Railway NTPC 4 January 1st and 2nd Shift Questions: রেলের পরীক্ষার প্রশ্ন

Railway NTPC 4 January 1st and 2nd Shift Questions: আজ 4 জানুয়ারি, 2021 সোমবার। আজকের Railway NTPC পরীক্ষার প্রথম ও দ্বিতীয় শিফটের জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স -এর কিছু প্রশ্ন…

Published By: ExamBangla.com | Published On:

Railway NTPC 4 January 1st and 2nd Shift Questions: আজ 4 জানুয়ারি, 2021 সোমবার। আজকের Railway NTPC পরীক্ষার প্রথম ও দ্বিতীয় শিফটের জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স -এর কিছু প্রশ্ন দেওয়া হল। পরবর্তী দিনগুলিতে যেসব পরীক্ষার্থীরা NTPC কিংবা গ্রূপ-ডি পরীক্ষা দেবে, এই প্রশ্নগুলি তাদের জন্য গুরুত্ত্বপূর্ণ। Railway NTPC 4 January 1st and 2nd Shift Exam Questions (Based on candidates memory). RRB NTPC All Shift Questions

1. Sardar Sarovar Dam কোন নদীর উপর অবস্থিত? উঃ নর্মদা।
2. URL এর সম্পূর্ণ নাম কি? উঃ Uniform Resource Locator.
3. প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কত সালে চালু হয়েছিল? উঃ 2015 সালে।
4. সাঁচি স্তুপ কে নির্মাণ করেছিলেন? উঃ অশোক।
5. Atal Tunnel -এর দৈর্ঘ্য কত? উঃ 9.02 km.
6. ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? উঃ জাকার্তা।
7. রক্তের pH -এর মান কত? উঃ 7.35- 7.45
8. ভারতীয় হকি দল কত সালে শেষ অলিম্পিকে সোনা জিতেছিল? উঃ 1980 সালে।
9. DRDO ‘র সদর দপ্তর কোথায় অবস্থিত? উঃ নিউ দিল্লি।
10. লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? উঃ নাইট্রাস অক্সাইড।

11. Gandhi Sagar Dam কোন নদীর উপর অবস্থিত? উঃ চম্বল নদী।
12. UNESCO -এর হিসাব অনুযায়ী বিশ্বে কতগুলি ঐতিহ্যপূর্ণ স্থানে রয়েছে? উঃ 1,121 টি।
13. সর্বভারতীয় মুসলিম লিগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উঃ 1906 সালে।
14. RBI Act কবে এসেছিল? উঃ 1934 সালে।
15. হেপাটাইটিস-বি কি ঘটিত রোগ? উঃ ভাইরাস ঘটিত।
16. Vitamin B9 -এর অপর নাম কি? উঃ ফোলিক অ্যাসিড।
17. দুধের pH এর মান কত? উঃ 6.5- 6.7
18. HRA (Hindustan Republican Association) কত সালে গঠিত হয়? উঃ 1923 সালে।
19. Article 21 এ কি বলা হয়েছে? উঃ বেঁচে থাকার অধিকার।

20. CAD -এর সম্পূর্ণ নাম কি? উঃ Computer Aieded Design
21. IMPS -এর সম্পূর্ণ নাম কি? উঃ Immediate Payment Service
22. ISP -এর সম্পূর্ণ নাম কি? উঃ Internet Service Provider
23. RTI Act কবে চালু হয়? উঃ 2006 সালে।
24. ADB (Asian Development Bank) -এর সদর দপ্তর কোথায়? উঃ ফিলিপিন্সে।
25. কোন স্টেশনের নতুন নাম বেনারস স্টেশন রাখা হয়েছে? উঃ Manduadih

RRB NTPC All Shift Questions

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career