পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! যেসব প্রার্থীর WBCS 2024 বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা করছেন তাদের অপেক্ষার অবসান। অবশেষে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ২০২৪ সালের WBCS পরীক্ষার প্রাথমিক নোটিফিকেশান প্রকাশিত হলো।
WBCS Notification 2024
পিএসসি -র তরফ থেকে এদিন ২০ নভেম্বর, ২০২৪ তারিখ WBCS 2024 Notification জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি নং 08/2024; প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী খুব শীঘ্রই অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হবে। West Bengal Civil Service Executive সহ একাধিক ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হল https://psc.wb.gov.in/
প্রসঙ্গত WBCS পরীক্ষার ফর্ম ফিলাপ করার জন্য আবেদনকারীকে অন্তত গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হয়। পাশাপাশি বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। তবে যেসব প্রার্থীদের মাতৃভাষা নেপালি, তাদের ক্ষেত্রে বাংলা ভাষা জানা বাধ্যতামূলক নয়। সিভিল সার্ভিসের বিভিন্ন গ্রূপ অনুযায়ী বয়সসীমা থাকে ভিন্ন। গ্রূপ-এ ও গ্রূপ-সি পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ২১- ৩৬ বছরের মধ্যে। গ্রূপ-বি পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২০- ৩৬ বছরের মধ্যে। আর গ্রূপ-ডি পদগুলির ক্ষেত্রে বয়স ২১- ৩৯ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে।
প্রতিদিন চাকরির খবর সর্বপ্রথম পেতে টেলিগ্রামে যুক্ত হন 👇👇👇
তবে পিএসসি -র তরফে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নিয়োগ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য জানা যাবে।