WB Primary TET EVS Practice Set 3 | Environmental Studies Questions for Primary TET 2022
এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET EVS Practice Set
১) হিউমিফিকেশন কয় প্রকার?
[A] 2
[B] 3
[C] 4
[D] 5
উঃ [C] 4
২) হাইড্রোমফিক মৃত্তিকা কোন্ প্রক্রিয়ায় সৃষ্টি হয়?
[A] পডজলাইজেশন
[B] গ্লেইজেশন
[C] স্যালিনাইজেশন
[D] ক্যালসিফিকেশন
উঃ [B] গ্লেইজেশন
৩) সোয়ার্ড কি?
[A] তৃণাঞ্চলের জৈবস্তর
[B] নিরক্ষীয় অঞ্চলের জৈবস্তর
[C] ক্রান্তিয় বনভূমির জৈবস্তর
[D] কোনটিই নয়
উঃ [A] তৃণাঞ্চলের জৈবস্তর
৪) পরিবাহিত মাটির উদাহরণ হলো-
[A] পলিমাটি
[B] রেগুর
[C] লোহিত
[D] সবকটি
উঃ [A] পলিমাটি
৫) মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া হলো-
[A] খনিজকরণ
[B] সংযোজন
[C] পডজোলাইজেশন
[D] গ্লেইজেশন
উঃ [A] খনিজকরণ
৬) মাটি সৃষ্টির প্রাথমিক শর্ত হলো-
[A] নগ্নীভবন
[B] ক্ষয়ীভবন
[C] আবহবিকার
[D] কোনটাই নয়
উঃ [C] আবহবিকার
৭) ‘Wash out processes’ বলা হয়-
[A] এলুভিয়েশন
[B] ইলুভিয়েশন
[C] পডজলাইজেশন
[D] চেলুভিয়েশন
উঃ [A] এলুভিয়েশন
৮) ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায় মৃত্তিকার উপরিস্তরে কি পড়ে থাকে?
[A] ক্যালশিয়াম
[B] ম্যাগনেসিয়াম
[C] আয়রন ও অ্যালুমিনিয়াম
[D] A, B উভয়
উঃ [C] আয়রন ও অ্যালুমিনিয়াম
৯) ক্যালশিফিকেশন প্রক্রিয়া কোন অঞ্চলে অধিক দেখা যায়?
[A] নিরক্ষীয়
[B] নাতিশীতোষ্ণ তৃণভূমি
[C] মরু
[D] শীতল মেরু
উঃ [B] নাতিশীতোষ্ণ তৃণভূমি
১০) স্যালিনাইজেশন প্রক্রিয়ায় সৃষ্ট মৃত্তিকা–
[A] সোলোনচাক
[B] চারনোজেম
[C] রেনজিনা
[D] পলিমাটি
উঃ [A] সোলোনচাক
১১) অ্যালকালাইজেশন প্রক্রিয়ায় সৃষ্ট মৃত্তিকা হল-
[A] সোলোনচাক
[B] সোলেনজ
[C] পডজল
[D] A, B উভয়
উঃ [B] সোলেনজ
১২) মৃত্তিকা গঠনের উপযোগী ভূমিরূপ হলো-
[A] খাড়া ঢাল
[B] সমতল
[C] মাঝারি ঢাল
[D] সবকটি
উঃ [C] মাঝারি ঢাল
১৩) মৃত্তিকায় বর্তমান জলের মোট পরিমাপকে কি বলে?
[A] একার্ড
[B] ক্রেসার্ড
[C] হোলার্ড
[D] রোলার্ড
উঃ [C] হোলার্ড
১৪) S = f(Cl, O, R, P, T) এখানে R কী?
[A] জলবায়ু
[B] জীবাণু
[C] ভূ-প্রকৃতি
[D] সময়
উঃ [C] ভূ-প্রকৃতি
১৫) ল্যাটেরাইট মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়েছে?
[A] ব্যাসল্ট
[B] গ্রানাইট
[C] শিষ্ট
[D] কোয়ার্টজ
উঃ [B] গ্রানাইট
প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নোত্তরঃ
পরিবেশ বিদ্যা সেট ১
পরিবেশ বিদ্যা সেট ২
বাংলা প্র্যাকটিস সেট ১
Primary TET EVS Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now