চাকরির খবর

নিয়ম না মানলে বন্ধ হবে পরীক্ষা! টেট নিয়ে নতুন নির্দেশিকা আনতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ

Share

টেট পরীক্ষায় বিশৃঙ্খলা রুখতে তৎপর পর্ষদ। নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। এবার টেট পরীক্ষার্থীদের জন্য এক কঠোর নিয়ম আসতে চলেছে পর্ষদের তরফে। সূত্রের খবর, টেট পরীক্ষাকেন্দ্রে বা পরীক্ষা চলাকালীন সময়ে যদি কোনও পরীক্ষার্থী বিশৃঙ্খলা সৃষ্টি করেন, অথবা নিয়ম অগ্রাহ্য করেন তবে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। এমনকি ভবিষ্যতেও তাঁর টেট পরীক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়বে। এহেন সিদ্ধান্ত গ্রহণের পথে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

চলতি বছরের টেট পরীক্ষা নিয়ে জল্পনা তুঙ্গে। শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে যেভাবে রাজ্য, রাজনীতি সরগরম সে পরিস্থিতিতে টেট পরীক্ষাকেন্দ্রে যে বিশৃঙ্খলা সৃষ্টি হতেই পারে এমনটাই চিন্তা করছে পর্ষদ। সেহেতু পরীক্ষা চলাকালীন নিরাপত্তা সুনিশ্চিত করতে গ্রহণ করা হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। আনা হচ্ছে একাধিক বিধিনিষেধ। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। সম্প্রতি গাইডলাইন প্রকাশ করে পর্ষদ জানিয়েছে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা কি করতে পারবেন আর কি পারবেন না তার বিস্তারিত নিয়মাবলী। এছাড়া শোনা যাচ্ছে টেট পরীক্ষাকেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থী রুখতে ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে রাখা হবে বায়োমেট্রিক অ্যাটেনডেন্সের ব্যবস্থাও।

যার দ্বারা ফেস স্ক্যান ও সই স্ক্যান করা হবে পরীক্ষার্থীদের। এছাড়া পরীক্ষাকেন্দ্রের ভিতরে থাকবে ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা। অর্থাৎ পরীক্ষাকেন্দ্রের ভিতরে সিসিটিভি ক্যামেরায় নজরদারির আওতায় থাকবেন পরীক্ষার্থীরা। এছাড়া পর্ষদের গাইডলাইনে বলা হয়েছে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা নিজেদের সাথে কোনোও ইলেকট্রনিক্স বস্তু, ঘড়ি, কাগজ, গহনা, কোনোওপ্রকার খাদ্যসামগ্রী এমনকি পেন্সিল ব্যাগ ও বহন করতে পারবেন না। অতএব বোঝাই যাচ্ছে একপ্রকার নিশ্ছিদ্র নিরাপত্তার অধীনেই থাকতে চলেছে টেট ২০২২।

আরও পড়ুনঃ পর্ষদের আচরণে ক্ষুব্ধ বিচারপতি, বললেন দরকারে ‘বন্ধ করবেন পরীক্ষা’

সূত্রের খবর, এবার এক নতুন নির্দেশিকা আনতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই নির্দেশিকায় বলা থাকবে, টেট পরীক্ষাকেন্দ্রে কোনোও পরীক্ষার্থী শৃঙ্খলা ভঙ্গ করলে অথবা পরীক্ষাকেন্দ্রিক নিয়ম অগ্রাহ্য করলে তার পরীক্ষা বাতিল করবে পর্ষদ। এবং ভবিষ্যতের জন্য তাঁর টেট পরীক্ষায় বসা অনিশ্চিত হবে। পর্ষদের তরফে জানানো হয়েছে, নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এবং অ্যাডমিট কার্ডে উল্লেখিত গাইডলাইনের মধ্যেই এই নতুন নিয়মের উল্লেখ করা হবে।

প্রসঙ্গত, রাজ্যে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ১১ তারিখ। প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করতে চলেছে এই পরীক্ষায়। তার আগেই পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে যাবতীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিতে চলেছে পর্ষদ। যদিও টেট পরীক্ষাকে কেন্দ্র করে পর্ষদের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে রাজ্য স্কুল শিক্ষা দফতরের সঙ্গে বৈঠকের পর।

This post was last modified on November 14, 2022 3:15 pm

সর্ব শেষ প্রকাশিত

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 29 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

18 mins ago

WB HS Result 2024 | উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ জানিয়ে দিল সংসদ

উচ্চ মাধ্যমিক ২০২৪ -এর রেজাল্ট কবে প্রকাশ পাবে সেই নিয়ে জল্পনা চলছিল রাজ্যের শিক্ষা মহলে।…

1 day ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৬

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

2 days ago

তীব্র গরমের মধ্যেই আগামীকাল রাজ্যের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা! শেষ মুহূর্তের আপডেট দেখে নিন

তীব্র গরমের দাবদাহের মধ্য দিয়ে দিন কাটছে পশ্চিমবঙ্গবাসীর। সকাল থেকে গরমের প্রকোপ অসহ্যরকম। ইতিমধ্যেই এবছরের…

2 days ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মোবাইলের মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি তারিখে। প্রায় দীর্ঘ ২ মাস…

2 days ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 27 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

2 days ago