এক নজরে
রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন অনুসরণ করে নিয়মিত প্রকাশিত হচ্ছে রেলওয়ে NTPC প্র্যাক্টিস সেট। রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিগত বছরের Question Pattern অনুযায়ী আজকের এই প্র্যাকটিস সেটটি তৈরী করা হয়েছে। মোট ২০ টি বাছাই করা Current Affairs প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে এখানে।
Railway NTPC Practice Set in bengali PDF
পশ্চিমবঙ্গের রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল চাকরিপ্রার্থীদের জন্য প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরী করা হয়েছে। আপনারা যদি রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষা প্রস্তুতির জন্য এইরকম পিডিএফ পেতে চান, তাহলে এই এই পোস্টটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা পোস্টটি শেয়ার করলে আমরা প্রতিদিন পোস্ট আপডেট করার জন্য উৎসাহী হবো। এর পাশাপাশি অন্যান্য এমনই প্র্যাকটিস সেট পাওয়ার জন্য EXAM BANGLA র টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
RRB NTPC Graduate Level Mock Test (Set- 15):
১. নিচের মধ্যে কোন নদী গঙ্গার উপনদী নয়?
A) গোমতী
B) যমুনা
C) চম্বল
D) ঘাঘরা
✔ উত্তর: C) চম্বল
ব্যাখ্যা: চম্বল নদী যমুনার উপনদী, তাই এটি গঙ্গার সরাসরি উপনদী নয়।
২. ‘ভারত ছাড়ো আন্দোলন’ কবে শুরু হয়?
A) ১৯৪২
B) ১৯৩৫
C) ১৯৪৭
D) ১৯৪০
✔ উত্তর: A) ১৯৪২
ব্যাখ্যা: মহাত্মা গান্ধীর নেতৃত্বে ‘ভারত ছাড়ো আন্দোলন’ ৮ আগস্ট ১৯৪২ সালে শুরু হয়।
৩. ‘পঞ্চায়েত রাজ’ ব্যবস্থার সূচনা কোন রাজ্যে প্রথম হয়?
A) বিহার
B) রাজস্থান
C) কেরালা
D) তামিলনাড়ু
✔ উত্তর: B) রাজস্থান
ব্যাখ্যা: ১৯৫৯ সালে রাজস্থানের নাগৌর জেলায় প্রথম পঞ্চায়েত রাজ চালু হয়।
৪. ভারতের সংবিধানের মোট কতটি অনুচ্ছেদ রয়েছে?
A) ৩৯৫
B) ৪২০
C) ৩৭৮
D) ৩৯৮
✔ উত্তর: A) ৩৯৫
ব্যাখ্যা: ১৯৫০ সালে কার্যকর সংবিধানে মোট ৩৯৫টি অনুচ্ছেদ ছিল (বর্তমানে আরও বেড়েছে)।
৫. ‘চিপকো আন্দোলন’ কীসের সঙ্গে সম্পর্কিত?
A) কর সংক্রান্ত
B) বন সংরক্ষণ
C) শ্রমিক অধিকার
D) শিক্ষার অধিকার
✔ উত্তর: B) বন সংরক্ষণ
ব্যাখ্যা: ১৯৭০-এর দশকে উত্তরাখণ্ডে এই আন্দোলন বন কাটার বিরুদ্ধে হয়েছিল।
RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇
৬. রাষ্ট্রপতি নির্বাচনে ন্যূনতম বয়স কত?
A) ২৫ বছর
B) ৩০ বছর
C) ৩৫ বছর
D) ৪০ বছর
✔ উত্তর: C) ৩৫ বছর
ব্যাখ্যা: সংবিধান অনুসারে রাষ্ট্রপতি হতে হলে প্রার্থীর বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে।
৭. ‘রবীন্দ্রনাথ ঠাকুর’ কোন ভাষায় প্রথম নোবেল পান?
A) বাংলা
B) ইংরেজি
C) হিন্দি
D) ফরাসি
✔ উত্তর: B) ইংরেজি
ব্যাখ্যা: “Gitanjali” এর ইংরেজি অনুবাদের জন্য ১৯১৩ সালে নোবেল পান।
৮. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
A) প্রতিভা পাটিল
B) ইন্দিরা গান্ধী
C) সরোজিনী নাইডু
D) মীরা কুমার
✔ উত্তর: B) ইন্দিরা গান্ধী
ব্যাখ্যা: ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন।
৯. ‘দুধের দুলাভাই’ উপাধি কোন নেতার সঙ্গে যুক্ত?
A) জওহরলাল নেহরু
B) লাল বাহাদুর শাস্ত্রী
C) সর্দার বল্লভভাই প্যাটেল
D) ড. রাজেন্দ্র প্রসাদ
✔ উত্তর: C) সর্দার বল্লভভাই প্যাটেল
ব্যাখ্যা: ভারতের একীকরণে অবদানের জন্য তাকে “India’s Iron Man” বলা হয়, তবে “দুধের দুলাভাই” একটি উপহাসমূলক বিশেষণ ছিল।
১০. ভারতের জাতীয় পতাকার ডিজাইনার কে?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) বিনায়ক দামোদর সাভারকার
C) পিংগলি বেঙ্কাইয়া
D) সুভাষ চন্দ্র বসু
✔ উত্তর: C) পিংগলি বেঙ্কাইয়া
ব্যাখ্যা: তিনি ১৯২১ সালে জাতীয় পতাকার মূল নকশা প্রস্তুত করেন।
১১. ‘প্ল্যানিং কমিশন’ কবে গঠিত হয়?
A) ১৯৪৭
B) ১৯৫০
C) ১৯৫২
D) ১৯৫৫
✔ উত্তর: B) ১৯৫০
ব্যাখ্যা: ১৫ মার্চ ১৯৫০ সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়।
১২. বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়?
A) ৫ জুন
B) ১১ জুলাই
C) ১ মে
D) ২৪ অক্টোবর
✔ উত্তর: B) ১১ জুলাই
ব্যাখ্যা: জনসংখ্যা সমস্যা বিষয়ে সচেতনতা বাড়াতে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়।
১৩. ‘সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?’
A) পৃথিবী
B) শনি
C) বৃহস্পতি
D) মঙ্গল
✔ উত্তর: C) বৃহস্পতি
ব্যাখ্যা: এটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং এতে সবচেয়ে বেশি চাঁদও রয়েছে।
১৪. ‘ডাকটিকিটে প্রথমবার কোন ব্যক্তির ছবি ছাপা হয় ভারতে?’
A) নেতাজী
B) গান্ধীজী
C) রানি লক্ষ্মীবাই
D) জওহরলাল নেহরু
✔ উত্তর: B) গান্ধীজী
ব্যাখ্যা: ১৯৪৮ সালে মহাত্মা গান্ধীর ছবিসহ প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়।
১৫. ‘উইন্ডোজ’ অপারেটিং সিস্টেম কোন কোম্পানি তৈরি করেছে?
A) Apple
B) Microsoft
C) Google
D) Intel
✔ উত্তর: B) Microsoft
ব্যাখ্যা: Microsoft Corporation এর তৈরি এই OS বিশ্বজুড়ে ব্যবহৃত হয়।
RRB NTPC Previous Year Question in Bengali
১৬. ‘মাউন্ট এভারেস্ট’ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত?
A) সহ্যাদ্রি
B) হিমালয়
C) আরাবল্লী
D) নীলগিরি
✔ উত্তর: B) হিমালয়
ব্যাখ্যা: মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালার অংশ এবং এটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ।
১৭. ‘গুগল’ কোন দেশের কোম্পানি?
A) চীন
B) ভারত
C) আমেরিকা
D) জার্মানি
✔ উত্তর: C) আমেরিকা
ব্যাখ্যা: Google একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি কোম্পানি, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত।
১৮. ‘UNESCO’-এর সদর দফতর কোথায়?
A) নিউ ইয়র্ক
B) লন্ডন
C) প্যারিস
D) জেনেভা
✔ উত্তর: C) প্যারিস
ব্যাখ্যা: ইউনেস্কো (UNESCO)-র সদর দফতর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
১৯. পেরিয়ার প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?
A) তামিলনাড়ু
B) কেরালা
C) কর্ণাটক
D) মহারাষ্ট্র
✔ উত্তর: B) কেরালা
ব্যাখ্যা: পেরিয়ার বাঁধ কেরালার ইদুক্কি জেলায় অবস্থিত।
২০. ‘বুলেট ট্রেন’ প্রথম চালু হয় কোন দেশে?
A) চীন
B) জাপান
C) জার্মানি
D) কোরিয়া
✔ উত্তর: B) জাপান
ব্যাখ্যা: ১৯৬৪ সালে টোকিও-ওসাকা লাইনে জাপান বুলেট ট্রেন চালু করে।
Railway NTPC Question Sets | |
---|---|
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২ | Click Here |
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১ | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2 | Click Here |
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1 | Click Here |