TET 2014: টেট উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট ইস্যু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ

হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অতি শীঘ্রই ২০১৪ সালের টেট (TET) উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। হাইকোর্টে পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, ৩০শে এপ্রিলের মধ্যে টেট (TET) উত্তীর্ণ সার্টিফিকেট পেয়ে যাবেন প্রার্থীরা। তবে ৩০শে এপ্রিলের দুদিন আগেই ২০১৪ সালের টেট (TET) উত্তীর্ণ অধিকাংশ প্রার্থীর সার্টিফিকেট ইস্যু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

গত বছরের ৩০শে মে থেকে চলতি বছরের ১৬ই মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা প্রার্থীদের টেট (TET) সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। প্রার্থীরা পর্ষদের দুটি ওয়েবসাইট (www.wbbpe.org) এবং (https://wbprimaryeducation.org) থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন। বিকেল চারটে থেকে ডাউনলোড করা যাচ্ছে সার্টিফিকেট। সূত্রের খবর, যাঁরা আবেদন করেননি, তাঁদের জন্য ফের আবেদনের সুযোগ দেওয়া হবে। এছাড়া হাইকোর্টের নির্দেশে সংরক্ষিত শ্রেণীভুক্ত ৮২ পাওয়া টেট (TET) উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট শীঘ্রই ইস্যু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট ঘোষণার তারিখ প্রকাশ করল পর্ষদ

প্রসঙ্গত, ২০১৪ সালের পরীক্ষার পর দীর্ঘদিন কেটে গেলেও টেট (TET) সার্টিফিকেট না পাওয়ার দাবি তুলছিলেন পরীক্ষার্থীরা। এই বিলম্বের কারণ হিসেবে পর্ষদ সভাপতি জানান, আদালতে মামলার ভয়ে পুরনো কনফিডেন্সিয়াল কোম্পানি শংসাপত্র দিতে নারাজ থাকায় বিকল্প হিসেবে আরেকজন কনফিডেন্সিয়াল প্রসেসরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কারণে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত হাইকোর্টের কাছ থেকে সময় চেয়ে নেয় পর্ষদ।পর্ষদ সভাপতি আশাবাদী ছিলেন, এই সময়সীমার মধ্যে অধিকাংশ প্রার্থী টেট সার্টিফিকেট পেয়ে যাবেন। আর সেই অনুযায়ী তৎপরতা গ্রহণ করা হয়েছে।

TET

Official Notification: Download Now