Summer Vacation 2024: আগামী সোমবার থেকে ছুটি পড়ছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল
তীব্র গরমের কারণে নির্ধারিত সময়ের আগেই রাজ্য সরকারের সমস্ত স্কুলগুলিতে গরমের ছুটি পড়তে চলেছে। রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৬ মে তারিখ থেকে রাজ্য সরকারের সমস্ত স্কুলগুলিতে গরমের ছুটি পড়ার কথা ছিল। অবশ্য লোকসভা নির্বাচনের কারণে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ১৬ এপ্রিল থেকে শুরু হয়েছে ছুটি। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার স্কুলগুলি ২৪ এপ্রিল থেকে বন্ধ থাকার কথা ছিল।
তীব্র তাপপ্রবাহের কারণে এবার সেই সিদ্ধান্ত বদল করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২২ এপ্রিল, সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হবে। তবে সেক্ষেত্রে কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের ছুটির কথা ঘোষণা করা হয়েছে। প্রয়োজন মত স্কুলে আসতে হবে শিক্ষক শিক্ষিকাদের। অতিরিক্ত ছুটির কারণে পঠন-পাঠনের যে ক্ষতি হবে তা বিশেষ ক্লাসের মাধ্যমে পূরণ করতে হবে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের প্রথম ও তৃতীয় সেমিস্টারে কোন ধরণের প্রশ্ন থাকবে?
এদিকে দার্জিলিং এবং কালিম্পং জেলার স্কুলগুলিতে আপাতত পঠন পাঠন চালু থাকবে বলে জানানো হয়েছে। তবে এই গরমের ছুটি কতদিন চলবে এবং স্কুল কত তারিখ থেকে আবার পুনরায় পঠন-পাঠন চালু হবে সে বিষয়ে কোন স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি স্কুল শিক্ষা দপ্তর। অন্যদিকে শিক্ষামহলের একাংশের মতে এত তাড়াতাড়ি গরমের ছুটি ঘোষণা না করে স্কুলগুলিতে সকালে পঠন-পাঠনের ব্যবস্থা করলে সুবিধা হতো ছাত্র-ছাত্রীদের। সেক্ষেত্রে স্কুল খোলার পর ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত ক্লাসের চাপ এড়ানো সম্ভব হতো বলেই মনে করছেন তাঁরা।