চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রেলওয়ে গ্রুপ- ডি পরীক্ষার সিলেবাস ২০২৫: কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গ্রুপ ডি পদের আবেদন গ্রহণ। চাকরিপ্রার্থীরা এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে বিভিন্ন পদের জন্য আবেদন জানাতে পারেন। এছাড়াও আইটিআই বা অ্যাপ্রেন্টিস যোগ্যতাতেও একাধিক পদে আবেদন করার সুযোগ থাকছে চাকরিপ্রার্থীদের কাছে। আপনি কি এই চাকরির জন্য অত্যন্ত আগ্রহী? তাহলে আবেদনপত্র পূরণ করার পাশাপাশি অবশ্যই জেনে নিতে হবে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ পদ্ধতি। আজকের প্রতিবেদনে সমস্ত রেলের গ্রুপ ডি পরীক্ষার্থীর জন্য নিয়োগ পদ্ধতি এবং পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

[quads id=16]

রেলওয়ে গ্রুপ- ডি পরীক্ষার সিলেবাস 2025 pdf

রেলওয়ে গ্রুপ- ডি নিয়োগ পদ্ধতি

  • Step- 1: কম্পিউটার বেস্ড টেস্ট (CBT)
  • Step- 2: ফিজিকাল এফিশিয়েন্সি টেস্ট (PET)
  • Step- 3: ডকুমেন্ট ভেরিফিকেশন
  • Step- 4: মেডিকেল টেস্ট

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে এই বছরে ৩২৪৩৮ টি শূন্যপদে বিভিন্ন বিভাগের কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে চাকরিপ্রার্থীদের মোট চারটি ধাপে নিয়োগ করবে RRB। যেখানে প্রথমেই কম্পিউটার ভিত্তিক একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই দ্বিতীয় ভাব অর্থাৎ শারীরিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা। উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে।

কম্পিউটার বেস্ড টেস্ট (CBT)

প্রতিটি চাকরিপ্রার্থীকে প্রথমেই একটি কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBT) দিতে হবে। এই পরীক্ষাটি ১০০ নম্বরের হবে, যেখানে চাকরিপ্রার্থীরা মোট ৯০ মিনিট সময় পাবেন। এখানে মোট চারটি বিষয় থেকে প্রশ্ন থাকবে। কম্পিউটার বেস্ড টেস্টের বিষয়গুলি হলো-

  • জেনারেল সাইন্স
  • গণিত
  • রিজনিং
  • সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স
রেলওয়ে গ্রুপ- ডি সিলেবাস 2025
জেনারেল সাইন্স25 নম্বর
গণিত25 নম্বর
রিজনিং 30 নম্বর
জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স20 নম্বর
Total Marks100

[quads id=16]

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন

প্রতিটি প্রশ্নের ক্ষেত্রেই নেগেটিভ নম্বর থাকছে। এখানে চাকরি প্রার্থীরা যদি ৩টি প্রশ্নের উত্তর ভুল করেন, তাহলে তার প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেওয়া হবে। তাই অবশ্যই প্রশ্নের উত্তর জানেন এমন প্রশ্নগুলো উত্তর করায় এখানে লাভজনক হতে পারে।

সাধারণ বিজ্ঞান সিলেবাস

  • পদার্থবিদ্যা
  • রসায়নবিদ্যা
  • জীববিদ্যা
  • গণিত

গণিত সিলেবাস 

  • সংখ্যা পদ্ধতি (Number System)
  • BODMAS
  • বর্গমূল (Square root)
  • দশমিক ও ভগ্নাংশ (Decimals & Fractions)
  • ল.সা.গু. ও গ.সা.গু. (L.C.M. & H.C.F.)
  • অনুপাত ও অনুপাত (Ratio & Proportions)
  • শতাংশ (Percentage)
  • সময় ও কার্য (Time & Work)
  • সময় ও দূরত্ব (Time & Distance)
  • সরল সুদ (Simple Interest)
  • জটিল সুদ (Compound Interest)
  • লাভ ও ক্ষতি (Profit & Loss)
  • বয়স সংক্রান্ত সমস্যা (Age Calculations)
  • বীজগণিত (Algebra)
  • জ্যামিতি (Geometry)
  • ত্রিকোণমিতি (Trigonometry)
  • পরিমিতি (Mensuration)
  • পরিসংখ্যান (Statistics)
  • নল ও চৌবাচ্চা (Pipes & Cistern)
  • ক্যালেন্ডার ও ঘড়ি

রিজনিং সিলেবাস

  • উপমা (Analogy)
  • সিরিজ (Number & Alphabetical Series)
  • কোডিং ও ডিকোডিং (Coding & Decoding)
  • গাণিতিক ক্রিয়াকলাপ (Mathematical Operations)
  • সাদৃশ্য ও বৈসাদৃশ্য (Similarities and Differences)
  • সম্পর্ক (Blood Relation)
  • বিশ্লেষণাত্মক যুক্তি (Analytical Reasoning)
  • সাইলোজিম (Syllogism)
  • জাম্বলিং (Jumbling)
  • ভেন ডায়াগ্রাম (Venn Diagrams)
  • ধাঁধা (Puzzle)
  • ডেটার পর্যাপ্ততা (Data Sufficiency)
  • বিবৃতি- উপসংহার (Statement- Conclusion)
  • সিদ্ধান্ত বিবৃতি (Decision Making)
  • গ্রাফ (Data Interpretation)

সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাস 

  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • সংস্কৃতি
  • ব্যক্তিত্ব
  • ভারতীয় অর্থনীতি
  • ভারতীয় রাজনীতি ও সংবিধান
  • সাম্প্রতিক ঘটনা
  • পরিবেশবিদ্যা
  • ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম
  • ভারত ও বিশ্বের ভূগোল
  • মহাকাশ ও পারমাণবিক কর্মসূচি
  • জাতিসংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা
  • পরিবেশগত সমস্যা
  • কম্পিউটার অ্যাপ্লিকেশন
  • ভারতে পরিবহন ব্যবস্থা
  • ভারত ও বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব
  • ভারতের উদ্ভিদ ও প্রাণীজগৎ
  • ভারতীয় সরকার ও পাবলিক সেক্টর অর্গানাইজেশন

ফিজিকাল এফিশিয়েন্সি টেস্ট (PET)

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই শারীরিক সক্ষমতার এই পরীক্ষাতে প্রতিটি চাকরিপ্রার্থীকে অংশগ্রহণ করতে হবে। পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের জন্য ভিন্ন শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হবে।

১) পুরুষ প্রার্থীদের PET- একবারের জন্যেও না নামিয়ে মোট ৩৫ কেজি ওজন ১০০ মিটার দূর পর্যন্ত নিয়ে যেতে হবে। এই কাজের জন্য সময় থাকবে ২ মিনিট। এরপর ৪ মিনিট ১৫ সেকেন্ড সময়ের মধ্যে ১০০০ মিটার দৌড়াতে হবে।

২) মহিলা প্রার্থীদের PET- মহিলাদের ক্ষেত্রে ২ মিনিট সময়ের মধ্যে ২০ কেজি ওজন ১০০ মিটার দূর পর্যন্ত নিয়ে যেতে হবে এবং ৫ মিনিট ৪০ সেকেন্ড সময়ের মধ্যে ১০০০ মিটার দৌড়াতে হবে।

Railway Group D Book in Bengali

চাকরিপ্রার্থীরা অবশ্যই ভালোভাবে একবার RRB র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে বুঝে নেবেন। আর কয়েক মাসের মধ্যেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে এই পরীক্ষাটি আয়োজিত হতে চলেছে। তাই প্রতিটি ধাপের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন।

Railway Group- D Apply Online

Railway Group- D PYQ 2022 PDF
PYQ Set- 1:Download
PYQ Set- 2:Download
PYQ Set- 3:Download
PYQ Set- 4:Download
PYQ Set 5:Download
PYQ Set 6:Coming soon..
PYQ Set 7:Coming soon..
PYQ Set 8:Coming soon..
PYQ Set 9:Coming soon..

[quads id=16]

Railway Group- D Syllabus PDF Download

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ