চাকরির খবর

মাধ্যমিক পাশে ব্যাংকে চাকরি, কীভাবে আবেদন করবেন দেখুন

Share

আপনি কি মাধ্যমিক পাশের উপরে সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর! মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা গোটা দেশজুড়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখায় অফিস অ্যাটেনডেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে। Reserve Bank of India Office Attendant Recruitment 2021.

RBI Office Attendant Recruitment

Reserve Bank of India invites applications from eligible candidates for 841 posts of “Office
Attendant” in various offices of the Bank.

পদের নাম

অফিস অ্যাটেনডেন্ট (Office Attendant).

মোট শূন্যপদ

ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যে অফিস অ্যাটেনডেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে মোট শূন্যপদের সংখ্যা 841 টি। যাদের মধ্যে জেনারেল- 454, EWS- 76, OBC- 211, ST- 75, SC- 25.

গোটা দেশজুড়ে ভারতীয় রিজার্ভ ব্যাংকের বিভিন্ন শাখায় এই কর্মী নিয়োগ করা হবে। কোথায় কত শূন্য পদ নীচে দেওয়া হল- কলকাতা- 35, আমেদাবাদ- 50, ব্যাঙ্গালোর- 28, ভোপাল- 25, ভুবনেশ্বর- 24, চন্ডিগড়- 31, চেন্নাই- 71, গুয়াহাটি- 38, হায়দ্রাবাদ- 57, জম্মু- 9, জয়পুর- 43, কানপুর- 69, মুম্বাই- 202, নাগপুর- 55, নতুন দিল্লি- 50, পাটনা- 28, তিরুবন্তপুরম- 26।

বয়স সীমা

অফিস অ্যাটেনডেন্ট (Office Attendant) পদে আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 01/02/2021 তারিখের হিসাবে। সংরক্ষিত আসনের প্রার্থীরা (যেমন- SC/ ST/ OBC/ PWD/ Ex-servicemen) সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

ভারতীয় রিজার্ভ ব্যাংকের অফিস অ্যাটেনডেন্ট পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাশ করে থাকতে হবে। WBBSE অনুমোদিত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সরকার অনুমোদিত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা এই পদে আবেদন করতে পারবেন না।

বেতনক্রম

শুরুতেই প্রতিমাসে বেতন Rs. 26,508/-

নিয়োগ পদ্ধতি

নিয়োগ করা হবে দুটি ধাপে। 1. Online Test, 2. Language Proficiency Test (LPT), পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের ক্ষেত্রে LPT বাংলা ভাষায় হবে।

1. Online Test- অনলাইনে পরীক্ষা হবে মোট 120 নম্বরের। প্রশ্নের সংখ্যা 120 টি। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান এক। প্রশ্নপত্র হবে ইংরেজি এবং হিন্দি ভাষায়। পরীক্ষার সময় সীমা 90 মিনিট। নেগেটিভ মার্কিং 1/4, অর্থাৎ চারটি প্রশ্নের উত্তর ভুল হলে 1 নম্বর কেটে নেওয়া হবে।

Online Test পরীক্ষায় যেসব বিষয় থেকে প্রশ্ন আসবে সেগুলো হলো-

  • Reasoning- 30 Marks.
  • General English- 30 Marks.
  • General Awareness- 30 Marks.
  • Numerical Ability- 30 Marks.

Online Test পরীক্ষা হবে 2021 সালের এপ্রিল কিংবা মে মাস নাগাদ।

2. Language Proficiency Test (LPT)- যেসব প্রার্থীরা অনলাইন টেস্টে উত্তীর্ণ হবেন, কেবল সেই সব প্রার্থীরা ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্টে বসতে পারবেন। আর এই দ্বিতীয় ধাপের Language Proficiency Test কেবল পাশ করতে হবে।

পরীক্ষা কেন্দ্র

এই পোস্টের শুরুতেই আপনাদের জানানো হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে পরীক্ষা কেন্দ্র গুলি হল- আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বহরমপুর (মুর্শিদাবাদ)।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে। www.rbi.org.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করা যায় 24 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ, 2021 তারিখ পর্যন্ত। আবেদন করার সময় পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। ফটোর হতে হবে 4.5 cm × 3.5 cm, ফটোর সাইজ হবে 20- 50 KB -এর মধ্যে। পাশাপাশি একটি সাদা কাগজে কালো কালির বল পেনে Signature করে স্ক্যান করে আপলোড করতে হবে। Signature Size 10- 20 KB-এর‌ মধ্যে।

আবেদন ফি

General/ EWS/ OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে মোট Rs. 450/- টাকা। এবং SC/ ST/ PWD/ Ex-servicemen শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে Rs. 50/- টাকা।

Download Notice

This post was last modified on February 25, 2021 10:29 am

সর্ব শেষ প্রকাশিত

ভারতের জাতীয় প্রতীক | National Symbol of India

ভারতের জাতীয় প্রতীক: ১৯৪৭ সালে তদানীন্তন ব্রিটিশ সরকারের থেকে দেশ ভাগের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে…

6 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 14 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

9 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১০

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

24 hours ago

এক সপ্তাহের মধ্যেই ৫০ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা! রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া চমক

চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে। "৫০ শতাংশ ডিএ…

1 day ago

মাধ্যমিক পাশে সেরা কয়েকটি স্কলারশিপ! আবেদন শুরু হয়েগেছে এই সমস্ত স্কলারশিপের জন্য

মাধ্যমিক ফল প্রকাশের পর কয়েকটা দিন সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এবারের মাধ্যমিক…

1 day ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 13 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 day ago