শিক্ষার খবর

কোচিংয়ে না পড়েই UPSC সফল ‘তেজস্বী’ মেয়ে! দ্বিতীয়বার পরীক্ষা দিয়েই IAS অফিসার

Advertisement

ভারত তথা বিশ্বের কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হলো UPSC। এই পরীক্ষায় পাশ করলে আইএএস (IAS) ও আইপিএস (IPS) এর মতো গুরুত্বপূর্ণ পদে চাকরি পাওয়া যায়। এহেন কঠিন পরীক্ষাতে কোনোও কোচিং ছাড়াই সাফল্য এনে নজির গড়ছেন হরিয়ানায় মেয়ে তেজস্বী রানা। বর্তমানে কালিম্পংয়ে আইএএস (IAS) অফিসার পদে কর্মরত তিনি।

হরিয়ানার কুরুক্ষেত্রের বাসিন্দা তেজস্বী রানা। ছোটবেলা থেকে আগ্রহ ছিল ইঞ্জিনিয়ারিংয়ে। দ্বাদশ শ্রেণী পাশের পর জেইই মেন পরীক্ষায় বসেন তিনি। এরপর জেইই অ্যাডভান্সড পরীক্ষায় পাশ করে আইআইটি কানপুরে ভর্তি হন তেজস্বী। আইআইটি কানপুরে পঠনপাঠন চলাকালীন ইউপিএসসি সভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি গ্রহণ শুরু করেন তিনি। ২০১৫ সালে প্রথমবারের জন্য ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন। তবে প্রিলিমসে উত্তীর্ণ হলেও মেন পরীক্ষায় পাশ করতে পারেননি। ২০১৬ সাল নাগাদ ফের পরীক্ষায় বসেন তেজস্বী। আর এই সর্বভারতীয় পরীক্ষায় ১২ র্যাঙ্ক করে নজরকাড়া সাফল্য অর্জন করেন তেজস্বী রানা।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্টাফ নিয়োগ

তবে কোচিং ছাড়া কিভাবে এই কঠিন পরীক্ষার প্রস্তুতি? তেজস্বী জানিয়েছেন, ইউপিএসসির সিলেবাস দেখে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত এনসিইআরটির বই জোগাড় করেন তিনি। নিজেও নোট রাখতেন বিভিন্ন বিষয়ে। নিজেই টেস্ট নিয়ে নিজের উত্তরপত্র মূল্যায়ন করতেন। আর এভাবেই কঠিন অধ্যাবসায় ও জেদের দ্বারা কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। তাঁর অধ্যাবসায়ের কাহিনী নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে বর্তমান পড়ুয়াদের।

UPSC

Related Articles