এক নজরে
ভারতীয় রেলওয়ে গ্ৰুপ- ডি পদে অনালাইনে আবেদন শুরু হয়ে গেছে। তবে শুধুমাত্র ফর্ম ফিলাপ করলে হবে না, পরীক্ষা পাশ করার জন্য নিতে হবে সঠিক প্রস্তুতি। আর প্রস্তুতি শুরু করার জন্য প্রয়োজন বিগত বছরের প্রশ্ন (Previous year question), যা আপনাকে পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন বুঝতে সাহায্য করবে। আজকের এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেলওয়ে গ্ৰুপ- ডি বিগত বছরের প্রশ্ন।
Railway Group- D Previous year question in bengali
পশ্চিমবঙ্গের রেলওয়ে গ্ৰুপ- ডি চাকরিপ্রার্থীদের জন্য প্রশ্নগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশ করা হচ্ছে। আপনারা যদি রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষা প্রস্তুতির জন্য যদি বিগত বছরের প্রশ্ন ও প্র্যাক্টিস সেট পেতে চান তাহলে এই পোস্টটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা পোস্টটি শেয়ার করলে আমরা প্রতিদিন পোস্ট আপডেট করার জন্য উৎসাহী হই।
RRB Group- D Selection Process 2025
Step- 1: কম্পিউটার বেস্ড টেস্ট (CBT)
Step- 2: ফিজিকাল এফিশিয়েন্সি টেস্ট (PET)
Step- 3: ডকুমেন্ট ভেরিফিকেশন
Step- 4: মেডিকেল টেস্ট
Railway Group D Exam Pattern 2025 in Bengali
রেলওয়ে গ্রুপ- ডি সিলেবাস 2025 | |
---|---|
জেনারেল সাইন্স | 25 নম্বর |
গণিত | 25 নম্বর |
রিজনিং | 30 নম্বর |
জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স | 20 নম্বর |
Total Marks | 100 |
রেলওয়ে গ্ৰুপ- ডি বিগত বছরের প্রশ্ন (Set- 1)
1. আমাদের মানবদেহে _______ ধরনের পেশী আছে।
[A] 4
[B] 3
[C] 2
[D] 1
উত্তর: 3
রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষার বেস্ট বই, এই বইগুলো পড়লে পরীক্ষায় বাজিমাত
2. _____হল পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর।
[A] ট্রপোস্ফিয়ার
[B] স্ট্যাটোস্ফিয়ার
[C] মেসোস্ফিয়ার
[D] থার্মোস্ফিয়ার
উত্তর: ট্রপোস্ফিয়ার
3. সরীসৃপের অধ্যায়ন কে কি বলা হয়?
[A] এনটমোলজি
[B] হারপেটোলজি
[C] ম্যামালজি
[D] ইচথিয়োলজি
উত্তর: হারপেটোলজি
4. হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত?
[A] 60
[B] 62
[C] 65
[D] 58
উত্তর: 62
5. ‘ভিটামিন সি’-এর অভাবের ফলে সৃষ্ট একটি রোগ হল—
[A] বেরিবেরি
[B] গয়টার
[C] রিকেট
[D] স্কার্ভি
উত্তর: স্কার্ভি
6. ‘হাফ ম্যারাথনে’ আনুমানিক কতটা দূরত্ব অতিক্রম করতে হয়?
[A] 45 কিমি
[B] 41 কিমি
[C] 25 কিমি
[D] 21 কিমি
উত্তর: 21 কিমি
7. নিম্নলিখিত ক্রীড়া গুলির কোনটি পূর্বের অলিম্পিকের একটি খেলা ছিল, কিন্তু বর্তমানে নয়?
[A] ব্যাডমিন্টন
[B] পোলো
[C] ধনুর্বিদ্যা
[D] বেসবল
উত্তর: পোলো
8. ‘স্বরাজ পার্টি’ কোন বছরে গঠিত হয়েছিল?
[A] 1923
[B] 1924
[C] 1922
[D] 1921
উত্তর: 1923
9. ‘উইকিপিডিয়া’র প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হলেন ‘জিমি ওয়েলস’ অন্যজন হলেন—
[A] ল্যারি স্যাঙ্গার
[B] মার্ক জুকারবার্গ
[C] ল্যারি পেজ
[D] মার্ক সারম্যান
উত্তর: ল্যারি স্যাঙ্গার
10. ‘ব্যুরোক্রেসি’(Bureaucracy) শব্দটি কোন ফরাসি দার্শনিকের দ্বারা সৃষ্টি?
[A] ভলটেয়ার
[B] জাঁ পল সার্ত্রে
[C] সিমন ডে বিউভয়ের
[D] ভিন্সেন্ট ডি গুরন্যে
উত্তর: ভিন্সেন্ট ডি গুরন্যে
Railway Group- D Syllabus 2025 PDF Download
11. ______একটি প্রবণতা, যেখানে পরিকল্পনা নিচের দিক থেকে হয়।
[A] গ্ৰাসরুট গণতন্ত্র
[B] একনায়ক-তান্ত্রিক
[C] ডাইরেক্ট গণতন্ত্র
[D] নির্বাচনী গণতন্ত্র
উত্তর: গ্রাসরুট গণতন্ত্র
12. কাচের ‘প্রতিসরাঙ্ক’ নিম্নলিখিত কোন রং এর ক্ষেত্রে সর্বোচ্চ?
[A] বেগুনি
[B] নীল
[C] হলুদ
[D] লাল
উত্তর: বেগুনি
13. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কোন দেশ ‘মালয়েশিয়া’ দখল নিয়েছিল?
[A] চীন
[B] জাপান
[C] থাইল্যান্ড
[D] ভিয়েতনাম
উত্তর: জাপান
14. কার্বন-ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড একসঙ্গে কি হিসেবে উল্লেখ করা হয়?
[A] সি.এফ.সি
[B] গ্রিনহাউজ গ্যাস
[C] তাপীয় গ্যাস
[D] জড় গ্যাস
উত্তর: গ্রীনহাউজ গ্যাস
রেলওয়ে গ্রুপ- ডি প্র্যাকটিস সেট পিডিএফ পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন 👇👇
15. ‘পাওয়ার পয়েন্ট’ কি তৈরি করার জন্য ব্যবহার করা হয়?
[A] প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
[B] ডক্যুমেন্ট
[C] প্রেজেন্টেশন
[D] স্প্রেডশীট
উত্তর: প্রেজেন্টেশন
Railway Group- D PYQ | |
---|---|
PYQ Set- 1: | Download |
PYQ Set- 2: | Download |
PYQ Set- 3: | Download |
PYQ Set- 4: | Coming soon.. |
PYQ Set 4: | Coming soon.. |
Candidates can click on the link provided here to download Railway Group- D previous year question. To get daily job updates please visit our official website.