রাজ্য পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলির মধ্যে অন্যতম পরীক্ষা হলো ডব্লিউবিসিএস পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরে উচ্চ পদস্থ আধিকারিক নিয়োগ করা হয়। পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত এই পরীক্ষা চলতি বছরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য রাজ্যের বহু চাকরিপ্রার্থী প্রত্যেক বছর অপেক্ষা করে থাকেন। প্রিলিমিনারি মেন্স এবং ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে এই পরীক্ষা গ্রহণ করা হয়। তিনটি পরীক্ষার পর প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী চাকরিপ্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগ করা হয়ে থাকে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী চলতি বছরে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি আসতে পারে জুলাই মাসের শেষে অথবা আগস্ট মাসে। সেইসঙ্গে আরো জানা যাচ্ছে যে চলতি বছরে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাসে কোন বদল করা হবে না। বিগত বছরগুলির মত এবারেও পরীক্ষার সিলেবাসে ইংরেজি কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, সংবিধান এবং রাজনীতি, বিভিন্ন জাতীয় আন্দোলন, জেনারেল এবং মেন্টাল অ্যাবিলিটি ইত্যাদি বিষয়গুলি থেকেই প্রশ্ন আসবে। প্রিলিমিনারি পরীক্ষার মোট নম্বর ২০০। একইভাবে মেন্স পরীক্ষার প্রথম থেকে ষষ্ঠ পেপার হবে ২০০ নম্বরের। অন্যদিকে সপ্তম এবং অষ্টম পেপার মিলিয়ে থাকবে ৪০০ নম্বর। অন্তিম পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার্থীদের পার্সোনালিটি টেস্ট অথবা ইন্টারভিউ হবে ২০০ নম্বরের।
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের আবেদন শুরু হবে জুন মাসে
জুলাই অথবা আগস্টে বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হতে পারে ডিসেম্বর মাসে। পাবলিক সার্ভিস কমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মতামত অনুযায়ী পরীক্ষাতে কোন প্রকার সিলেবাস পরিবর্তন করা হলে তার নির্দিষ্ট সময়ের আগেই ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেওয়া হত। যেহেতু এখনো সংশ্লিষ্ট পরীক্ষার সিলেবাস পরিবর্তনের কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তাই চলতি বছরে এই পরীক্ষার সিলেবাস পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রতিবছর ডাব্লিউবিসিএস পরীক্ষাতে পরীক্ষার্থী বৃদ্ধি পাওয়ার কারণে প্রত্যেক বছর পরীক্ষা গ্রহণে আগ্রহী হয়েছে রাজ্য সরকার। এটি রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুন একটি সুখবর। সিলেবাস অপরিবর্তিত থাকার খবর প্রকাশের সঙ্গে চলতি বছরে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় রয়েছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা।