চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

গ্র্যাজুয়েশন পাশে সুপ্রিম কোর্টে চাকরির সুযোগ, প্রতিমাসে বেতন পাবেন ৩৫ হাজার টাকা

চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল ভারতের শীর্ষ আদালত। ভারতবর্ষের সুপ্রিম কোর্টে কাজ করার সুযোগ চাকরি প্রার্থীদের কাছে স্বপ্নের মত। এবারে এই স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সরাসরি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে যে কোন বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই চাকরিপ্রার্থীরা আবেদনের সুযোগ পাচ্ছেন। পদের নাম, বেতন সীমা, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতির এবং শূন্য পদের বিবরণ সংক্রান্ত সমস্ত তথ্যই চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সমস্ত তথ্য বিশদে জানার জন্য অবশ্যই পড়বেন আজকের প্রতিবেদনটি।

[quads id=16]

নিয়োগ কারী সংস্থা- সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া।

পদের নাম- জুনিয়র কোর্ট এসিস্ট্যান্ট, গ্রুপ বি (নন গেজেটেড)
শূন্যপদের সংখ্যা- ২৪১ টি।

বয়স সীমা- ০৮/০৩/২০২৫ তারিখের হিসাবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সী চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। যেহেতু এটি সরকারি নিয়োগ সেই কারণে চাকরিপ্রার্থীদের সংরক্ষণের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় দেওয়া হবে।

আরও পড়ুনঃ গ্র্যাজুয়েশন পাশে চাকরি খুঁজছেন? ক্রেডিট অফিসার পদে লোক নিচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া

শিক্ষাগত যোগ্যতা- উল্লেখিত পদে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্ততপক্ষে গ্রাজুয়েশন ডিগ্রি রয়েছে এমন চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি এই পদে নিযুক্ত হওয়ার জন্য কর্মীদের কম্পিউটারের সাধারণ জ্ঞান এবং টাইপিং এর দক্ষতা থাকতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, প্রতি মিনিটে ৩৫ শব্দ টাইপ করার দক্ষতা থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা।

[quads id=16]

মাসিক বেতন কাঠামো- কেন্দ্রীয় সরকারের বেতনক্রম ৬ অনুসারে নিয়োগের প্রথম মাস থেকেই মুল বেতন হিসাবে ৩৫,৪০০/- টাকা বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। এর পাশাপাশি একাধিক সরকারি সুযোগ-সুবিধা মিলিয়ে প্রতিমাসে মোট বেতনের পরিমাণ হবে প্রায় ৭২,০৪০/- টাকা।

আবেদন পদ্ধতি- ভারতের শীর্ষ আদালতের www.sci.gov.in -এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে। চাকরিপ্রার্থীরা অবশ্যই আবেদনের সময় আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, জাতিগত প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যথাযথ সাইজ মেনে আপলোড করবেন। সব শেষে আবেদন মূল্য প্রদান করলে আবেদনটি আদালতের পক্ষ থেকে গ্রহণ করা হবে। আবেদনটি আবশ্যিকভাবে ০৮/০৩/২০২৫ তারিখের মধ্যে সেরে ফেলতে হবে।

আবেদন মূল্য- সাধারণ, OBC এবং EWS চাকরি প্রার্থীদের জন্য ১০০০ টাকা এবং SC, ST, Ex- Seviceman চাকরি প্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদনমূল্য নির্ধারণ করা হয়েছে।

[quads id=16]

আরও পড়ুনঃ রেলওয়ে গ্ৰুপ- ডি বিগত বছরের প্রশ্নোত্তর পিডিএফ

নিয়োগ পদ্ধতি- প্রথমে একটি অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা এবং কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরি প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের টাইপিং দক্ষতা পরীক্ষা করা হবে এবং তারপর একটি বিস্তারিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই যোগ্য চাকরিপ্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগ করবে ভারতের শীর্ষ আদালত।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ