প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট- ১২: পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি প্রশ্নোত্তর
এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET EVS Practice Set
১) নিম্নলিখিত উদ্ভিদ গুলির মধ্যে মূলবিহীন কোনটি?
[A] সেরাটোফাইলাম
[B] আইকরনিয়া
[C] মনোকোরিয়া
[D] পিস্টিয়া
উঃ [A] সেরাটোফাইলাম
২) নারিকেলের যে অংশটি আমরা খাই তা হল-
[A] ফলের ত্বক
[B] শস্য
[C] বীজপত্র
[D] ভ্রুন
উঃ [B] শস্য
৩) সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়?
[A] বীজ
[B] পাতা
[C] ফুল
[D] ছাল
উঃ [D] ছাল
৪) শালগাছ কি প্রকার উদ্ভিদ?
[A] পর্ণমোচী
[B] চিরসবুজ
[C] জেরোফাইট
[D] কনিফেরাশ
উঃ [A] পর্ণমোচী
৫) সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য দায়ী কোনটি?
[A] কার্বন ডাই অক্সাইড
[B] জল জল
[C] ক্লোরোফিল
[D] সবকটি
উঃ [D] সবকটি
৬) কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়?
[A] আম
[B] সিঙ্কোনা
[C] অর্জুন
[D] তামাক
উঃ [C] অর্জুন
৭) ‘Origin of the species’ বইটির লেখক কে?
[A] ডারউইন
[B] ল্যামার্ক
[C] গ্যাডো
[D] ব্লানফোর্ড
উঃ [A] ডারউইন
৮) জীব সৃষ্টির প্রাথমিক উপাদান কোনটি?
[A] জিংক
[B] অ্যালুমিনিয়াম
[C] ম্যাগনেসিয়াম
[D] ক্লোরিন
উঃ [C] ম্যাগনেসিয়াম
৯) জীব ভরের একক কি?
[A] ক্যালোরি
[B] কি-গ্রাম
[C] কুইন্ট্যাল
[D] পাউন্ড
উঃ [A] ক্যালোরি
১০) রেড ডাটা বুকে যেসব বিষয় রয়েছে সেগুলি হল-
[A] জীবন্ত বিভিন্ন জীবের বিশদ তালিকা
[B] লুপ্তপ্রায় জীবের বিশদ তালিকা
[C] লুপ্তপ্রায় জীবের প্রজাতির বিশদ তালিকা
[D] জীবন্ত জীবের প্রজাতির বিশদ তালিকা
উঃ [C] লুপ্তপ্রায় জীবের প্রজাতির বিশদ তালিকা
আর পড়ুনঃ
প্রাইমারি টেট বাংলা প্রাকটিস সেট
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রাকটিস সেট
প্রাইমারি টেট পেডাগজি প্রাকটিস সেট
১১) ডেটা বুক যে সংস্থা প্রকাশ করে-
[A] IUCN
[B] ICN
[C] IUPAC
[D] UN
উঃ [A] IUCN
১২) অভয়ারণ্য হল একপ্রকার-
[A] এক্স-সিটু সংরক্ষণ
[B] ইন-সিটু সংরক্ষণ
[C] ইন- সংরক্ষণ
[D] এক্স- সংরক্ষণ
উঃ [B] ইন-সিটু সংরক্ষণ
১৩) DNA -এর পুরো নাম কি?
[A] ডি-অক্সি নিউক্লিক এসিড
[B] ডি-অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড
[C] ডাই-অক্সি নিউক্লিক এসিড
[D] ডাই অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড
উঃ [B] ডি-অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড
Primary TET EVS Practice Set | |
পরিবেশ বিদ্যা সেট- ১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-8 | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৫ | Click Here |
১৪) RNA -এর পুরো নাম কি?
[A] রাইবো নিউক্লিক অ্যাসিড
[B] রাইবো ডি অক্সিনিউক্লিক অ্যাসিড
[C] রাইবোসিয়াস নিউক্লিক অ্যাসিড
[D] কোনটিই নয়
উঃ [A] রাইবো নিউক্লিক অ্যাসিড
১৫) প্রাথমিক খাদক হল-
[A] হরিন
[B] ব্যাং
[C] সিংহ
[D] বাঘ
উঃ [A] হরিন
Primary TET Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now