পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার অবস্থিত শিমলাপাল আনন্দধারা ব্লকে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। বর্তমানে ওই ব্লকের অন্তর্গত বন-সারেঙ্গা আশ্রম ছাত্রাবাসের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে চাকরি প্রার্থীরা সুপারিনটেনডেন্ট, রাঁধুনি এবং সহকারি পদে আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে গ্রাজুয়েশন যোগ্যতা পর্যন্ত চাকরিপ্রার্থীরা বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর আগে অবশ্যই আবেদনের যোগ্যতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন। এর জন্যই EXAM BANGLA র অফিসিয়াল ওয়েবসাইটে চাকরিপ্রার্থীদের জন্য এই নিয়োগের পদ অনুসারে আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি উল্লেখ করা হলো।
পদের নাম- সুপারিনটেনডেন্ট, রাঁধুনি ও সহকারি।
শূন্য পদের সংখ্যা- ৩টি।
পদ অনুসারে বিস্তারিত তথ্য:
১) সুপারিনটেনডেন্ট- এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্ততপক্ষে গ্রাজুয়েশন ডিগ্রি প্রাপ্ত হতে হবে। এর পাশাপাশি কম্পিউটার বিষয়ে যথাযথ জ্ঞান থাকলে তবেই এই পদে আবেদন জানাতে পারবেন। এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
২) রাঁধুনি- বন-সারেঙ্গা আশ্রম ছাত্রাবাসের রন্ধনশালার দায়িত্বভারে নিযুক্ত কর্মীকে অন্ততপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। এর পাশাপাশি রান্নার বিষয়ে যথাযথ জ্ঞান থাকলে তবেই এই পদে আবেদন জানাবেন। নিযুক্ত কর্মী প্রতিমাসে ৭০০০ টাকা বেতন পাবেন বলে জানানো হয়েছে।
৩) সহকারি- মূলত রান্নার বিভিন্ন কাজে সাহায্য করার জন্য এই পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রেও যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন। এই পদে নিযুক্ত কর্মী প্রতি মাসে ৫০০০ টাকা বেতন পাবেন।
চাকরির খবরঃ ইন্ডিয়ান অয়েলে ১৭৭০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ
বয়স সীমা- প্রতিটি পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অন্ততপক্ষে ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষণের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। এক্ষেত্রে তপশিলি জাতি, উপজাতি কিংবা আদিবাসী সম্প্রদায়ের চাকরিপ্রার্থীরা সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরিপ্রার্থীরা সর্বোচ্চ ৪৩ বছর পর্যন্ত আবেদন জানাতে পারেন।
নিয়োগ পদ্ধতি- সুপারিনটেনডেন্ট পদের চাকরিপ্রার্থীদের ৪০ নম্বরের কম্পিউটারের দক্ষতা পরীক্ষা এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। অপরদিকে রাঁধুনি এবং সহকারি পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের সরাসরি কুড়ি নম্বরের ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ ECIL এ মাধ্যমিক এবং আইটিআই পাশে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত সম্পূর্ণ আবেদন পত্রটি হাতে কলমে পূরণ করে নিতে হবে। এরপরে প্রয়োজনীয় নথিপত্র গুলির জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে এটাচ করে একটি মুখবন্ধ খামে করে ৩১/০৫/২০২৫ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র-
- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার মার্কশীট এবং সার্টিফিকেট,
- জন্মের প্রমাণপত্র,
- আধার কার্ড,
- ভোটার কার্ড,
- বাসস্থানের প্রমাণ পত্র,
- পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং
- ৩০ টাকার স্ট্যাম্প সহ সেল্ফ অ্যাটেস্টেড খাম।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.