UPSC পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? কিভাবে পড়লে সাফল্য আসবে, জেনে নিন এক্ষুনি
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেন বহু শিক্ষার্থী। এই পরীক্ষা দেশের মধ্যে সবচেয়ে বড় আর গোটা পৃথিবীর মধ্যে তৃতীয় কঠিনতম পরীক্ষা। প্রতি বছর অসংখ্য পরীক্ষার্থী সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন। তাঁদের অনেকেরই স্বপ্ন থাকে আইএএস (IAS) হওয়ার তো কারোর স্বপ্ন থাকে আইপিএস (IPS) হওয়ার। কিন্তু অনেক সময়েই দেখা যায়, এই পরীক্ষা সম্পর্কে অনেক তথ্যই তাঁদের অজানা। দিন রাত এক করে পরিশ্রম করা সত্ত্বেও পরীক্ষায় হোঁচট খান তাঁরা। কখনও প্রিলিমসে তো কখনও মেইনসে তো কখনও ইন্টারভিউতে আটকে যান। বছরের পর বছর ধরে পরীক্ষা দেওয়ার ধৈর্য্য না থাকায় অনেকেই তাঁদের স্বপ্নকে পিছনে ফেলে অন্য পেশায় যুক্ত হয়ে পড়েন।
আবার, এদের মধ্যেই কেউ কেউ বিনা কোচিংয়ে সম্পূর্ণ নিজ চেষ্টায় ইউপিএসসি উত্তীর্ণ হয়ে নজির গড়েন। তখন স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের মনে প্রশ্ন জাগে, কিভাবে পড়েন তাঁরা? কোন নিয়মে পড়াশোনা করলে সাফল্য আসবে পরীক্ষায়? পরীক্ষার্থীদের সকল প্রশ্নের উত্তর রইল আজকের এই প্রতিবেদনে। পাশাপাশি, ইউপিএসসি পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানানো হল। যা অবশ্যই জানার দরকার তাঁদের।
চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য বেশ কিছু যোগ্যতামান রয়েছে। যেমন, ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য একজন প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। অবশ্য, সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের জন্য আলাদা কিছু ছাড় দেওয়া হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের স্নাতক উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাঁদের স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। তবে এরকম কোনোও ব্যাপার নেই সায়েন্স কিংবা কমার্সের স্টুডেন্টরাই পরীক্ষায় বসতে পারবেন। যে কোনো স্ট্রিম থেকে পড়াশোনা করেই সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন শিক্ষার্থীরা।
আরও পড়ুনঃ রাজ্যের শিক্ষকদের বদলি বন্ধের নির্দেশ
অন্যান্য পরীক্ষাগুলির মতো সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এত ঘন্টাই দিনে পড়াশোনা করতে হবে বা এই পদ্ধতিতেই পড়তে হবে। সফল পরীক্ষার্থীদের থেকে জানা যায়, এক একজনের পড়াশোনার ধরণ এক একরকম। তবে কিছু বিষয় ফলো করেছেন তাঁরা সকলেই। যেমন তাঁরা বলেন, ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হতে গেলে তার পাঠ্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। সঙ্গে খুঁটিয়ে দেখতে হবে বিগত বছরের প্রশ্নোত্তর। এই পরীক্ষায় একটি অপশনাল বা ঐচ্ছিক বিষয় বেছে নিতে হয়। নিজ পারদর্শীতা অনুসারে এই ঐচ্ছিক বিষয় নির্বাচন করুন। একটি রুটিন প্ল্যান বানিয়ে নিন, সেই অনুযায়ী রোজ নির্দিষ্ট কিছু টার্গেট রাখুন। চেষ্টা করুন সেই টার্গেটগুলো কমপ্লিট করার। একটানা না পড়ে মাঝেমাঝে বিরতি নিন। বই পড়া, গান শোনার অভ্যাস রাখুন। রোজ খবরের কাগজ পড়ুন। এতে পরীক্ষার নলেজ স্ট্রং হবে। আশেপাশে কি ঘটছে সে বিষয়ে আপডেটেড থাকুন। নিজের DAF ফর্ম ফিল আপ করুন। ইন্টারভিউর প্রশ্ন এখান থেকে আসে। এছাড়া প্রচুর টেস্ট দিন। সলভ করুন বিগত বছরের প্রশ্নগুলি। পড়াশোনার পাশাপাশি পরীক্ষার হলে কনফিডেন্ট থাকাটাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ইউপিএসসি সফল পরীক্ষার্থীরা।