
[A] শিখন একটি স্বনির্ভর প্রক্রিয়া
[B] শিখনের ফলে মানসিক পরিবর্তন ঘটে
[C] শিখন হলো নতুন আচরণ আয়ত্তকরনের প্রক্রিয়া
[D] শিখনের মূল ভিত্তি হল অভিজ্ঞতা
উঃ [A] শিখন একটি স্বনির্ভর প্রক্রিয়া

১৩) নিচের কোনটি সঠিক নয়?
[A] শিখন অনুশীলন নির্ভর
[B] শিখনের জন্য সক্রিয়তা প্রয়োজন
[C] শিখর শুধু উচ্চতর প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ
[D] আচরণ পরিবর্তনের প্রক্রিয়া
উঃ [C] শিখর শুধু উচ্চতর প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ

১৪) নিচের কোনটি শিখনের উদ্দেশ্য নয়?
[A] বৃদ্ধি ও বিকাশ ঘটানো
[B] সমন্বিত ও ব্যক্তিত্ব বিকাশ
[C] পরিবেশের সঙ্গে অভিযোজন
[D] অন্তর্দর্শন
উঃ [D] অন্তর্দর্শন

১৫) শিখনের তত্ত্ব হল-
[A] শিখনকে ব্যাখ্যা করা
[B] শিখনের শর্তগুলি নির্দিষ্ট করা
[C] শিখনের সীমাবদ্ধতাগুলি নির্দিষ্ট করা
[D] উপরের সবগুলি
উঃ [A] শিখনকে ব্যাখ্যা করা

This post was last modified on November 15, 2022 3:56 pm

সর্ব শেষ প্রকাশিত

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মাধ্যমিক ২০২৪ মেধা তালিকা

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে এবারের…

1 day ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | অনলাইনে চেক করুন মাধ্যমিক রেজাল্ট 2024

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিক রেজাল্ট ২০২৪। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক রেজাল্ট…

1 day ago

Madhyamik Result 2024 LIVE | প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট ২০২৪, নিজের রেজাল্ট দেখে নিন

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ প্রতীক্ষার পর আজ ২রা মে, ২০২৪ তারিখে প্রকাশিত হল এবারের মাধ্যমিক…

1 day ago

কয়েক ঘন্টা পরেই প্রকাশিত হবে মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | নিজের মোবাইলে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক রেজাল্ট ২০২৪। সকাল…

1 day ago

রাত পোহালেই মাধ্যমিক রেজাল্ট! রেজাল্ট দেখতে কি কি ডকুমেন্ট লাগবে দেখে নিন

মাধ্যমিক রেজাল্ট 2024: দীর্ঘ অপেক্ষার পর আগামীকাল সকাল ৯ টায় প্রকাশিত হতে চলেছে এবারের মাধ্যমিক…

2 days ago

মাধ্যমিকের ফলাফল নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট! পরীক্ষার্থীরা এক্ষুনি জেনে নিন

বিরাট বড় আপডেট উঠে এল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামীকাল প্রকাশিত হতে…

2 days ago