চাকরির খবর

মাধ্যমিক পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ, আবেদন চলবে ৪ নভেম্বর পর্যন্ত

Advertisement

পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশ সহ একাধিক শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে মোহবনি ডেভেলপমেন্ট অথরিটিতে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। West Bengal Municipal Service Commission (MSCWB) Group- C & Group- D Recruitment 2021.

মাধ্যমিক পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ

যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হল- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সার্ভেয়র, ড্রাফটসম্যান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)।
মোট শূন্যপদ- ১ টি।
বেতন- পে লেভেল ১৬ অনুযায়ী প্রতিমাসে বেতন ৫৬,১০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- AICTE অনুমোদিত যেকোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাশ।
বয়স- এই পদে আবেদন করার জন্য বয়স হতে হবে ১৮- ৩৬ বছরের মধ্যে।

পদের নাম- সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)।
মোট শূন্যপদ- ১ টি।
বেতন- পে লেভেল ১২ অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৫,৮০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- AICTE অনুমোদিত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ।
বয়স- বয়স হতে হবে ১৮- ৩৬ বছরের মধ্যে।

পদের নাম- সার্ভেয়র।
মোট শূন্যপদ- ১ টি।
বেতন- পে লেভেল ৯ অনুযায়ী প্রতিমাসে বেতন ২৮,৯০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ। সঙ্গে সার্ভেয়শিপ -এ ডিপ্লোমা কোর্স অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে।
বয়স- ১৮- ৩৯ বছরের মধ্যে।

পদের নাম- ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ- ১ টি।
বেতন- পে লেভেল ৬ অনুযায়ী প্রতিমাসে বেতন ২২,৭০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। কম্পিউটারে দক্ষ হতে হবে। এবং কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ২০ টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
বয়স- ১৮- ৪০ বছরের মধ্যে।

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
মোট শূন্যপদ- ২ টি।
বেতন- পে লেভেল ৬ অনুযায়ী প্রতিমাসে বেতন ২২,৭০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত মাধ্যমিক পাশ। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।
বয়স- ১৮- ৪০ বছরের মধ্যে।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার।
বেতন- পে লেভেল ১৬ অনুযায়ী প্রতিমাসে বেতন ৫৬,১০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- টাউন প্ল্যানার বা সিটি প্ল্যানিং বা আরবান প্ল্যানিং বা হাউসিং প্ল্যানিং বা কান্ট্রি প্ল্যানিং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- ১৮- ৩৬ বছরের মধ্যে।

চাকরির খবরঃ অক্টোবর মাসের সমস্ত চাকরির খবর

প্রতিটি পদের ক্ষেত্রে উল্লিখিত বয়সসীমা হিসেব করবেন ১ জানুয়ারি, ২০২১ তারিখের হিসাবে। সংরক্ষিত আসনের প্রার্থীরা (SC/ ST/ OBC) সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি– আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে (www.mscwb.org) গিয়ে আবেদন করতে পারবেন। এছাড়াও নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকতে হবে।

আবেদন ফি- জেনারেল ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি বাবদ ১৫০ টাকা, প্রসেসিং চার্জ বাবদ ৫০ টাকা ও ব্যাংক চার্জ বাবদ ২০ টাকা (মোট ২২০ টাকা) পেমেন্ট করতে হবে। SC, ST, PWD শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে কেবল প্রসেসিং চার্জ ও ব্যাংক চার্জ বাবদ মোট ৭০ টাকা পেমেন্ট করতে হবে।
আবেদন ফি জমা দিতে পারবেন অনলাইনে এবং ব্যাংক চালানের মাধ্যমে। ব্যাংক চালানো আবেদন ফি জমা দিতে চাইলে অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় ব্যাংক চালান ডাউনলোড করতে হবে।

আরও পড়ুনঃ বিকাশ ভবন স্কলারশিপ ২০২১

আবেদনের শেষ তারিখ- অনলাইন আবেদন ও ব্যাংক চালান ডাউনলোড করার শেষ তারিখ ৪ নভেম্বর, ২০২১। ব্যাংক চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ নভেম্বর, ২০২১। এবং ব্যাংক চালানে আবেদন ফি জমা দেওয়ার পর আবেদন সাবমিট করার শেষ তারিখ ৮ নভেম্বর, ২০২১।

Official Notice: Download Now

Daily Job Update: Click Here

Official Website: Click Here

আরও পড়ুনঃ নবান্ন স্কলারশিপ ২০২১

Related Articles