এক নজরে
WB ANM GNM 2025: বহু প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গ জয়েন্ট ইন ফ্রান্স এক্সামিনেশন বোর্ড বা WBJEE এর তরফে WB ANM/GNM 2025 প্রবেশিকা পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। অক্সিলিয়ারি নার্সিং ও মিডওয়াইফারি প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক প্রার্থীদের জন্য এটি অত্যন্ত সুখবর! পশ্চিমবঙ্গ রাজ্যের ANM GNM 2025 পরীক্ষাটি ২০২৫ সালের অক্টোবর মাসের ১৯ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে। এই পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য যেমন- পরীক্ষার সিলেবাস, আবেদন পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, যোগ্যতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে। ANM GNM 2025 পরীক্ষার জন্য আগ্রহী ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফল নিশ্চিত করতে EXAM BANGLA র তরফে প্রকাশ করা হয়েছে গুরুত্বপূর্ণ বই। এই সবকিছুই জেনে নিতে পারবেন এই প্রতিবেদন থেকে।
WB ANM GNM 2025
সম্প্রতি পশ্চিমবঙ্গ জয়েন্টে এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বা WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইটে WB ANM GNM 2025 পরীক্ষার জন্য বিস্তারিত নোটিফিকেশন প্রকাশ হয়ে গিয়েছে। wbjeeb.nic.in/anm-gnm/ এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই ছাত্রছাত্রীরা পরীক্ষার সম্পর্কিত যাবতীয় তথ্য বিশদে জেনে নিতে পারবেন।
পশ্চিমবঙ্গ রাজ্যে নার্সিং পড়াশোনার জন্য আগ্রহী ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতা পরীক্ষা এবং কাউন্সিলিং প্রক্রিয়ার ভিত্তিতে দুই বছরের স্থায়ী কোর্সে অন্তর্ভুক্ত করা হয়। এটি মূলত একটি ডিপ্লোমা স্তরের কোর্স। ২০২৫ সালের পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সিং কলেজে ANM কোর্সের জন্য মোট ৫০০ টি আসন রয়েছে। ইতিমধ্যেই অফিশিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার তারিখ সম্পর্কে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে।
WB ANM GNM 2025 গুরুত্বপূর্ণ তারিখ:
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া- পশ্চিমবঙ্গ নার্সিং রেজিস্ট্রেশন ২০২৫ এর সমস্ত প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ সেপ্টেম্বর মাসের ৪ তারিখ থেকে। এটি চলবে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত।
- আবেদন সংশোধন- আবেদনের ক্ষেত্রে কোন রকম ভুল ভ্রান্তি হয়ে থাকলে সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত সেই ভুল সংশোধন করার সুযোগ পাবেন প্রার্থীরা।
- এডমিট কার্ড- অক্টোবর মাসের ১০ তারিখ থেকে ১৯ তারিখের মধ্যে ছাত্র-ছাত্রীরা পরীক্ষার জন্য এডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন।
- পরীক্ষার তারিখ- ১৯/১০/২০২৫ দুপুর ১২টা থেকে ১:৩০ পর্যন্ত।
- ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ- ২৫/১০/২০২৫।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে না বিদ্যালয়, চলবে পঠন পাঠন!
WB ANM GNM 2025 আবেদনের যোগ্যতা
১) আগ্রহী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে।
২) ভারতবর্ষের যে কোন রাজ্যের নাগরিক এই পরীক্ষার জন্য আবেদন জানাতে পারবেন। তবে আগ্রহী প্রার্থীকে আবেদন জমা দেওয়ার তারিখের আগে কমপক্ষে পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গ জেলার গ্রাম পঞ্চায়েত এলাকায় অবিচ্ছিন্নভাবে বাস করতে হবে।
৩) আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ১৭ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
৪) আগ্রহী প্রার্থীদের বাংলা বা নেপালি ভাষায় পড়তে লিখতে এবং বলতে সক্ষম হতে হবে।
৫) পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হলে কিংবা কারিগরি বা বৃত্তিমূলক কোন ডিগ্রী থাকলে এই পরীক্ষার জন্য আবেদন জানানো যাবে।
৬) আবেদনকারীদের ইংরেজিতে ন্যূনতম ৪০ শতাংশ এবং সামগ্রিকভাবে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
WB ANM GNM 2025 পরীক্ষার সিলেবাস
পশ্চিমবঙ্গ রাজ্যের নার্সিং প্রবেশিকা পরীক্ষায় মোট ৬৫ টি প্রশ্ন থাকবে। সম্ভাব্য চারটি উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে পারবেন প্রার্থীরা।
আবেদন পদ্ধতি
WB ANM GNM 2025 এর জন্য আগ্রহী প্রার্থীদের wbjeeb.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে। এক্ষেত্রে অন্য কোন উপায় গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্র পূরণ এবং নথিপত্র আপলোডের পাশাপাশি প্রার্থীদের অবশ্যই সঠিক সময়ের মধ্যে আবেদনমূল্য হিসাবে ৪০০ টাকা জমা করতে হবে।