উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লোকাল ট্রেনের স্টপেজ বাড়লো, ঘোষণা করলো রেলওয়ে

২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থী ও অভিভাবকদের ব্যস্ততা বাড়বে এসময়। সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াতের সুবিধা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ভারতীয়…

Published By: ExamBangla.com | Published On:

২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থী ও অভিভাবকদের ব্যস্ততা বাড়বে এসময়। সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াতের সুবিধা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ভারতীয় রেলওয়ে অনেকগুলি স্টেশনে লোকাল ট্রেনের স্টপেজ দিলো। ২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মোট ১১ দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। সবমিলিয়ে লোকাল ট্রেনের স্টপেজ বৃদ্ধি হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতেঅনেক সুবিধা হবে

উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত এবং দুপুরবেলা ১ টা ১৫ থেকে দুপুর ৩ টে ১৫ মিনিট পর্যন্ত শিয়ালদহ রানাঘাট রুটের পলতা, জগদ্দল, কাকিনাড়া, পায়রাডাঙ্গা স্টেশনে ট্রেন থামবে। বারাসত- বনগাঁ লাইনের সংহতি স্টেশনেও স্টপেজ দেবে ট্রেন।
ভারতীয় রেলের নির্দেশিকা অনুযায়ী, ২,৪, ৫, ৬, ৮, ৯, ১১, ১৩, ১৮, ২৫, ২৬ এপ্রিল এই ১১ দিন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন নিম্নলিখিত লোকাল ট্রেনগুলো নির্দিষ্ট কয়েকটি অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে।

শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি লোকাল (৩১৮১৯) পলতা, জগদ্দল, কাকিনাড়া এবং পায়রাডাঙ্গা স্টেশনে দাঁড়াবে। সকাল ০৮:২৩ মিনিট, ০৮:৩২ মিনিট, ০৮:৪৩ মিনিট এবং ০৯:২৯ মিনিটে এই ট্রেনগুলো চলবে।
শিয়ালদহ-কাটোয়া লোকাল (৩১১১১) জগদ্দল ও কাঁকিনাড়া স্টেশন থেকে সকাল ৮ টা ৫৭ তে, ৯ টায় চলবে।

কৃষ্ণনগর সিটি- শিয়ালদহ লোকাল (৩১৮১৮) জগদ্দল ও পলতা স্টেশন থেকে সকাল ৮ টা ২৪ মিনিটে এবং ৮ টা ৩৫ মিনিটে ছাড়বে।

গেদে-শিয়ালদহ লোকাল (৩১৯১৬) কাকিনাড়া, জগদ্দল স্টেশনে ৮ টা ৫৬ মিনিটে ও সকাল ৯ টায় দাঁড়াবে।

লালগোলা-শিয়ালদহ লোকাল (০৩১১৬) কাকিনাড়া, জগদ্দল ও পলতা স্টেশনে ৯ টা ০৮ মিনিটে, ০৯ টা ১১ মিনিটে ও ৯ টা ১৭ মিনিটে দাঁড়াবে।

শান্তিপুর- শিয়ালদহ লোকাল (০৩১৫২০) জগদ্দল স্টেশনে ৯ টা ৫৫ মিনিটে দাঁড়াবে।

বারাসত- বনগাঁ লোকাল (৩৩৩৬৩) শান্তিপুর হল্টে দাঁড়াবে ৮ টা ৫৭ মিনিটে।

বনগাঁ-বারাসত লোকাল (৩৩৩৬২) সংহতি হল্টে ৯ টা ৫৬ মিনিটে দাঁড়াবে।

শিয়ালদহ-শান্তিপুর লোকাল (৩১৫২৩) জগদ্দল স্টেশনে ১ টা ৪৭ মিনিটে দাঁড়াবে।

কৃষ্ণনগর সিটি- শিয়ালদহ লোকাল (৩১৮২৮) পায়রাডাঙা স্টেশনে দাঁড়াবে দুপুর ২ টা ৫১ মিনিটে।

লালগোলা-শিয়ালদহ লোকাল (০৩১৯৬) কাঁকিনাড়া, জগদ্দল ও পলতাতে থামবে ৩ টা ০৯ মিনিটে, ৩ টা ১১ মিনিটে, ৩ টা ২০ মিনিটে।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career