দশম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া প্রশ্ন উত্তর

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য Exam Bangla নিয়ে এসেছে বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এইসব প্রশ্নোত্তর গুলি আগত ২০২৩ মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের…

Published By: Exam Bangla | Published On:

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য Exam Bangla নিয়ে এসেছে বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এইসব প্রশ্নোত্তর গুলি আগত ২০২৩ মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই পোস্টে তোমাদের সাথে শেয়ার করা হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) মাধ্যমিকের ভূগোলের প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম- বহির্জাত প্রক্রিয়া। এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি ধারাবাহিক ভাবে সাজানো হয়েছে। বহির্জাত প্রক্রিয়া অধ্যায়ের বিকল্পধর্মী প্রশ্ন (MCQ), শূন্যস্থান পূরণ, ঠিক বা ভুল নির্বাচন, অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এইসব প্রশ্নের সেট তৈরী করেছেন।

দশম শ্রেণী ভূগোলের প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

বহির্জাত প্রক্রিয়া প্রশ্ন উত্তর

(ক) সঠিক উত্তরটি নির্বাচন করো

১) আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল হল-
(A) পর্যায়ন
(B) পুঞ্জিত ক্ষয়
(C) নগ্নিভবন
(D) ক্ষয়ীভবন
উঃ (A) পর্যায়ন

২) বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল-
(A) সূর্য
(B) নদী
(C) বায়ু
(D) হিমবাহ
উঃ (A) সূর্য

৩) অবরোহনের অপর নাম-
(A) ক্ষয়সাধন
(B) অবক্ষেপণ
(C) সঞ্চয়
(D) নগ্নিভবন
উঃ (A) ক্ষয়সাধন

৪) যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হল-
(A) পর্যায়ন
(B) অবরোহন
(C) আবহবিকার
(D) নগ্নিভবন
উঃ (A) পর্যায়ন

৫) বহির্জাত শক্তি নয় এমন একটি শক্তি হলো-
(A) নদী প্রবাহ
(B) অগ্ন্যুদগম
(C) বায়ুপ্রবাহ
(D) সমুদ্র তরঙ্গ
উঃ (B) অগ্ন্যুদগম

৬) একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো-
(A) পাত সঞ্চালন
(B) আবহবিকার
(C) সমুদ্র তরঙ্গ কার্য
(D) হিমবাহ ক্ষয়
উঃ (A) পাত সঞ্চালন

৭) ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জিভবন কে বলে-
(A) অবরোহন
(B) আরোহন
(C) পুঞ্জক্ষয়
(D) আবহবিকার
উঃ (B) আরোহন

৮) অবরোহন প্রক্রিয়ার প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা হল-
(A) পর্বত
(B) মালভূমি
(C) সমভূমি
(D) সমুদ্রপৃষ্ঠ
উঃ (D) সমুদ্রপৃষ্ঠ

৯) প্রথম পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হল-
(A) মহাদেশ
(B) পর্বত
(C) জলপ্রপাত
(D) মালভূমি
উঃ (A) মহাদেশ

১০) অনেক সময় আলগা মাটি ও শিলাস্তুপ অভিকর্ষ বলের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে এলে তাকে বলে-
(A) পুঞ্জক্ষয়
(B) অবরোহন
(C) আরোহন
(D) কোনটাই নয়
উঃ (A) পুঞ্জক্ষয়

১১) যে প্রক্রিয়ার ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হল-
(A) অবরোহন
(B) আরোহন
(C) পর্যায়ন
(D) পুঞ্জক্ষয়
উঃ (A) অবরোহন

১২) যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার ভূপৃষ্ঠের বহির্ভাগের আকার বা রূপের পরিবর্তন হয় তাকে বলে-
(A) বহির্জাত প্রক্রিয়া
(B) অন্তর্জাত প্রক্রিয়া
(C) পর্যায়ন
(D) কোনটাই নয়
উঃ (A) বহির্জাত প্রক্রিয়া

(খ) দু- এক কথায় উত্তর দাও-

১) বহির্জাত প্রক্রিয়ার সর্বাধিক ক্রীয়াশীল শক্তি কি?
উঃ নদী।
২) মহাকাশ থেকে ছুটে আসা উল্কার পতনে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে সেটি কি প্রক্রিয়া?
উঃ মহাজাগতিক প্রক্রিয়া।
৩) ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে?
উঃ পাওয়েল।
৪) আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচর্ণকে কি বলে?
উঃ রেগোলিথ।
৫) কোন আলোড়ন ভূপৃষ্ঠের সঙ্গে উলম্ব অক্ষে ক্রিয়া করে?
উঃ মহিভাবক আলোড়ন।
৬) কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় নদীর ঢাল সুষম হয়?
উঃ পর্যায়ন প্রক্রিয়া।
৭) জৈব রাসায়নিক আবহবিকার কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত?
উঃ অবরোহন প্রক্রিয়া।
৮) পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ চেম্বারলিন এবং স্যালিসবারি।
৯) পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি কি?
উঃ মাধ্যাকর্ষণ শক্তি।

(গ) শূন্যস্থান পূরণ কর-

১) অবরোহন এর বিপরীত প্রক্রিয়া হল _____ (উঃ আরোহন)।
২) নদী যে তল বরাবর ক্ষয় করতে থাকে তা হল ______ (উঃ নিম্নক্ষয় সীমা)।
৩) ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় _______ প্রক্রিয়ায় (উঃ অবরোহন)।
৪) Grade শব্দটি প্রথম ব্যবহার করেন ______ (উঃ জি কে গিলবার্ট)।
৫) অবরোহন ও আরোহন প্রক্রিয়া ভূমিরূপকে ________ অবস্থায় নিয়ে আসে। (উঃ পর্যায়ীত)

WBBSE Madhyamik Geography Questions

(ঘ) ঠিক- ভুল নির্বাচন করো-

১) পর্যায়ন শক্তি একটি অন্তর্জাত শক্তি। (উঃ ভুল)
২) আবহবিকারের প্রধান ভূমিকা পালন করে নদী। (উঃ ভুল)
৩) অবরোহণ হলো একটি সঞ্চয় প্রক্রিয়া। (উঃ ভুল)
৪) বহির্জাত প্রক্রিয়ার শক্তি আছে সূর্য থেকে। (উঃ ঠিক)
৫) ভূগঠনকারী শক্তিকে চার ভাগে ভাগ করা যায়। (উঃ ভুল)
৬) উল্কাপাত একটি বহির্জাত শক্তি। (উঃ ভুল)
৭) পৃথিবীর সমস্ত অঞ্চলের নগ্নিভবনের হার সমান নয়। (উঃ ঠিক)
৮) অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়াকে একত্রে পার্থিব প্রক্রিয়া বলে। (উঃ ঠিক)
৯) আবহবিকার একটি পর্যায়ন প্রক্রিয়া। (উঃ ঠিক)
১০) প্লাবন সমভূমি সৃষ্টির অবরোহন প্রক্রিয়ার উদাহরণ। (উঃ ভুল)

(ঙ) সংক্ষিপ্ত প্রশ্ন- প্রশ্নের মান- ২ (নিজে করো)

১) ভূমিরূপ কাকে বলে?
২) বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমগুলি কি কি?
৩) পর্যায়িত ভূমিরূপ কি?
৪) ভূ বিপর্যয় কি?
৫) ভূমিরূপ অঞ্চল কি?
৬) বহির্জাত প্রক্রিয়াতে জলবায়ুর ভূমিকা লেখ।

(ক) রচনাধর্মী প্রশ্ন- প্রশ্নের মান- ৫ (নিজে করো)

১) পৃথিবীপৃষ্ঠে ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা কর।
২) বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা কর।
৩) অবরোহন, আরোহন ও পর্যায়ন এই তিনটি প্রক্রিয়ার আত্মঃসম্পর্ক বিশ্লেষণ কর।
৪) বহির্জাত প্রক্রিয়া বলতে কী বোঝো? এ প্রক্রিয়ার বৈশিষ্ট্য গুলি লেখ।

(খ) পার্থক্য লেখ- (নিজে করো)

১) অবরোহন ও আরোহন।
২) অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়া।

(গ) টীকা লেখ- (নিজে করো)

১) নগ্নিভবন।
২) আরোহন।
৩) অবরোহণ।
৪) পর্যায়ন।
৫) ক্ষয়ীভবন।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career