চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBCAP College Admission: চালু হতে চলেছে কলেজে ভর্তির পোর্টাল, আবেদনের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়গুলি

WBCAP College Admission 2025: সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু হচ্ছে। গত ৭ই মে, ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। তারপরে দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও কলেজে ছাত্রছাত্রীরা কবে থেকে ভর্তি হতে পারবেন, সেই বিষয়ে কোনো নিশ্চিত ঘোষণা জানা যায়নি। স্বাভাবিকভাবেই অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এতদিন।

অবশেষে আজ ১৭ ই জুন, ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে কলেজে ভর্তির অনলাইন পোর্টাল। ছাত্রছাত্রীরা আগামীকাল থেকেই এই অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের পছন্দমত কলেজের আবেদনপত্র পূরণ করতে পারবেন। তবে তার আগে অবশ্যই জেনে নিতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির ছাত্র-ছাত্রীদের জানানো হলো আজকের প্রতিবেদনের মাধ্যমে।

[quads id=21]

WB College Admission 2025

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে আজ ১৭ই জুন অনলাইন এডমিশন পোর্টাল খুলে দেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রীদের জন্য। মূলত উচ্চ মাধ্যমিক পাশ করে যে সমস্ত ছাত্র-ছাত্রী নিজেদের স্বপ্নের বিষয় নিয়ে কলেজে ভর্তি হতে চাইছেন, তাদের জন্যই এই সুযোগ রয়েছে। বিগত বছর থেকে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে একসাথে একাধিক কলেজে আবেদন জানানোর পদ্ধতিটি শুরু হয়েছে। এর ফলে এটি যেমন সময় বাঁচায়, তেমনি বিভিন্ন ধরনের দুর্নীতি আটকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বছরেও কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমেই ছাত্র-ছাত্রীরা একসাথে ৪৬০ টি কলেজে আবেদন জানাতে পারবে।

কবে থেকে College Admission শুরু হচ্ছে?

ছাত্র-ছাত্রীদের জন্য আজ দুপুর দুটোর সময় আনুষ্ঠানিকভাবে উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন (WBCAP College Admission)। আগামীকাল অর্থাৎ ১৮ই জুন থেকে প্রতিটি ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আবেদন জানাতে পারবেন। আগামী ১ লা জুলাই, ২৫ তারিখ পর্যন্ত প্রত্যেকটি ছাত্র-ছাত্রী নিজেদের পছন্দমত কলেজ বেছে নিয়ে আবেদন জানাতে পারেন। এরপর ছাত্র-ছাত্রীদের উচ্চমাধ্যমিকের ফলাফলের উপর নির্ভর করে কলেজের তরফে মেধাতালিকা প্রকাশ করা হবে।

[quads id=21]

আরও পড়ুনঃ OBC List 2025: রাজ্যের ওবিসি লিস্টে সংযুক্ত হল একাধিক নতুন সম্প্রদায়ের নাম, চাকরির ক্ষেত্রে কাদের অগ্রাধিকার মিলবে?

কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে কলেজে আবেদনের সুবিধা

বিগত বছর থেকে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমেই বিভিন্ন কলেজে আবেদন জানাতে পারেন ছাত্র-ছাত্রীরা (WBCAP College Admission)। এর ফলে একাধিক সুযোগ-সুবিধা লাভ করতে পারেন ছাত্র-ছাত্রীরা। যেমন-

১) একবার রেজিস্ট্রেশন করেই একসাথে একাধিক কলেজে আবেদন জানানো যায়।
২) ফিজিক্যাল কেরিয়ার কাউন্সিলিং অথবা ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রয়োজন হয় না। এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হয়।
৩) আবেদনপত্র জমা দেওয়ার পর মেধা তালিকায় নাম উঠলে অনলাইনে আবেদন ফি বা আবেদন মূল্য জমা করতে হয়। এর ফলে কলেজের বিভিন্ন দুর্নীতির থেকেও মুক্ত থাকা যায়।
৪) প্রত্যেকটি কলেজে কতগুলি সিট রয়েছে, ছাত্র-ছাত্রীদের আবেদনের স্ট্যাটাস ইত্যাদি সমস্ত কিছু বাড়িতে বসেই অনলাইনে দেখে নেওয়া সম্ভব হয়।
৫) নিয়মিত আপডেট সহজেই পাওয়া যায়।

LIC Scholarship 2025: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য বার্ষিক ১৫০০০ টাকার বৃত্তি- Apply Now

স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇

কীভাবে আবেদন জানাবেন?

ছাত্র-ছাত্রীদের নিজেদের কলেজে ভর্তির অনলাইন পোর্টালে অবশ্যই খুব সচেতন ভাবে আবেদন জানাতে হবে (WBCAP College Admission)। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ভুল হয়ে গেলে অনেক সময়ই আবেদন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আগামীকাল থেকে কলেজে এডমিশনের অনলাইন পোর্টালে গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। এর জন্য https://banglaruchchashiksha.wb.gov.in বা https://wbsche.wb.gov.in এই অনলাইন ওয়েবসাইটে গিয়ে আবেদনের পোর্টালে প্রবেশ করতে পারেন। এক্ষেত্রে চাইলে সরাসরি https://wbcap.in -এই লিংকের সাহায্যে অনলাইন পোর্টালে ঢুকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ