চাকরির খবর

রাজ্যে সরকারি দপ্তরে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট একটি সুখবর। সরকারি দপ্তরে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্য সরকারি দপ্তরে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল। অষ্টম শ্রেণী পাশ যোগ্যতার ভিত্তিতে এইসব শূন্যপদে কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্যেও বেশকিছু শূন্যপদ আছে। যে কোনো ভারতীয় নাগরিক নিজের এলাকার সংশ্লিষ্ট শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য। আবেদন পদ্ধতি, বয়সসীমা, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

সরকারি দপ্তরে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ

Employment No.— 3517/BCWTD(UD)

পদের নাম— Karmabandhu
শিক্ষাগত যোগ্যতা— যে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীকে প্রতিমাসে ৩০০০/- টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

পদের নাম— Cook
শিক্ষাগত যোগ্যতা— এই পদে নিয়োগের জন্য প্রার্থীকে রান্না এবং রান্না সংক্রান্ত বিভিন্ন কাজের অভিজ্ঞতা সহ নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ৭০০০/- টাকা।

চাকরির খবরঃ গ্ৰুপ- ডি পদে কর্মী নিয়োগ করছে রাজ্যের এই জেলা

পদের নাম— Helper
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে। পাশাপাশি রান্না এবং রান্না সংক্রান্ত বিভিন্ন কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
মাসিক বেতন— সংশ্লিষ্ট পদে কর্মরত প্রার্থীদের মাসিক পারিশ্রমিক হল ৫০০০/- টাকা।

পদের নাম— Darwan
শিক্ষাগত যোগ্যতা— অষ্টম শ্রেণী পাশ যে কোনো প্রার্থী শারীরিক ভাবে সক্ষম হলে এই পদের জন্য আবেদন করতে পারবে।
মাসিক বেতন— এই পদের জন্য প্রত্যেক প্রার্থীকে প্রতিমাসে ৬০০০/- টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

সরকারি দপ্তরে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ

পদের নাম— Matron
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিষ্ট এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীকে কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হল ৯০০০/- টাকা।

পদের নাম— Superintendent
শিক্ষাগত যোগ্যতা— যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক পাশ করে থাকতে হবে আগ্রহী প্রার্থীকে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল ১৫,০০০/- টাকা।

মোট শূন্যপদ— প্রতিটি ক্ষেত্রে ১ টি করে শূন্যপদ আছে এই নিয়োগের জন্য।
বয়সসীমা— উল্লিখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি— প্রতিটি পদে আবেদন করার জন্য অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের। প্রার্থীদের সুবিধার্থে এই প্রতিবেদনের নিচে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক দেওয়া হল। উক্ত আবেদনপত্র ডাউনলোড করার পর নির্দিষ্ট তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হওয়ার পর প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট অফিসের ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা— To The Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Administrative Building (Room No. 23), Karnajora, Raiganj, Uttar Dinajpur, 733130

চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ

আবেদনের শেষ তারিখ— ৪ অক্টোবর, ২০২৪।

সরকারি দপ্তরে গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Related Articles