পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য সিভিল সার্ভিসের যে পরীক্ষা 19 জুন, 2022 তারিখে হয়েছিল তার অফিসিয়াল উত্তরপত্র কিছু দিন আগেই সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ডব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্নপত্র চারটি সেটে হয়। সংশ্লিষ্ট উত্তরপত্রে দেখা গেছে বেশ কিছু প্রশ্নের উত্তর ভুল দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়ে পরীক্ষার্থীরা অসন্তুষ্ট। অনেকে আবার পাবলিক সার্ভিস কমিশনের এই ভুলভ্রান্তি নিয়ে হাসিঠাট্টা করতেও ছাড়েননি।
WBCS Wrong Answer Key Objection
এর জন্যে পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যদি কোনো রকমের ত্রুটি থাকে, তবে পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে নির্দিষ্ট ত্রুটিপূর্ণ প্রশ্নের সাপেক্ষে উপযুক্ত প্রমাণ এবং প্রমাণের উৎস সহযোগে তথ্য দিতে পারবেন। wbpsc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা অভিযোগ জানাতে পারবেন।
চাকরির খবরঃ রাজ্যে স্বস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
[quads id=10]
প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রকাশিত উত্তরপত্রে এ পর্যন্ত ৪ থেকে ৫ টি প্রশ্নের সর্বজনবিদিত ভুলভ্রান্তি রয়েছে। এই যেমন-
১) UPSC এর বর্তমান চেয়ারম্যান কে?
২) ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
এই প্রশ্ন দুটোর উত্তর প্রত্যেকটি সেটেই ভুল আছে।
এইরকম আরও ২/৩ টি ভুল রয়েছে।
কিভাবে অভিযোগ করবেন-
অভিযোগ জানাতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। প্রার্থীরা কিভাবে অভিযোগ জানাবেন তা স্টেপ বই স্টেপ দেখে নিন।
1) নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি পৌঁছে যান পিএসসি’র অফিসিয়াল ওয়েবসাইটে।
2) সেখানে দপ্তর প্রদত্ত লিঙ্কে ক্লিক করুন।
3) সেট লিখুন এবং ত্রুটিপূর্ণ প্রশ্ন লিখুন।
4) উত্তরটি ভুল কেন? কিংবা সঠিক উত্তরের সাপেক্ষে অথেন্টিক উৎস দিন। এবং পরে আপলোড করুন।
চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ
[quads id=10]
অভিযোগ জানানোর তারিখ- প্রার্থীরা অভিযোগ জানাতে পারবেন আগামী ৪ ঠা জুলাই, ২০২২ এর মধ্যে।
Answer Key Objection: Click Here
Daily Job Update: Click Here







