WB OBC Reservation: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে বর্তমানে কলকাতা উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নিয়ে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করা হলো! গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি সংরক্ষণ বিষয় নিয়ে জোরদার বৈঠক করেন তার মন্ত্রীমহলের সঙ্গে। সেই বৈঠক থেকে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের নতুন পদক্ষেপের কথা জানা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে এবারে নতুন নিয়ম লাগু হবে ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে। বিস্তারিত তথ্য জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।
WB OBC Reservation ২০২৫
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের obc সংরক্ষণের তালিকায় মোট ৬৬ টি জাতি অন্তর্ভুক্ত ছিল। সেই সংখ্যা কমিয়ে বর্তমানে ৬৪ করা হয়েছে। অপরদিকে নতুন করে আরও একটি তালিকা সংযুক্ত করে তাতে ৭৪ টি জাতিকে ওবিসি মর্যাদা প্রদান করা হয়েছে। এর ফলে ওবিসি তালিকায় (WB OBC Reservation) মোট সংরক্ষিত জাতির সংখ্যা দাঁড়িয়েছে ১৪০টি।
গত বছর কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ পশ্চিমবঙ্গ রাজ্যের ওবিসি সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছিলেন। যার ফলে ২০১০ সাল থেকে ৭৭ টি সম্প্রদায়কে দেওয়া ওবিসি সংরক্ষণের সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়। এই তালিকার অন্তর্ভুক্ত মোট ১২ লক্ষ উপভোক্তার সার্টিফিকেট বাতিল হয়ে যায়। এরপর থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যের নিয়োগ সংক্রান্ত একাধিক পদ্ধতিতে সমস্যার সৃষ্টি হয়েছে। এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফে দেশের শীর্ষ আদালতের কাছে আপিল জানানো হয়।
আরও পড়ুনঃ প্রকাশিত হলো শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি
চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে (WB OBC Reservation) পশ্চিমবঙ্গ রাজ্যে কারা ওবিসি তালিকার অন্তর্ভুক্ত থাকবেন, সেই নিয়ে নতুন সার্ভে করে নতুন তালিকা প্রকাশিত হবে বলে জানা গিয়েছিল। এই বক্তব্যের নিরিখেই পশ্চিমবঙ্গ রাজ্যের পিছিয়ে পড়া বর্গ কমিশন দ্বারা ওবিসি তালিকাটি খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি এই তালিকায় কোন কোন জাতি অন্তর্ভুক্ত হতে পারে, সেই বিষয়েও বিচার বিশ্লেষণ করা হচ্ছে। সম্পূর্ণ পদ্ধতিতে মোট তিন মাস সময় লাগবে বলে জানানো হয়েছিল। সেই অনুসারে সুপ্রিম কোর্টের তরফে জুলাই মাসে পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত করা হয়েছে।
অপরদিকে কলকাতা হাইকোর্টের আবারও এই সমীক্ষা সিদ্ধান্ত নিয়ে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার আগামী শুনানি রয়েছে ১৯শে জুন। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, অবিলম্বে ওবিসি সংরক্ষণের সমীক্ষা নিয়ে কমিশনকে অগ্রসর হতে হবে। এর পাশাপাশি দায়িত্বভার দেওয়া হবে বিভিন্ন ব্লকের ডেভেলপমেন্ট অফিসারদের। নতুন সমীক্ষা অনুসারে নতুন জাতির তালিকা তৈরি করার নির্দেশও ছিল আদালতের। আদালতের নির্দেশ অনুসারে, এই মামলায় (WB OBC Reservation) ‘ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস’ বিভাগকে এই দায়িত্বভার দেওয়া হয়।
আরও পড়ুনঃ রাজ্যের শিক্ষক-শিক্ষিকা নিয়োগ পদ্ধতিতে এলো বড় পরিবর্তন!
সম্প্রতি এই সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। নতুন সমীক্ষার উপর নির্ভর করেই নতুন বিধি নিষেধ তৈরি হয়েছে। উল্লেখ্য, কলকাতা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই ওবিসি সংরক্ষণের নতুন তালিকা তৈরি করল রাজ্য সরকার। পরবর্তীকালে রাজ্যের চাকরি এবং নিয়োগের ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের নতুন নিয়ম বিধি মেনেই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। যদিও আগামী দিনে এই নতুন নিয়ম বিধির সম্পূর্ণ খসড়া বিধানসভার অধিবেশনের সামনে পেশ করা হবে।