এক নজরে
রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন অনুসরণ করে নিয়মিত প্রকাশিত হচ্ছে রেলওয়ে NTPC প্র্যাক্টিস সেট। রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিগত বছরের Question Pattern অনুযায়ী আজকের এই প্র্যাকটিস সেটটি তৈরী করা হয়েছে। মোট ২০ টি বাছাই করা Current Affairs প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে এখানে।
Railway NTPC Practice Set in bengali PDF
পশ্চিমবঙ্গের রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল চাকরিপ্রার্থীদের জন্য প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরী করা হয়েছে। আপনারা যদি রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষা প্রস্তুতির জন্য এইরকম পিডিএফ পেতে চান, তাহলে এই এই পোস্টটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা পোস্টটি শেয়ার করলে আমরা প্রতিদিন পোস্ট আপডেট করার জন্য উৎসাহী হবো। এর পাশাপাশি অন্যান্য এমনই প্র্যাকটিস সেট পাওয়ার জন্য EXAM BANGLA র টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
RRB NTPC Graduate Level Mock Test (Set- 14):
১. ২০২৫ সালের জানুয়ারিতে ভারতের নতুন নির্বাচন কমিশনার হিসেবে কে নিযুক্ত হন?
ক) অরুণ গোয়েল
খ) গিরিশ চন্দ্র মুর্মু
গ) গোপাল কৃষ্ণ দ্বিবেদী
ঘ) রাজীব কুমার
✔ উত্তর: গ) গোপাল কৃষ্ণ দ্বিবেদী
ব্যাখ্যা: জানুয়ারি ২০২৫-এ গোপাল কৃষ্ণ দ্বিবেদী ভারতের নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন।
২. ২০২৫ সালে প্রথম বারের মত কোন দেশে আন্তর্জাতিক G20 যুব সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক) ব্রাজিল
খ) ভারত
গ) দক্ষিণ আফ্রিকা
ঘ) রাশিয়া
✔ উত্তর: ক) ব্রাজিল
ব্যাখ্যা: ২০২৫ সালে ব্রাজিল G20-এর সভাপতি দেশ হিসেবে আন্তর্জাতিক যুব সম্মেলনের আয়োজন করে।
৩. ‘বাজেট ২০২৫’ অনুযায়ী কৃষি খাতে কত বরাদ্দ ঘোষণা করা হয়েছে?
ক) ₹১.৩ লক্ষ কোটি
খ) ₹১.৭ লক্ষ কোটি
গ) ₹২.১ লক্ষ কোটি
ঘ) ₹২.৫ লক্ষ কোটি
✔ উত্তর: খ) ₹১.৭ লক্ষ কোটি
ব্যাখ্যা: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বাজেট ২০২৫-এ ₹১.৭ লক্ষ কোটি বরাদ্দ ঘোষণা করা হয়েছে।
৪. কোন ভারতীয় বিজ্ঞানী ২০২৫ সালে ‘অ্যাবেল পুরস্কার’ লাভ করেন?
ক) আশুতোষ শর্মা
খ) মানিন্দ্র আগরওয়াল
গ) সঞ্জীব ভার্গব
ঘ) নভীন আগরওয়াল
✔ উত্তর: খ) মানিন্দ্র আগরওয়াল
ব্যাখ্যা: গাণিতিক গবেষণায় অসামান্য অবদানের জন্য মানিন্দ্র আগরওয়াল ২০২৫ সালে অ্যাবেল পুরস্কার পান।
৫. ২০২৫ সালে ভারতের ১ম মহিলা চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) কে হন?
ক) মধুলিকা রাও
খ) অঞ্জু বালা
গ) প্রতিভা সিং
ঘ) নীলা অমৃতরাজ
✔ উত্তর: ক) মধুলিকা রাও
ব্যাখ্যা: মধুলিকা রাও ২০২৫ সালে ভারতের প্রথম মহিলা CDS হন, যা দেশের ইতিহাসে একটি মাইলফলক।
RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇
৬. ২০২৫ সালে ‘ভারত অলিম্পিয়াড মিশন’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে?
ক) রোহিত শর্মা
খ) নীরজ চোপড়া
গ) পিভি সিন্ধু
ঘ) মীরাবাঈ চানু
✔ উত্তর: গ) পিভি সিন্ধু
ব্যাখ্যা: অলিম্পিক প্রচারের জন্য ২০২৫ সালে পিভি সিন্ধুকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়।
৭. ২০২৫ সালের জানুয়ারিতে কোন ভারতীয় চলচ্চিত্রটি ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার জিতে?
ক) পাঠান
খ) রকি অউর রানি
গ) কান্তারা ২
ঘ) মারাঠি ছবি “ভাষা”
✔ উত্তর: ঘ) মারাঠি ছবি “ভাষা”
ব্যাখ্যা: ভাষাগত সংহতির উপর ভিত্তি করে এই মারাঠি ছবিটি গোল্ডেন গ্লোব জিতে নেয়।
৮. ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসে কোন বিদেশি নেতা প্রধান অতিথি ছিলেন?
ক) এমমানুয়েল ম্যাক্রোঁ
খ) জো বাইডেন
গ) জাস্টিন ট্রুডো
ঘ) সিরিল রামাফোসা
✔ উত্তর: ক) এমমানুয়েল ম্যাক্রোঁ
ব্যাখ্যা: ফরাসি রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রোঁ প্রজাতন্ত্র দিবস ২০২৫-এর প্রধান অতিথি ছিলেন।
৯. কোন রাজ্য সরকার ২০২৫ সালে “মহিলা সম্মান যোজনা” চালু করে?
ক) মধ্যপ্রদেশ
খ) উত্তরপ্রদেশ
গ) মহারাষ্ট্র
ঘ) হরিয়ানা
✔ উত্তর: ক) মধ্যপ্রদেশ
ব্যাখ্যা: নারীর আর্থিক ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রদেশ সরকার এই প্রকল্প চালু করে।
১০. ২০২৫ সালের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত পরিবেশবিদ কে?
ক) সুনীতা নারায়ণ
খ) জ্যোৎস্না যাদব
গ) অমিতাভ গুহ
ঘ) রাকেশ রাও
✔ উত্তর: ক) সুনীতা নারায়ণ
ব্যাখ্যা: পরিবেশ আন্দোলনের অবদানের জন্য সুনীতা নারায়ণ ২০২৫ সালের পদ্মশ্রী পান।
১১. ২০২৫ সালে ISRO কোন নতুন গ্রহ অনুসন্ধান মিশন শুরু করে?
ক) শুক্র অভিযান (Shukrayaan)
খ) চন্দ্রযান-৪
গ) মঙ্গলযান-২
ঘ) ইউরেনাস অভিযান
✔ উত্তর: ক) শুক্র অভিযান (Shukrayaan)
ব্যাখ্যা: শুক্র গ্রহের বায়ুমণ্ডল ও জলবায়ু বিশ্লেষণের জন্য ISRO ২০২৫ সালে Shukrayaan শুরু করে।
১২. কোন রাজ্য ২০২৫ সালে “ডিজিটাল লাইব্রেরি ভ্যান” প্রকল্প চালু করে?
ক) পশ্চিমবঙ্গ
খ) ওডিশা
গ) কেরালা
ঘ) রাজস্থান
✔ উত্তর: খ) ওডিশা
ব্যাখ্যা: শিক্ষার সুযোগ প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে ওডিশা সরকার এই ডিজিটাল প্রকল্প চালু করে।
১৩. ভারতের নতুন বিমানবাহিনী প্রধান হিসেবে ২০২৫ সালে কে নিযুক্ত হন?
ক) অমিত দেশপান্ডে
খ) বীরেন্দ্র সিং ধিলোঁ
গ) একে ভার্মা
ঘ) সঞ্জয় রাও
✔ উত্তর: খ) বীরেন্দ্র সিং ধিলোঁ
ব্যাখ্যা: এয়ার মার্শাল বীরেন্দ্র সিং ধিলোঁ ২০২৫ সালে বিমানবাহিনীর প্রধান হন।
১৪. ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কোন দেশ SCO-এর সভাপতিত্ব পায়?
ক) রাশিয়া
খ) চীন
গ) ভারত
ঘ) কাজাখস্তান
✔ উত্তর: ঘ) কাজাখস্তান
ব্যাখ্যা: ২০২৫ সালে Shanghai Cooperation Organization (SCO)-এর সভাপতি হয় কাজাখস্তান।
RRB NTPC Previous Year Question in Bengali
১৫. ২০২৫ সালের “সেরা আন্তর্জাতিক ক্রিকেটার” ICC পুরস্কার কে পেয়েছেন?
ক) বিরাট কোহলি
খ) বাবর আজম
গ) ট্র্যাভিস হেড
ঘ) জশ হ্যাজেলউড
✔ উত্তর: গ) ট্র্যাভিস হেড
ব্যাখ্যা: ২০২৫ সালে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ট্র্যাভিস হেড ICC কর্তৃক সম্মানিত হন।
১৬. “Viksit Bharat@2047” মিশনের নেতৃত্ব দিচ্ছেন কোন সংস্থা?
ক) পরিকল্পনা কমিশন
খ) ভারতের অর্থ মন্ত্রণালয়
গ) ক্যাবিনেট সচিবালয়
ঘ) নীতি আয়োগ
✔ উত্তর: ঘ) নীতি আয়োগ
ব্যাখ্যা: ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নীতি আয়োগ Viksit Bharat@2047 পরিচালনা করছে।
১৭. “ভারত প্রযুক্তি উৎসব ২০২৫” কোথায় অনুষ্ঠিত হয়?
ক) ব্যাঙ্গালোর
খ) নয়াদিল্লি
গ) হায়দরাবাদ
ঘ) পুনে
✔ উত্তর: ক) ব্যাঙ্গালোর
ব্যাখ্যা: প্রযুক্তি ও উদ্ভাবনের আন্তর্জাতিক উৎসব হিসেবে ২০২৫ সালের ভারত প্রযুক্তি উৎসব ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হয়।
১৮. কোন ভারতীয় রাজ্য ২০২৫ সালে “গ্রিন বাজেট” পেশ করে?
ক) তামিলনাড়ু
খ) কেরালা
গ) গুজরাট
ঘ) দিল্লি
✔ উত্তর: ঘ) দিল্লি
ব্যাখ্যা: পরিবেশ বান্ধব বাজেট হিসেবে দিল্লি সরকার ২০২৫ সালে প্রথম “গ্রিন বাজেট” পেশ করে।
১৯. ২০২৫ সালের জানুয়ারিতে চালু হওয়া “নতুন সংসদ অধিবেশন ব্যবস্থাপনা অ্যাপ”-এর নাম কী?
ক) সংসদ সেবা
খ) আইন সদন
গ) ভারত বিধান
ঘ) সংসদ মিত্র
✔ উত্তর: ঘ) সংসদ মিত্র
ব্যাখ্যা: সংসদ কার্য পরিচালনার জন্য সংসদ মিত্র নামে একটি নতুন অ্যাপ চালু করা হয়।
২০. ২০২৫ সালে আয়োজিত “ভারত-আফ্রিকা সামিট”-এর থিম কী ছিল?
ক) Harmony & Growth
খ) Together for Peace
গ) Shared Future: Sustainable Prosperity
ঘ) Digital Partnership
✔ উত্তর: গ) Shared Future: Sustainable Prosperity
ব্যাখ্যা: এই থিমের অধীন ভারত ও আফ্রিকা দেশগুলির মধ্যে অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামাজিক সহযোগিতা বৃদ্ধি পায়।
Railway NTPC Question Sets | |
---|---|
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১ | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2 | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1 | Click Here |