দশম শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায়: নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ভূগোলের দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য Exam Bangla নিয়ে এসেছে বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এইসব প্রশ্নোত্তর গুলি আগত…

Published By: Exam Bangla | Published On:

দশম শ্রেণী ভূগোলের দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য Exam Bangla নিয়ে এসেছে বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এইসব প্রশ্নোত্তর গুলি আগত ২০২৩ মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই পোস্টে তোমাদের সাথে শেয়ার করা হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) মাধ্যমিকের ভূগোলের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম- নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি ধারাবাহিক ভাবে সাজানো হয়েছে। নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের বিকল্পধর্মী প্রশ্ন (MCQ), শূন্যস্থান পূরণ, ঠিক বা ভুল নির্বাচন, অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এইসব প্রশ্নের সেট তৈরী করেছেন।

নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রশ্ন উত্তর

(ক) সঠিক উত্তরটি নির্বাচন করো- প্রশ্নের মান- ১

১) লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল-
(A) অবঘর্ষ ক্ষয়
(B) ঘর্ষণ ক্ষয়
(C) জলপ্রবাহ ক্ষয়
(D) দ্রবণ ক্ষয়
উঃ (D) দ্রবণ ক্ষয়

২) নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে-
(A) সাত গুণ
(B) ৬৪ গুণ
(C) ছয় গুণ
(D) দুই গুণ
উঃ (B) ৬৪ গুণ

৩) পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হলো-
(A) সাগরদ্বীপ
(B) ইলহা দ্যা মারাজো
(C) মাজুলী
(D) লাক্ষাদ্বীপ
উঃ (B) ইলহা দ্যা মারাজো

৪) নীল নদের বদ্বীপ একটি-
(A) পক্ষীপদ বদ্বীপ
(B) ধনুকাকৃতি বদ্বীপ
(C) তীক্ষ্ণগ্র-দ্বীপ
(D) কোনটাই নয়
উঃ (B) ধনুকাকৃতি বদ্বীপ

৫) নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয়-
(A) অশ্বক্ষুরাকৃতি
(B) প্লাবনভূমি
(C) জলপ্রপাত
(D) পলল শঙ্কু
উঃ (C) জলপ্রপাত

৬) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ-
(A) মিসিসিপি বদ্বীপ
(B) গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ
(C) সিন্ধু বদ্বীপ
(D) নীল নদের বদ্বীপ
উঃ (B) গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ

৭) নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয়-
(A) পুল
(B) বিন্দুবার
(C) কাসকেট
(D) কোনটাই নয়
উঃ (B) বিন্দুবার

৮) প্রশস্ত নদীর মোহনাকে বলে-
(A) বদ্বীপ
(B) প্লাবনভূমি
(C) ক্যানিয়ন
(D) খাঁড়ি
উঃ (D) খাঁড়ি

৯) পৃথিবীর গভীরতম গিরিখাতটি হলো-
(A) ইচাং
(B) গরিং
(C) কালীগণ্ডকী নদীর অন্ধগালচী
(D) কোনটাই নয়
উঃ (C) কালীগণ্ডকী নদীর অন্ধগালচী

১০) গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে-
(A) আমাজন
(B) মিসিসিপি
(C) কলোরাডো
(D) গঙ্গা নদীতে
উঃ (C) কলোরাডো

১১) নদীর উচ্চগতির প্রধান কাজ হল-
(A) অবঘর্ষজনিত ক্ষয়
(B) দ্রবণজনিত ক্ষয়
(C) ঘর্ষণজনিত ক্ষয়
(D) কোনটাই নয়
উঃ (A) অবঘর্ষজনিত ক্ষয়

১২) পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ সৃষ্টি হয়েছে-
(A) কৃষ্ণা নদীতে
(B) গঙ্গা নদীতে
(C) নর্মদা নদীতে
(D) ব্রহ্মপুত্র নদীতে
উঃ (A) কৃষ্ণা নদীতে

১৩) নদীর পূর্ণযৌবন লাভের ফলে গঠিত হয়-
(A) ক্যানিয়ন
(B) নদীচর
(C) নদীমঞ্চ
(D) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
উঃ (C) নদীমঞ্চ

১৪) একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ হল-
(A) গোদাবরী
(B) লুনি
(C) দানিয়ুব
(D) কোনটাই নয়
উঃ (C) দানিয়ুব

১৫) একটি বৃত্তচাপীয় বদ্বীপ হলো-
(A) নীল নদের
(B) মিসিসিপি নদীর
(C) কাবেরী নদী
(D) কৃষ্ণা নদী
উঃ (A) নীল নদের

১৬) সমভূমি প্রবাহের নদীর আঁকাবাঁকা পথ কে বলে-
(A) মিয়েন্ডার
(B) বদ্বীপ
(C) প্লাবনভূমি
(D) কোনটাই নয়
উঃ (A) মিয়েন্ডার

১৭) পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত-
(A) নায়াগ্রা
(B) এঞ্জেলা
(C) ভিক্টোরিয়া
(D) স্ট্যানলি
উঃ (D) স্ট্যানলি

১৮) কিউমেক হল-
(A) নদীর জলপ্রবাহ মাপার একক
(B) বায়ুর বেগের একক
(C) হিমবাহের গতিবেগের একক
(D) বরফের গভীরতার একক
উঃ (A) নদীর জলপ্রবাহ মাপার একক

১৯) কোন নদীর মোহনায় খাঁড়ি বেশ চওড়া-
(A) হুগলি নদী
(B) নর্মদা নদী
(C) লুনি
(D) গোদাবরী
উঃ (A) হুগলি নদী

২০) বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায়-
(A) নর্মদা
(B) তাপ্তি
(C) গঙ্গা
(D) গোদাবরী
উঃ (C) গঙ্গা

২১) পলি শঙ্কু গঠিত হয়-
(A) উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে
(B) বদ্বীপ গতিতে
(C) পার্বত্য গতিতে
(D) মধ্যগতিতে
উঃ (A) উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে

২২) মট লেক পরিলক্ষিত হয়-
(A) সৈকত ভূমিতে
(B) প্লাবনভূমিতে
(C) দোয়াব অঞ্চলে
(D) কোনটাই নয়
উঃ (B) প্লাবনভূমিতে

(খ) দু- এক কথায় উত্তর দাও- প্রশ্নের মান- ১

১) নদীর কোন গতিতে জলপ্রপাত দেখা যায়?
উঃ উচ্চ গতিতে।
২) নদীর ষষ্ঠ ঘাতের সূত্রের ধারণা দেন কে?
উঃ W Hopkins
৩) পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি?
উঃ আমাজন।
৪) কাবেরী নদীর উপরিস্থিত জলপ্রপাত এর নাম কি?
উঃ শিবসমুদ্রম।
৫) নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
উঃ সেন্ট লরেন্স নদী।
৬) ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি?
উঃ যোগ।
৭) একটি তীক্ষ্ণগ্র ব-দ্বীপের উদাহরণ দাও।
উঃ ইতালির তাইবার নদীর বদ্বীপ।
৮) যোগ জলপ্রপাত কোন নদীতে দেখা যায়?
উঃ সরাবতী।
৯) জলবিভাজিকা কি?
উঃ দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমি।
১০) পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকাটির নাম কি?
উঃ মধ্য এশিয়ার পার্বত্য ভূমি।
১১) নদী যে খাতে প্রবাহিত হয় তাকে কি বলে?
উঃ নদী উপত্যকা।
১২) কোন নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত?
উঃ মিয়েন্ড্রস নদী।
১৩) পৃথিবীর দীর্ঘতম খাঁড়িটি কোন নদীর মোহনায় অবস্থিত?
উঃ ওব।

(গ) শূন্যস্থান পূরণ কর- প্রশ্নের মান- ১

১) নদীর পার্বত্য প্রবাহের প্রধান কাজ _______ । (উঃ ক্ষয়)
২) নর্মদা নদীর উপর জব্বলপুর এর কাছে _________ জলপ্রপাত আছে।। (উঃ ধুঁয়াধার)
৩) দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে _______ বলে। (উঃ দোয়াব)
৪) একটি খাঁড়ীয় ব দ্বীপ হলো _______ (উঃ রাইন নদীর বদ্বীপ)
৫) দক্ষিণ ভারতের _________ নদীর মোহনায় ব- দ্বীপ আছে। (উঃ গোদাবরী)
৬) নদীর প্রবাহ পথে জলতলের প্রভেদকে ________ বলে। (উঃ জলপ্রপাত)

(ঘ) ঠিক ভুল নির্বাচন কর- প্রশ্নের মান- ১

১) গাঙ্গেয় অঞ্চলে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। (উঃ ঠিক)
২) নদীর উচ্চ গতিতে একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হলো মন্তকূপ। (উঃ ঠিক)
৩) পাখির পা এর ন্যায় বদ্বীপ নীল নদের মোহনায় গড়ে উঠেছে। (উঃ ভুল)
৪) গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ পৃথিবীর সবচেয়ে বড়। (উঃ ঠিক)
৫) ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ হলো মাজুলী। (উঃ ঠিক)
৬) পৃথিবীর উচ্চতম নদীচর ইলহা দ্যা মারাজো (উঃ ঠিক)
৭) পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত। (উঃ ভুল)
৮) দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চস্থানকে জলবিভাজিকা বলে। (উঃ ঠিক)
৯) প্লাবন সমভূমির সৃষ্টি অবরোহন প্রক্রিয়ার উদাহরণ। (উঃ ভুল)
১০) বিভিন্ন ঋতুতে নদীর জলের পরিমাণের হ্রাস বৃদ্ধিকে নদী বর্তন বলে। (উঃ ঠিক)
১১) নদীর প্লাবন সমভূমি অত্যন্ত উর্বর হয়। (উঃ ঠিক)
১২) জলপ্রপাতের প্রবল জলরাশি বাহিত হলে তাকে ক্যাটারাক্ট বলে। (উঃ ঠিক)
১৩) মূল নদীর উপনদী মূল নদীর বিলম্বিত সঙ্গমে হতে পারে। (উঃ ঠিক)
১৪) জলবিভাজিকা দুটি নদী অববাহিকাকে পৃথক করে। (উঃ ঠিক)
১৫) ব্রহ্মপুত্র একটি আন্তর্জাতিক নদী। (উঃ ঠিক)
১৬) জোয়ার ভাটা প্রবন মোহনা অঞ্চলকে বদ্বীপ বলে। (উঃ ভুল)
১৭) শুষ্ক অঞ্চলের গিরিখাত গুলিকে ক্যানিয়ন বলে। (উঃ ঠিক)

WBBSE Madhyamik Geography Questions

(ঙ) সংক্ষিপ্ত প্রশ্ন- প্রশ্নের মান- ২ (নিজে করো)

১) জলচক্র কাকে বলে?
২) শাখানদী কাকে বলে?
৩) নদী বর্তন কি?
৪) বালুচর কি?
৫) পাখির পায়ের মতো ব দ্বীপ কিভাবে গঠিত হয়?
৬) সমপ্রায় ভূমি কাকে বলে?
৭) আদর্শ নদী বলতে কী বোঝায়?
৮) অবঘর্ষ কাকে বলে?
৯) নদী উপত্যকা কাকে বলে?
১০) জলবিভাজিকা কাকে বলে?

(চ) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন- প্রশ্নের মান- ৩ (নিজে করো)

১) নদীর ক্ষয় কার্যের প্রক্রিয়াগুলি বিবরণ দাও।
২) নদীর শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, তা উল্লেখ কর।
৩) নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থা বিশ্লেষণ কর।
৪) সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন?
৫) মধ্য ও নিম্ন গতিতে নদীর বাঁক সৃষ্টি হয় কেন?
৬) জলপ্রপাতের পশ্চাৎপসরণ হয় কেন?
৭) অশ্বক্ষুরাকৃতি হ্রদ বদ্বীপ অঞ্চলে বা নদীর নিম্ন গতিতে দেখা যায় কেন?

(ছ) পার্থক্যধর্মী প্রশ্ন- প্রশ্নের মান- ৩ (নিজে করো)

১) গিরিখাত ও ক্যানিয়ন।
২) প্রপাতকূপ ও মধ্যকূপ।
৩) পললশঙ্কু ও ব দ্বীপ।
৪) জলপ্রপাত ও খরস্রোত।

(জ) রচনাধর্মী প্রশ্ন- প্রশ্নের মান- ৫ (নিজে করো)

১) জলচক্র কি? জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকা লেখ।
২) মধ্যবর্তীতে বা সমভূমি প্রবাহে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা কর।
৩) বদ্বীপ প্রবাহে নদীসৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা কর।
৪) ঘোড়ামারা দ্বীপের বর্তমান অবস্থা সম্পর্কে লেখ।
৫) নিউমুর দ্বীপ ও তার বর্তমান অবস্থা সম্পর্কে লেখ।
৬) সুন্দরবনের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে লেখ।
৭) পার্বত্য অঞ্চলের নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ গুলি বর্ণনা করো।

(ঝ) টীকা লেখ। (নিজে করো)

১) নদী অববাহিকা।
২) অশ্বক্ষুরাকৃতি হ্রদ।
৩) খাঁড়ি।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career