চাকরির খবর

ইউনিয়ন ব্যাংকে বিভিন্ন গ্রূপ-সি পদে চাকরি, দেখুন আবেদন পদ্ধতি

Share

ইউনিয়ন ব্যাংকে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। Union Bank -এর নিয়োগ সংক্রান্ত রইলো বিস্তারিত।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে চাকরি 

পদের নাম- সিনিয়র ম্যানেজার (Risk)
স্কেল/ গ্রেড- MMGS -III
শূন্যপদ- ৬০ টি।
বয়স- ০১/০৮/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- ৬০ শতাংশ নম্বর সহ অংক/ স্ট্যাটিসটিকস অথবা ইকোনমিক্স এ স্নাতকোত্তর। MBA/ PGDM অথবা GARP অথবা CFA ডিগ্রী থাকতে হবে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন/ রেটিং এজেন্সি/ ব্রোকারেজ ফার্মে ক্রেডিট রিস্ক এবং রিক্স মডেলিং-এ সংশ্লিষ্ট কাজের ওপর অন্ততপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- 63840-1990/5- 73790- 2220/2-78230

চাকরির খবরঃ আগস্ট মাসের সমস্ত চাকরির খবর

পদের নাম- ম্যানেজার (RISK)
স্কেল/ গ্রেড- MMGS – II
শূন্যপদ- ৬০ টি।
শিক্ষাগত যোগ্যতা- ৬০ শতাংশ নম্বর সহ অংক/ স্ট্যাটিসটিকস অথবা ইকোনমিক্স এ স্নাতকোত্তর। MBA/ PGDM অথবা GARP অথবা CFA ডিগ্রী থাকতে হবে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন/ রেটিং এজেন্সি/ ব্রোকারেজ ফার্মে ক্রেডিট রিস্ক এবং রিক্স মডেলিং-এ সংশ্লিষ্ট কাজের ওপর অন্ততপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- 48170-1740/1-49910- 1990/10-69810

পদের নাম- ম্যানেজার (সিভিল ইঞ্জিনিয়ার)
স্কেল/ গ্রেড- MMGS – II
শূন্যপদ- ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকার অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ B.E/ B. Tech
বেতন- 48170-1740/1-49910- 1990/10-69810

পদের নাম- ম্যানাজার (আর্কিটেক্ট)
স্কেল/ গ্রেড- MMGS – II
শূন্যপদ- ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকার অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ আর্কিটেকচারে ব্যাচেলার ডিগ্রি। সংশ্লিষ্ট ফিল্ডে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা।
বেতন- 48170-1740/1-49910- 1990/10-69810

চাকরির খবরঃ রাজ্যে মিড-ডে-মিল প্রকল্পে চাকরি

পদের নাম- ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার)
স্কেল/ গ্রেড- MMGS – II
শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ B.E/ B.Tech. সংশ্লিষ্ট ফিল্ডে অন্ততপক্ষে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা।
বেতন- 48170-1740/1-49910- 1990/10-69810

পদের নাম- ম্যানাজার (প্রিন্টিং টেকনোলজিস্ট)
স্কেল/ গ্রেড- MMGS – II
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকেঅন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ প্রিন্টিং টেকনোলজি তে B.E/B Tech সঙ্গে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা।
বেতন- 48170-1740/1-49910- 1990/10-69810

পদের নাম- ম্যানাজার (Forex)
স্কেল/ গ্রেড- MMGS – II
শূন্যপদ- ৫০ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিসিপ্লিনে স্নাতক এবং MBA/ PGDBA/ PGDBM/ PGPM/ PGDM
বেতন- 48170-1740/1-49910- 1990/10-69810

পদের নাম- ম্যানেজার (চার্টার্ড অ্যাকউন্ট্যান্ট)
স্কেল/ গ্রেড- MMGS – II
শূন্যপদ- ১৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- Chartered Accountant -এ ডিগ্রী সঙ্গে ব্যাংক/ NBFC/ FIs/ ক্রেডিট রেটিং এজেন্সি তে অন্ততপক্ষে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা।
বেতন- 48170-1740/1-49910- 1990/10-69810

চাকরির খবরঃ ইন্ডিয়ান এয়ারফোর্সে গ্রূপ-সি কর্মী নিয়োগ

বয়স- সিনিয়র ম্যানেজার পদটি ছাড়া উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ০১/০৮/২০২১ তারিখের ভিত্তিতে প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

পদের নাম- ম্যানাজার (টেকনিক্যাল অফিসার)
স্কেল/ গ্রেড- JMGS – I
শূন্যপদ- ২৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইঞ্জিনিয়ারিং-এ (সিভিল/ ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ প্রোডাকশন/ মেটালার্জি/ ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ কম্পিউটার সাইন্স/ ইনফর্মেশন টেকনোলজি/ টেক্সটাইল/ কেমিক্যাল ইত্যাদিতে ডিগ্রী।
বয়স- প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে হতে হবে।
বেতন- 36000-1490/7-46430- 1740/2-49910- 1990/7-63840

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Forex)
স্কেল/ গ্রেড- JMGS – I
শূন্যপদ- ১২০ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিসিপ্লিনে স্নাতক এবং MBA/ PGDBA/ PGDBM/ PGPM/ PGDM.
বয়স- প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে হতে হবে।
বেতন- 36000-1490/7-46430- 1740/2-49910- 1990/7-63840

আবেদন পদ্ধতি- শুধুমাত্র অনলাইনের মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন www.unionbankofindia.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে। ‘www.unionbankofindia.co.in’ > “Recruitments” > “Careers Overview”

আবেদন ফি- অসংরক্ষিত (GEN, EWS & OBC) প্রার্থীদের ক্ষেত্রে ৮৫০ টাকা এবং বাকি প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। প্রার্থীরা Debit Card/ Credit Card/ Internet Banking/ IMPS/ UPI বা মোবাইল ওয়ালেট -এর আবেদন ফি জমা দিতে পারবেন।

নির্বাচন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে লিখিত পরীক্ষা হবে। মোট নম্বর থাকবে ২০০, MCQ টাইপ প্রশ্ন হবে, ২০০ টি প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় ২ ঘন্টা। পরীক্ষাতে নেগেটিভ মার্ক থাকবে। পার্সোনাল ইন্টারভিউ ও গ্রুপ ডিসকাশন থাকবে। পরীক্ষার সম্ভাব্য তারিখ- ০৯/১০/২০২১

পরীক্ষার কেন্দ্র- দিল্লি, চন্ডিগড়, লখনৌ, কলকাতা, পাটনা, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, আমেদাবাদ।

Official Notice: Download Now
Application Form: Click Here
Apply Now: Click Here

This post was last modified on August 15, 2021 12:56 pm

সর্ব শেষ প্রকাশিত

কয়েক ঘন্টা পরেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | নিজের মোবাইলে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট…

58 mins ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 08 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

3 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৮

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

18 hours ago

SSC Recruitment Scam: কলকাতা হাইকোর্টের রায়ে আপাতত ‘স্থগিতাদেশ’ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ…

18 hours ago

উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে বিরাট আপডেট দিল শিক্ষা সংসদ! পরীক্ষার্থীরা এক্ষুনি দেখে নিন

চলতি বছরে যেসব ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে আগামীকাল তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে…

19 hours ago

এপ্রিল ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স PDF | April 2024 Current Affairs PDF

এপ্রিল ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স PDF: রাজ্যের সরকারি, বেসরকারি, ব্যাঙ্কিং সহ অন্যান্য সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য এপ্রিল…

23 hours ago