মাতৃভাষায় পঠনপাঠনে গুরুত্ব আরোপ! ‘স্থানীয় ভাষায় উত্তর লিখতে দেওয়া হোক পড়ুয়াদের’ অনুরোধ ইউজিসির

মাতৃভাষায় পঠনপাঠনে গুরুত্ব আরোপ

পড়ুয়াদের মাতৃভাষায় পঠনপাঠনে গুরুত্ব আরোপ করলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (UGC)। দেশের সমস্ত শাখায় আন্ডার গ্র্যাজুয়েট (UG) ও পোস্ট গ্র্যাজুয়েট (PG) কোর্স স্থানীয় ভাষায় নির্মাণে জোর দিলেন ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার। তাঁর বক্তব্য, ইউনিভার্সিটি কোর্স প্রোগ্রাম ইংরেজিতে হলেও স্থানীয় ভাষায় উত্তর লিখতে দেওয়া হোক পড়ুয়াদের।

এম জগদীশ কুমার জানান, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা হলেও পড়ুয়ারা যাতে স্থানীয় বা মাতৃভাষায় পরীক্ষায় উত্তর লেখার ক্ষমতা রাখেন সে দিকে জোর দিতে হবে। এর পাশাপাশি মাতৃভাষায় পাঠ্যবই লেখার কথা বলেন তিনি। তাঁর মতে, অন্য ভাষা থেকেও মাতৃভাষায় বই অনুবাদ করা সম্ভব। সূত্রের খবর, গত বছর ডিসেম্বরে এম জগদীশ কুমার আন্তর্জাতিক বিভিন্ন প্রকাশনা সংস্থার সঙ্গে দেখা করেন। কিভাবে ইংরেজি ভাষা থেকে স্থানীয় ভাষায় বই অনুবাদ করা যায় সেই প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। এছাড়া মাতৃভাষায় পাঠদান করার ব্যাপারেও জোর দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ বাংলা সহ ১৩টি আঞ্চলিক ভাষায় আয়োজিত হতে চলেছে চাকরির পরীক্ষা

বর্তমানে, কেন্দ্রীয় সরকারের বেশ কিছু চাকরির পরীক্ষার প্রশ্নপত্র আঞ্চলিক ভাষায় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। CAPF নিয়োগ পরীক্ষা, এসএসসির MTS ও CHSL পরীক্ষায় তেরোটি আঞ্চলিক ভাষায় প্রশ্ন আসবে। আর এবার ইউজিসির তরফে গোটা দেশ জুড়ে কমার্স, আর্টস ও সায়েন্সে স্থানীয় ভাষায় পড়াশোনার উপর জোর দেওয়া হয়েছে। টিচিং-লার্নিং প্রসেসটি মাতৃভাষায় হওয়ার প্রয়োজনীয়তা আছে বলেই দাবি করেছেন ইউজিসি চেয়ারম্যান।

মাতৃভাষায় পঠনপাঠনে গুরুত্ব আরোপ