Primary TET Mathematics Pedagogy Practice Set- 8: গণিত পেডাগজি বিষয়ের গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্নোত্তর

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে গণিত পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে।

Primary TET Mathematics Pedagogy Practice Set

১) নিম্নের কোনটি সঠিক নয় ?
[A] পাঠক্রম সামাজিক চাহিদাপূরণের উপর অধিক গুরুত্ব দেয়
[B] নির্দিষ্ট সময়কালের জন্য স্থায়ী হয়
[C] জ্ঞানমূলক বিষয় প্রাধান্য পায়
[D] কোনোটিই নয়
উঃ [D] কোনোটিই নয়

২) আধুনিক পাঠক্রমের বৈশিষ্ট্য—
[A] শিক্ষার্থীদের শিক্ষাগত দক্ষতাপূরণে সক্ষম হবে
[B] শিক্ষার্থীর নৈতিক বিকাশে সাহায্য করবে
[C] শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশে সাহায্য করবে
[D] সবগুলি
উঃ [D] সবগুলি

৩) পাঠক্রম রচনার উপাদানগুলি হল—
[A] শিক্ষার্থীদের চাহিদা
[B] সমাজের চাহিদা
[C] বিষয়ের প্রকৃতি
[D] সবগুলি
উঃ [D] সবগুলি

৪) নীচের কোনটি সঠিক নয় ?
[A] পাঠক্রম ও পাঠ্যসূচি সম্পূর্ণ পৃথক
[B] পাঠক্রমের পরিধি বৃহৎ ও পাঠ্যসূচির পরিধি সংকীর্ণ
[C] পাঠ্যসূচি ক্রমপর্যায়ে বিভক্ত পাঠক্রমের বিষয়
[D] পাঠ্যসূচি পাঠক্রমেরই একটি অংশ
উঃ [A] পাঠক্রম ও পাঠ্যসূচি সম্পূর্ণ পৃথক

৫) পাঠ্যসূচি হল—
[A] পুথিগত ও বিষয়কেন্দ্রিক
[B] জ্ঞান বিষয়ক নির্দিষ্টভাবে লিখিত বিষয়
[C] ক্রমপর্যায়ে বিন্যস্ত
[D] সবগুলি
উঃ [D] সবগুলি

৬) পাঠক্রম প্রণয়নে উদ্দেশ্য নির্দিষ্টকরণে গুরুত্বপূর্ণ বিবেচনার দিকগুলি হল—
[A] শিক্ষার বৃহত্তর লক্ষ্যের সঙ্গে সাদৃশ্য থাকবে
[B] বর্তমান এবং ভবিষ্যতে উদ্দেশ্যের প্রাসঙ্গিকতা
[C] উদ্দেশ্যের যুক্তিভিত্তিক বিন্যাস
[D] উপরের সবগুলি
উঃ [D] উপরের সবগুলি

৭) নীচের কোটি পাঠক্রম রচনার উপাদান নয় ?
[A] শিক্ষার চাহিদা
[B] শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা
[C] প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়
[D] শিক্ষাবিজ্ঞান সম্পর্কিত তত্ত্ব
উঃ [B] শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা

Primary TET Practice Set: Download Now

৮) পাঠক্রম রচনায় সর্বাধিক গুরুত্ব পাবে—
[A] জাতীয় শিক্ষানীতি
[B] রাজ্য সরকারের বিশেষ শিক্ষানীতি
[C] শিক্ষকদের অংশগ্রহণ
[D] রাজ্যের আর্থিক সামর্থ্য এবং পারিপার্শ্বিক অবস্থা
উঃ [A] জাতীয় শিক্ষানীতি

৯) পাঠক্রমের বিষয় নির্বাচনে গুরুত্বপূর্ণ নির্ধারক হল—
[A] শিশুকেন্দ্রিকতা
[B] বৈচিত্র্যের নীতি
[C] সমাজকেন্দ্রিকতা
[D] সবগুলি
উঃ [D] সবগুলি

১০) নীচের কোনটি সঠিক নয়? পাঠক্রম প্রণয়নে —
[A] শিক্ষার্থীদের পশ্চাৎপট সম্পর্কে অবহিত হওয়া বিশেষ প্রয়োজন
[B] শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন
[C] শিক্ষা উপকরণ নির্দিষ্ট করা প্রয়োজন হয় না
[D] পাঠক্রম মূল্যায়ন জরুরি নয়
উঃ [C] শিক্ষা উপকরণ নির্দিষ্ট করা প্রয়োজন হয় না

১১) ‘পাঠক্রম’ শব্দটি এসেছে _______ শব্দ থেকে।
[A] আরবি
[B] গ্রিক
[C] লাতিন
[D] রোমান
উঃ [C] লাতিন

১২) নীচের কোনটি পাঠক্রমের গতানুগতিক ধারণার পরিচয় নয় ?
[A] পাঠক্রম শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ থাকবে
[B] শিক্ষকের ভূমিকায় প্রাধান্য পাবে
[C] শিক্ষার্থীর জ্ঞানমূলক, অনুভূতিমূলক ও মনশ্চালনমূলক মাত্রার অনুশীলন হবে
[D] পাঠক্রমের বৈচিত্র্য যতদূর সম্ভব কম হবে
উঃ [C] শিক্ষার্থীর জ্ঞানমূলক, অনুভূতিমূলক ও মনশ্চালনমূলক মাত্রার অনুশীলন হবে

১৩) আধুনিক পাঠক্রম হবে—
[A] দার্শনিক, মনোবৈজ্ঞানিক ভিত্তিসম্মত
[B] নমনীয়
[C] শিক্ষণ পদ্ধতি ও মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত
[D] সবগুলি
উঃ [D] সবগুলি

১৪) পাঠক্রম প্রণয়নে শিক্ষার চাহিদা নির্ধারণ করা প্রয়োজন, কারণ—
[A] জনগণের শিক্ষার চাহিদা পরিবর্তনশীল
[B] সমাজের চাহিদা শিক্ষার চাহিদার মধ্যে প্রতিফলিত হয়
[C] পাঠক্রম প্রণয়নকারীদের নিকট শিক্ষার চাহিদা একটি গুরুত্বপূর্ণ উপাদান
[D] উপরের সবগুলি
উঃ [D] উপরের সবগুলি

১৫) ‘Curriculum’ শব্দটি এসেছে লাতিন শব্দ _____ থেকে।
[A] Curre
[B] Currier
[C] Currese
[D] Currere
উঃ [D] Currere