মাধ্যমিক সাজেশন 2024

দশম শ্রেণী বাংলা প্রথম অধ্যায়: জ্ঞানচক্ষু প্রশ্ন উত্তর

Share

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য Exam Bangla নিয়ে এসেছে বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এইসব প্রশ্নোত্তর গুলি আগত ২০২৩ মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই পোস্টে তোমাদের সাথে শেয়ার করা হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) মাধ্যমিকের বাংলা প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম- জ্ঞানচক্ষু। এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি ধারাবাহিক ভাবে সাজানো হয়েছে। জ্ঞানচক্ষু অধ্যায়ের বিকল্পধর্মী প্রশ্ন (MCQ), শূন্যস্থান পূরণ, দুই এক কথায় উত্তর দাও, বোধমূলক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এইসব প্রশ্নের সেট তৈরী করেছেন।

দশম শ্রেণী বাংলা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

জ্ঞানচক্ষু অধ্যায় প্রশ্ন উত্তর

(ক) বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর- প্রশ্নের মান- ১

১) নতুন মেসোর যে ছুটি চলছে তা হলো-
(A) গরমের ছুটি
(B) বড়দিনের ছুটি
(C) পুজোর ছুটি
(D) কোনটাই নয়
উঃ (A) গরমের ছুটি

২) তপনের যা হতে বাধা নেই তা হল-
(A) লেখক
(B) গায়ক
(C) বাদক
(D) কোনটাই নয়
উঃ (A) লেখক

৩) তপনের যে আত্মীয়ার বিয়ে হয়েছিল তিনি সম্পর্কে তপনের-
(A) ছোট মাসি
(B) বড় মাসি
(C) ছোট পিসি
(D) কোনটাই নয়
উঃ (A) ছোট মাসি

৪) “এদেশের কিছু হবে না”- একথা বলেন-
(A) তপন
(B) ছোট মেসো
(C) ছোট মাসি
(D) বাবা
উঃ (B) ছোট মেসো

৫) গল্প যার হাতে চলে গেছে, তিনি হলেন-
(A) তপন
(B) ছোট মেসো
(C) প্রকাশক
(D) কোনটাই নয়
উঃ (B) ছোট মেসো

৬) “আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন”- সুযোগটি হল-
(A) গরমের ছুটি
(B) পুজোর ছুটি
(C) বিয়ের জন্য নেওয়া ছুটি
(D) বেড়াতে যাওয়ার ছুটি
উঃ (A) গরমের ছুটি

৭)”ছোট মাসি সেই দিকে ধাবিত হয়”- ‘সেইদিকে’ বলতে বোঝানো হয়েছে-
(A) তপনের দিকে
(B) নতুন মেসোর দিকে
(C) বাবার দিকে
(D) মায়ের দিকে
উঃ (B) নতুন মেসোর দিকে

৮) “চোখ মার্বেল হয়ে গেল!”- এক্ষেত্রে চোখের আকারটি হবে-
(A) গোল
(B) চৌকো
(C) পটলাকৃতি
(D) লম্বাটে
উঃ (A) গোল

৯)”কিন্তু কে শুনে তার কথা”- এখানে তার বলতে যাকে বোঝানো হয়েছে সে হলো-
(A) ছোট মাসি
(B) তপন
(C) ছোটমামা
(D) নতুন মেসো
উঃ (B) তপন

১০) জ্ঞানচক্ষু একটি-
(A) বড় গল্প
(B) ছোট গল্প
(C) নাটক
(D) কোনটাই নয়
উঃ (B) ছোট গল্প

১১) জ্ঞানচক্ষু এই গল্পটি লিখেছেন-
(A) আশাপূর্ণা দেবী
(B) লীলা মজুমদার
(C) নবনীতা দেবসেন
(D) কোনটাই নয়
উঃ (A) আশাপূর্ণা দেবী

১২) “শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তখন”- এখানে সংকল্প বলতে বোঝানো হয়েছে-
(A) প্রতিজ্ঞা
(B) আদেশ
(C) অনুরোধ
(D) কল্পনা
উঃ (A) প্রতিজ্ঞা

১৩) সারা বাড়িতে যে কারণে সোরগোল পড়ে গেল তা হল-
(A) নতুন মেসোর প্রথম আগমন
(B) তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হওয়া
(C) ছোট মাসির বিয়ে
(D) কোনটাই নয়
উঃ (B) তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হওয়া

১৪) তপন ছাদে উঠে গিয়ে যা করে তা হল-
(A) হাসতে থাকে
(B) শার্টের তলাটা তুলে চোখ মুছে
(C) উদাস হয়ে থাকে
(D) কোনটাই নয়
উঃ (B) শার্টের তলাটা তুলে চোখ মুছে

১৫) সকলের হাতে যদি ঘুরতে থাকে সেটি হল-
(A) পত্রিকা
(B) পান্ডুলিপি
(C) ছবি
(D) হাতপাখা
উঃ (A) পত্রিকা

১৬) ‘আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখাতাম’- কথাটি বলেছেন-
(A) মেজ কাকু
(B) ছোটমামা
(C) বড় মেসো
(D) বাবা
উঃ (A) মেজ কাকু

১৭) “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে”- অলৌকিক ঘটনাটি হল-
(A) তপনের লেখা গল্প ‘সন্ধ্যাধারা’ পত্রিকায় ছাপা হয়েছে
(B) এক লেখক এর সঙ্গে ছোট মাসির বিয়ে হয়েছে
(C) তখন দেখল ছাপানো গল্পের একটি লাইন ও তার নিজের নয়।
(D) কোনটাই নয়
উঃ (A) তপনের লেখা গল্প ‘সন্ধ্যাধারা’ পত্রিকায় ছাপা হয়েছে

১৮) হাজার হাজার ছেলের হাতে যেটা ঘুরবে তা হলো-
(A) তপনের লেখা গল্প
(B) কবিতা
(C) ফুটবল
(D) কোনটাই নয়
উঃ (A) তপনের লেখা গল্প

১৯) “এমন সময় ঘটল সেই ঘটনা”- ঘটনাটি হল-
(A) তপনের গল্প ছাপা হওয়া
(B) ছোট মাসির বিয়ে
(C) তপনের গল্প বাতিল হওয়া
(D) কোনটাই নয়
উঃ (A) তপনের গল্প ছাপা হওয়া

২০) ছোট মাসি আর তপনের বয়সের ব্যবধান প্রায়-
(A) বছর চার
(B) বছর আটেক
(C) বছর পাঁচেক
(D) কোনটাই নয়
উঃ (B) বছর আটেক

২১) তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন?
(A) শুকতারা
(B) সন্ধ্যাতারা
(C) দেশ
(D) আনন্দ মেলা
উঃ (B) সন্ধ্যাতারা

২২) ‘বাড়িতে তপনের নাম হয়ে গেছে’-
(A) সাহিত্য সম্রাট
(B) কবিগুরু
(C) লেখক
(D) কবি, সাহিত্যিক, কথাশিল্পী
উঃ (D) কবি, সাহিত্যিক, কথাশিল্পী

২৩) মায়ের চাপে তখন কে মামার বাড়িতে যে খাতাটি নিয়ে যেতে হয়েছিল সেই খাতাটি হল-
(A) হিসাবের খাতা
(B) গল্পের খাতা
(C) হোমটাকসের খাতা
(D) কোনটাই নয়
উঃ (C) হোমটাকসের খাতা

২৪) ‘তপনের হাত আছে’- কথাটির অর্থ হলো-
(A) ভাষার দখল
(B) মারপিট
(C) জবরদস্তি
(D) হস্তক্ষেপ
উঃ (A) ভাষার দখল

২৫) “ছোট মাসি যেন একটু মুরুব্বী মুরুব্বী হয়ে গেছে”- এখানে মুরুব্বি শব্দটি ব্যবহৃত হয়েছে-
(A) লেখক অর্থে
(B) শিক্ষক অর্থে
(C) বোদ্ধা অর্থে
(D) কোনটাই নয়
উঃ (C) বোদ্ধা অর্থে

২৬) “তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে”- বক্তার উদ্দেশ্য ছিল-
(A) উৎসাহ দেওয়া
(B) সান্ত্বনা দেওয়া
(C) ঠাট্টা করা
(D) কোনটাই নয়
উঃ (A) উৎসাহ দেওয়া

২৭) তখন যে বিষয় নিয়ে গল্পটি লিখেছি সেই বিষয়টি হল-
(A) রাজা রানী
(B) অ্যাক্সিডেন্ট
(C) না খেতে পেয়ে মরে যাওয়া
(D) ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি
উঃ (D) ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি

WBBSE Madhyamik Bangla Questions

(খ) অতি সংক্ষিপ্ত প্রশ্ন- প্রশ্নের মান- ২ (নিজে করো)

১) জ্ঞানচক্ষু গল্পটি কে লিখেছেন?
২) কি উপলক্ষে তপন মামা বাড়িতে এসেছে?
৩) তপনের লেখা গল্পটির কতখানি ‘কারেকশন’ করেন নতুন মেসো?
৪) সারা বাড়িতে কেন শোরগোল পড়ে যায়?
৫) আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে ছোট মাসি আর মেসো কি খাচ্ছিলেন?
৬) “গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর  আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না”- উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারন কি?
৭) তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল?
৮) একাসনে বসে তখন কি কাজ করেছিল?
৯) “সূচিপত্রে ও নাম রয়েছে”- সূচিপত্রে কি লেখা ছিল?
১০) ‘এদিকে বাড়িতে তখন নাম হয়ে গেছে”-  বাড়িতে তপনের নাম কি হয়ে গেছে?
১১) ছোট মাসি তপনের থেকে কতটা বড়?
১২) দুঃখের মুহূর্তে তপনের সংকল্প কি ছিল?
১৩) ‘একেবারে নিছক মানুষ!’ কার কথা বলা হয়েছে?
১৪) রত্নের মূল্য কার কাছে?
১৫) মেসোর মুখে করুনার ছাপ দেখে তপনের কি অভিব্যক্তি হয়?
১৬) “একটু ‘কারেকশন’ করে ইয়ে করে দিলে ছাড়তে দেওয়া চলে”- কে, কি ছাপানোর কথা বলেছেন?
১৭) তপনের কোন মাসির সঙ্গে নতুন মেসোর বিয়ে হয়?
১৮) ‘তাই জানতো না”- কে কি জানত না?
১৯) ‘এ বিষয়ে সন্দেহ ছিল তপনের’- কোন বিষয়ের কথা বলা হয়েছে?
২০) কার চোখ মার্বেল হয়ে গিয়েছিল?
২১) মামাবাড়িতে অহরহ কাকে দেখানোর সুযোগ ঘটেছে তপনের?
২২) তপনের কি হতে বাধা নেই?
২৩) তপনের গল্প লেখার বিষয়টিতে চায়ের টেবিলে বসা ব্যক্তিদের কি প্রতিক্রিয়া হয়েছিল?
২৪) তখন কি কি নিয়ে কখন তিন তলার সিঁড়িতে উঠেছিল?
২৫) বুকের রক্ত কেন ছলকে ওঠে তপনের?
২৬) কি বিষয় নিয়ে তপনের বাড়িতে ‘ধন্যি ধন্যি’ পড়ে গেল?
২৭) “বাবা, তোর পেটে পেটে এত”- কোন প্রকার বাক্য?
২৮) কোন নেশায় তপন আক্রান্ত হয়েছিল?
২৯) “এইসব মাল মশলা নিয়ে বসে”- কিসের কথা বলা হয়েছে?
৩০) কোন জিনিসটা সম্পর্কে তপনের আর জানতে বাকি নেই?

(গ) ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন- প্রশ্নের মান- ৩ (নিজে করো)

১) ছোটমেসো কেন শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে চেয়েছিলেন?
২) “যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না”- আহ্লাদ হবার কথা ছিল কেন? ‘আহ্লাদ’ খুঁজে না পাওয়ার কারণ কি?
৩) ‘আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম’- আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের কোন চেষ্টার কথা বোঝানো হয়েছে?
৪) ‘এ বিষয়ে সন্দেহ ছিল তপনের’-কোন বিষয়ে কিরূপ সন্দেহ ছিল তপনের?
৫) “নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের”- উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও।
৬) “নিজের পাকা হাতের কলমে”- কার পাকা হাত? ‘পাকা হাতের কলমে’ তিনি কি করেছিলেন?
৭) “তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের”- কে, কোন ঘটনায় কেন এই সিদ্ধান্তে পৌঁছেছিল?
৮) ‘তপন বইটা ফেলে রেখে চলে যায়’- কোন বইয়ের কথা বলা হয়েছে? বইটা ফেলে রেখে সে কোথায় যায়?
৯) তপনের আনন্দটা সহসা হারিয়ে যায় কেন?
১০) ‘সাড়া বাড়িতে শোরগোল পড়ে যায়’- সাড়া বাড়িতে শোরগোল পড়ে যাওয়ার কারণ কি?
১১) তপনের কাছে কোন বিষয়টি কেন ‘আনকোরা’মনে হয়েছে?
১২) “ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে”- কোন কথাটি কেন ছড়িয়ে পড়েছিল?
১৩) “গভীরভাবে সংকল্প করে তপন”- তপন কি সংকল্প করে? তার এরূপ সংকল্পের কারণ কি?
১৪) “তারপর ধমক খায়”- তপনের ধমক খাওয়ার কারণ কি ছিল?
১৫) “লেখক’ মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়”- কার মধ্যে কখন এই অনুভূতি হয়েছিল?

(ঘ) রচনাধর্মী প্রশ্ন- প্রশ্নের মান- ৫ (নিজে করো)

১) ‘জ্ঞানচক্ষু’ গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ কর।
২) “তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে”- কি কারনে তপন দিন গুণছিল? তার দিন গোনার ফল কি হয়েছিল?
৩) ‘জ্ঞানচক্ষু’ গল্প অবলম্বনে তপনের মেসোমশাই এর চরিত্র আলোচনা কর।
৪) “সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ”- তপনের জীবনের সবচেয়ে সুখের দিন কোনটি? ওই সুখের দিনের শেষ পরিণতি কি হয়েছিল?
৫) “রত্নের মূল্য জহুরীর কাছেই”- কোন ঘটনা প্রসঙ্গে কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে ওঠে? এক্ষেত্রে রত্ন কোনটি এবং জহুরীই বা কে? বক্তার কেন মনে হয়েছিল জহুরী রত্নটিকে চিনে নিতে পারবে?
৬) “শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন”- মুহূর্তটি কেন দুঃখের? এই দুঃখবোধ থেকে বক্তা কি সংকল্প গ্রহণ করেছিল?
৭) “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে”- অলৌকিক বিষয়টি কি তা ব্যাখ্যা কর। এক্ষেত্রে বক্তার আশাবাদ কিভাবে ধরা পড়েছে, তা স্পষ্ট করো।
৮) “আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন”- ‘তার’ বলতে কার বোঝানো হয়েছে? ‘আজ’ বলতে কোন দিনটিকে বলা হয়েছে? সেটি কি কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন?
৯) “তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে”- এসব কথা বলতে কোন সব কথার কথা বলা হয়েছে? তাতে তপনের হারিয়ে যাওয়ার কারণ কি?
১০) “হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তখন”- তখন কেন উত্তেজনা অনুভব করে এবং তা ভয়ানক কেন?
১১) “বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা”-চায়ের টেবিলে ওঠা কথাটি সম্পর্কে বাড়ির মানুষদের প্রতিক্রিয়া কি ছিল? নতুন মেসোরই বা এই ঘটনায় বক্তব্য কি ছিল?

সর্ব শেষ প্রকাশিত

বাতিল হচ্ছে গরমের ছুটি? হঠাৎ নতুন আপডেট দিল শিক্ষা দপ্তর

কয়েক সপ্তাহ আগেই তীব্র দাবদাহের কারণে রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল।…

2 hours ago

ভারতীয় নৌ সেনাতে বিপুল সংখ্যক অগ্নিবীর নিয়োগ, ২৭ মে পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া

ভারতীয় নৌ সেনার পক্ষ থেকে বিপুল পরিমাণ শূন্যপদে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে।…

6 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 10 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

8 hours ago

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৯

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

23 hours ago

SSC নিয়োগ দুর্নীতির আঁচ রাজ্যের কলেজ সার্ভিস কমিশনে! বাতিল হবে অধ্যাপকদের চাকরি?

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা সম্পর্কে স্পষ্ট বক্তব্য জানানো হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। ফলকনামা…

1 day ago

WB Gram Panchayat Recruitment: গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের আবেদন শুরু হবে জুন মাসে

পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রাম পঞ্চায়েত বিভাগের ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন শূন্যপদে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের প্রক্রিয়া…

1 day ago