এক নজরে
Primary TET Result: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আজ, ২৪/০৯/২০২৫ তারিখে আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে প্রাথমিক TET পরীক্ষার চূড়ান্ত ফলাফল (Primary TET Result)। পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার ফল প্রকাশের সময়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবারে দুর্গাপুজোর আগেই আজ বিকেল চারটের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে সেই পরীক্ষার ফলাফল।
Primary TET Result
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছে, টেটের ফল প্রকাশ (Primary TET Result) হলেই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ যে সমস্ত চাকরিপ্রার্থীরা বহু বছর ধরে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা পদে আবেদন জানানোর জন্য আগ্রহী ছিলেন, তাদের জন্য সুখবর প্রকাশ হতে চলেছে আর মাত্র কিছুক্ষণ পরেই। মূলত ওবিসি সংক্রান্ত জটিলতার কারণেই পেটের ফল প্রকাশ করতে পারছিল না রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে আজকেই প্রকাশিত হবে ২০২২-২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল (Primary TET Result)।
চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?
প্রাথমিক টেট পরীক্ষা (Primary TET Result Details)
এই বছর অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছিলেন রাজ্যের প্রায় ৩ লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষা নেওয়া হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে। প্রশাসন ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হতে চলেছে সেই পরীক্ষার চূড়ান্ত ফলাফল। এই পরীক্ষার শূন্যপদ রয়েছে প্রায় ১৩৪২১ টি। চাকরি প্রার্থীরা নিজেদের ফলাফল প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন।
সূত্র মারফত জানা যাচ্ছে, ফল প্রকাশের পর এই রাজ্য জুড়ে প্রাথমিক বিদ্যালয় গুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। এই উদ্দেশ্যেই ইতিমধ্যেই শূন্য পদের জন্য রাজ্যের অর্থ দপ্তরের কাছে ফাইল পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। আর কিছু ঘন্টা পর টেটের ফল প্রকাশ হলেই চূড়ান্ত অনুমোদন মেলার পর প্রকাশিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। ফল প্রকাশের পর গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই যুক্ত থাকুন Exam Bangla -র সাথে।
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇