6 হাজার শূন্যপদে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মোট 6 হাজার 114 শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে West Bengal Health…

Published By: ExamBangla.com | Published On:

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মোট 6 হাজার 114 শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে West Bengal Health Recruitment Board. WBHRB Recruitment 2021

স্টাফ নার্স নিয়োগ 2021

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে স্টাফ নার্স গ্রেড- II নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ১৩ হাজার ভলেন্টিয়ার নিয়োগ

শূন্যপদের সংখ্যা

স্টাফ নার্স গ্রেড- II পদে মোট শূন্যপদের সংখ্যা 6114 টি। Staff Nurse Grade- II পদে কর্মী নিয়োগ করা হচ্ছে GNM Nursing (পুরুষ এবং মহিলা আবেদনযোগ্য), Basic B.Sc. Nursing (কেবল মহিলা আবেদনযোগ্য) এবং Post Basic B.Sc. Nursing (কেবল মহিলা আবেদনযোগ্য)।

  • GNM Nursing Female Vacancy- জিএনএম নার্সিং -এ মহিলাদের ক্ষেত্রে শূন্যপদ UR- 1108, SC- 1255, ST- 363, OBC A- 668, OBC B- 170, PWD- 13.
  • GNM Nursing Male Vacancy- জিএনএম নার্সিং -এ পুরুষদের শূন্যপদ UR- 124, SC- 140, ST- 40, OBC A- 74, OBC B- 18, PWD- 1.
  • Basic B.Sc. Nursing Female Vacancy- Basic B.Sc. Nursing -এ শূন্যপদ UR- 633, SC- 711, ST- 206, OBC A- 378, OBC B- 96, PWD- 8.
  • Post Basic B.Sc. Nursing Female Vacancy- Post Basic B.Sc. Nursing -এ শূন্যপদ UR- 30, SC- 40, ST- 12, OBC A- 21, OBC B- 6, PWD- 0.

আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসের সমস্ত চাকরির খবর

বয়স সীমা

স্টাফ নার্স পদে আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসাবে। SC/ ST/ OBC/ PWD প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

স্টাফ নার্সের শিক্ষাগত যোগ্যতা

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ৫ হাজার মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ

  • স্টাফ নার্স পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে GNM Nursing Pass/ Basic B.Sc Nursing Pass বা Post Basic B.Sc Nursing Pass. অর্থাৎ আবেদনকারী যে পদে আবেদন করবেন ওই যোগ্যতা থাকতে হবে।
  • পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
  • বাংলা অথবা নেপালি ভাষা বলতে এবং লিখতে জানতে হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করা যাবে অনলাইনে। West Bengal Health Recruitment Board -এর অফিশিয়াল ওয়েবসাইটে (www.wbhrb.in) গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে পারবেন 17 মার্চ থেকে 26 মার্চ, 2021 তারিখ পর্যন্ত।

আবেদন ফি

জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে 160 টাকা। আবেদন ফি জমা দিতে হবে GRPS (Government Receipt Portal System) পদ্ধতিতে, Govt. of West Bengal at Govt.
Receipt Head of Account ‘0051-00-104-002-16’। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ তপশিলি উপজাতি এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি

নিয়োগ করা হবে Academic Score এবং ইন্টারভিউ -এর উপর ভিত্তি করে। নম্বর বিভাজন নীচে দেওয়া হল-

Download Official Notice

Apply Now- Click here (Available from 17/03/2021)

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career