এক নজরে
রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন অনুসরণ করে নিয়মিত প্রকাশিত হচ্ছে রেলওয়ে NTPC প্র্যাক্টিস সেট। রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিগত বছরের Question Pattern অনুযায়ী আজকের এই প্র্যাকটিস সেটটি তৈরী করা হয়েছে। মোট ২০ টি বাছাই করা Current Affairs প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে এখানে।
Railway NTPC Practice Set in bengali PDF
পশ্চিমবঙ্গের রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল চাকরিপ্রার্থীদের জন্য প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরী করা হয়েছে। আপনারা যদি রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষা প্রস্তুতির জন্য এইরকম পিডিএফ পেতে চান, তাহলে এই এই পোস্টটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা পোস্টটি শেয়ার করলে আমরা প্রতিদিন পোস্ট আপডেট করার জন্য উৎসাহী হবো। এর পাশাপাশি অন্যান্য এমনই প্র্যাকটিস সেট পাওয়ার জন্য EXAM BANGLA র টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
RRB NTPC Graduate Level Mock Test (Set- 13):
১) সম্প্রতি কোন দেশ ২০২৪ সালের অলিম্পিক গেমসের আয়োজন করেছে?
A) চীন
B) জার্মানি
C) ফ্রান্স
D) ব্রাজিল
✅ উত্তর: C) ফ্রান্স
ব্যাখ্যা: ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। এটি হবে প্যারিসের তৃতীয় অলিম্পিক আয়োজন।
২) ২০২৫ সালের জন্য ভারতের নতুন নির্বাচন কমিশনার কে হয়েছেন?
A) রাজীব কুমার
B) গগনচন্দ্র
C) গিরিশচন্দ্র মুর্মু
D) গৌরব দ্বিবেদী
✅ উত্তর: A) রাজীব কুমার
ব্যাখ্যা: রাজীব কুমার বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে দায়িত্ব পালন করছেন।
৩) সম্প্রতি কোন দেশ BRICS গ্রুপে নতুনভাবে যুক্ত হয়েছে?
A) ইরান
B) স্পেন
C) জার্মানি
D) জাপান
✅ উত্তর: A) ইরান
ব্যাখ্যা: ২০২৪ সালে BRICS গোষ্ঠীতে ইরান, সৌদি আরব সহ কিছু নতুন দেশ যুক্ত হয়েছে, যা গোষ্ঠীর প্রভাব বিস্তার বৃদ্ধি করেছে।
৪) ‘Gaganyaan’ মিশন কোন দেশের সঙ্গে সম্পর্কিত?
A) চীন
B) ভারত
C) যুক্তরাষ্ট্র
D) রাশিয়া
✅ উত্তর: B) ভারত
ব্যাখ্যা: ‘গগনযান’ হল ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযান, যা ISRO পরিচালিত করছে।
RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇
৫) COP28 জলবায়ু সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয় কোথায়?
A) প্যারিস
B) দুবাই
C) নিউ ইয়র্ক
D) টোকিও
✅ উত্তর: B) দুবাই
ব্যাখ্যা: COP28 সম্মেলনটি অনুষ্ঠিত হয় UAE-এর দুবাই শহরে, যা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক আলোচনা।
৬) ২০২৫ সালের জন্য G20 সভাপতিত্ব কার হাতে রয়েছে?
A) ব্রাজিল
B) ভারত
C) ইন্দোনেশিয়া
D) জার্মানি
✅ উত্তর: A) ব্রাজিল
ব্যাখ্যা: ২০২৫ সালে G20 এর সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ব্রাজিল। ২০২৩ সালে এটি ছিল ভারতের হাতে।
৭) সম্প্রতি ‘আন্তর্জাতিক নারী দিবস’ কবে পালিত হয়েছে?
A) ৮ মার্চ
B) ১০ জানুয়ারি
C) ১৫ এপ্রিল
D) ১ জুন
✅ উত্তর: A) ৮ মার্চ
ব্যাখ্যা: প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় নারী অধিকার ও সমতার বার্তা নিয়ে।
৮) ২০২৪ সালে ভারতের অর্থমন্ত্রী হিসেবে কে দায়িত্বে আছেন?
A) নির্মলা সীতারামন
B) অমিত শাহ
C) পীযূষ গোয়েল
D) রাজনাথ সিং
✅ উত্তর: A) নির্মলা সীতারামন
ব্যাখ্যা: নির্মলা সীতারামন ২০১৯ সাল থেকে ভারতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
৯) সম্প্রতি কোন ভারতীয়কে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়েছে?
A) অরুন্ধতী রায়
B) গীতাঞ্জলি শ্রী
C) চেতন ভগত
D) অমিতাভ ঘোষ
✅ উত্তর: B) গীতাঞ্জলি শ্রী
ব্যাখ্যা: গীতাঞ্জলি শ্রী ‘টম্ব অফ স্যান্ড’ উপন্যাসের জন্য ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার পান।
১০) ‘চন্দ্রযান-৩’ কোন গ্রহ নিয়ে গবেষণার জন্য?
A) মঙ্গল
B) বৃহস্পতি
C) চাঁদ
D) শুক্র
✅ উত্তর: C) চাঁদ
ব্যাখ্যা: চন্দ্রযান-৩ হল ISRO-এর তৃতীয় চাঁদ মিশন, যা সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে।
১১) সম্প্রতি কোন রাজ্যে বিশ্বের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম নির্মিত হয়েছে?
A) পশ্চিমবঙ্গ
B) ওড়িশা
C) পাঞ্জাব
D) কর্ণাটক
✅ উত্তর: B) ওড়িশা
ব্যাখ্যা: রউরকেলাতে নির্মিত হয়েছে বিশ্বরেকর্ডধারী ‘বিরসা মুণ্ডা হকি স্টেডিয়াম’।
১২) সম্প্রতি ভারতের কোন শহর UNESCO Heritage Site হিসেবে স্বীকৃতি পেয়েছে?
A) বারাণসী
B) হায়দরাবাদ
C) গয়া
D) ধার
✅ উত্তর: D) ধার
ব্যাখ্যা: মধ্যপ্রদেশের ধার শহরকে সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
১৩) কোন রাজ্য প্রথম মহিলা ড্রাইভার ট্রেন চালনা শুরু করেছে?
A) দিল্লি
B) পশ্চিমবঙ্গ
C) উত্তরপ্রদেশ
D) মহারাষ্ট্র
✅ উত্তর: B) পশ্চিমবঙ্গ
ব্যাখ্যা: কলকাতা মেট্রোতে প্রথমবার এক মহিলা ড্রাইভার পুরোপুরি ট্রেন চালিয়ে নজির গড়েছেন।
১৪) কোন দিন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়?
A) ৫ জুন
B) ২৮ জুলাই
C) ১ মে
D) ৮ সেপ্টেম্বর
✅ উত্তর: A) ৫ জুন
ব্যাখ্যা: পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
১৫) সম্প্রতি কোন দেশ NATO-তে যোগদান করেছে?
A) ইউক্রেন
B) সুইডেন
C) জর্জিয়া
D) সার্বিয়া
✅ উত্তর: B) সুইডেন
ব্যাখ্যা: সুইডেন ২০২৪ সালে NATO জোটে যোগ দেয়, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর।
১৬) ভারতের প্রথম AI সিটি কোথায় গঠিত হবে?
A) বেঙ্গালুরু
B) পুনে
C) হায়দরাবাদ
D) গুরুগ্রাম
✅ উত্তর: D) গুরুগ্রাম
ব্যাখ্যা: হরিয়ানার গুরুগ্রাম হবে ভারতের প্রথম AI ভিত্তিক স্মার্ট সিটি।
RRB NTPC Previous Year Question in Bengali
১৭) কোন দেশ ২০২৫ সালের আন্তর্জাতিক EXPO আয়োজন করবে?
A) জাপান
B) ইটালি
C) সংযুক্ত আরব আমিরাত
D) ভারত
✅ উত্তর: A) জাপান
ব্যাখ্যা: ২০২৫ সালের ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হবে জাপানের ওসাকা শহরে।
১৮) ভারতের কোন স্টেট প্রথম ১০০% হাইড্রোজেন ট্রেন চালু করেছে?
A) হরিয়ানা
B) উত্তরপ্রদেশ
C) গুজরাট
D) পাঞ্জাব
✅ উত্তর: C) গুজরাট
ব্যাখ্যা: গুজরাটে ট্রায়াল হিসেবে ১০০% হাইড্রোজেন ট্রেন চালানো হয়েছে, যা পরিবেশ বান্ধব।
১৯) সম্প্রতি ‘বিশ্ব বই দিবস’ কবে পালিত হয়েছে?
A) ১৪ ফেব্রুয়ারি
B) ২৩ এপ্রিল
C) ১ জুন
D) ৩০ মে
✅ উত্তর: B) ২৩ এপ্রিল
ব্যাখ্যা: প্রতি বছর ২৩ এপ্রিল ‘বিশ্ব বই দিবস’ পালন করা হয় পাঠাভ্যাস ও সাহিত্যকে উৎসাহিত করতে।
২০) ভারতের নতুন সেনাপ্রধান (COAS) ২০২৫ সালের জন্য কে?
A) অনিল চৌহান
B) জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
C) বিপিন রাওয়াত
D) মনোজ পান্ডে
✅ উত্তর: B) জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
ব্যাখ্যা: জুন ২০২৫ থেকে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতের নতুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
Railway NTPC Question Sets | |
---|---|
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১ | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2 | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1 | Click Here |